চাক দে! ইন্ডিয়া: শাহরুখের সেরা সিনেমা, মসলার বাইরে সাহসী বলিউড
Published: 12th, May 2025 GMT
অপবাদ ও অপমান মাথায় নিয়ে খেলা ছাড়ার সাত বছর পর আবার হকিতে ফেরেন ভারতের সাবেক অধিনায়ক কবির খান। দায়িত্ব নেন ভারতীয় নারী হকি দলের কোচের। এই দলে ডাক পাওয়া খেলোয়াড়েরা এমন যে পেশাদারির সঙ্গে তাঁদের দূরতম কোনো সম্পর্ক নেই। দলের বেশির ভাগ খেলোয়াড় এসেছেন দেশের প্রান্তিক অঞ্চল থেকে। যাঁদের কেউ কেউ রেলওয়ের চাকরির অংশ হিসেবে খেলেন, আবার কেউ খেলেন নিছক খেয়েপরে বাঁচার জন্য। এমনকি কেউ কেউ হিন্দিতে কথাও বলতে পারেন না।
দলটার কাছে কারও কোনো প্রত্যাশা নেই, দলটির ভবিষ্যৎও দেখেন না কেউ। আর সে কারণেই কবির খানের ঘাড়ে এই বোঝা চাপিয়ে দেওয়া। বিনা আপত্তিতে কবিরও নিয়ে নেন এই দায়িত্ব। নিজের হারানো সম্মান পুনরুদ্ধার এবং নিজেকে নির্দোষ প্রমাণের এটাই ছিল তাঁর একমাত্র সুযোগ। আর এরপরই শুরু হয় ভারতীয় নারী হকি দলের সঙ্গে কবিরের অন্য রকম এক যাত্রা। যে যাত্রার নাম ‘চাক দে! ইন্ডিয়া’।
সত্য ঘটনা ছায়া অবলম্বনে নির্মিত এই ছবিতে ভারতীয় নারী হকি দলের কোচের ভূমিকায় অভিনয় করেন বলিউড বাদশাহখ্যাত শাহরুখ খান। মূলত এটা ভারতের হকি দলের সাবেক গোলরক্ষক মীর রঞ্জন নেগির গল্প। যদিও গল্পটা বলতে গিয়ে মূল ঘটনা এবং চরিত্রে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন আনা হয়েছে।
আরও পড়ুনঅজয় দেবগন কতটা ‘আবদুল রহিম’ হতে পারলেন০৫ মে ২০২৫যেমন নেগি গোলরক্ষক হলেও কবির তথা শাহরুখকে দেখানো হয়েছে দলের স্ট্রাইকার হিসেবে। ‘চাক দে! ইন্ডিয়া’কে শাহরুখের ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি বিবেচনা করা হয়। শাহরুখ খান তাঁর চিরাচরিত রোমান্টিক ছাঁচ ভেঙে এক গম্ভীর, রাগী ও একরোখা কোচের ভূমিকায় দারুণ অভিনয় করেছেন। জিতেছেন ফিল্মফেয়ারের সেরা অভিনেতার পুরস্কারও।
নারী দলের দায়িত্ব নেওয়ার পর কবির বুঝতে পারেন, কাজটা কতটা কঠিন। দলের প্রত্যেক খেলোয়াড়কে সামলানো বেশ চ্যালেঞ্জিং ছিল তাঁর জন্য। এর মধ্যে দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় বিন্দিয়া নায়েকের সঙ্গে তাঁর দ্বন্দ্বও ছিল স্পষ্ট। বিন্দিয়া তাঁর কাছের খেলোয়াড়দের নিয়ে একটি দলও তৈরি করেন।
‘চাক দে ইন্ডিয়া’ সিনেমায় শাহরুখ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইন ড য়
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫