জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কর্মচারী নাজমুল হকের বিরুদ্ধে ব্যাংকের সিল জালিয়াতি করে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সইও জালিয়াতি করতেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে তৃতীয় শ্রেণির ওই কর্মচারী পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরেরই এক কর্মকর্তার কাছে স্বীকারোক্তি দিয়েছেন। অভিযোগ তদন্তে এরই মধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। অন্যদের সংশ্লিষ্টতাও খতিয়ে দেখা হচ্ছে।  

দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার সন্দেহ হলে গত ৩ মে কর্মচারী নাজমুলকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাঁর কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংক শাখার নামে ‘নগদ গ্রহণ’ লেখা নকল সিল উদ্ধার করা 
হয়। পরে গত ৫ মে সিলটি জব্দ করা হয়। 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল জড়িত থাকার কথা স্বীকার করেন। 
এক দশকের বেশি সময় ধরে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে কাজ করছেন নাজমুল। তিনি শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র জমা নেওয়া ও তথ্য দেওয়ার কাজ করেন। দ্রুত কাগজ তুলতে বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকে ফি জমা দিয়ে রসিদ দিলে তা নির্ধারিত সময়ের তুলনায় দ্রুত হয়। এ রীতিকে নিজ স্বার্থে ব্যবহার করেন নাজমুল। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা রসিদ পূরণ করে নাজমুলের কাছেই ব্যাংকের টাকা দিয়ে জমা দেওয়ার জন্য বলতেন। এ টাকা জমা না দিয়ে নকল সিল ব্যবহার করে তিনি আত্মসাৎ করতেন। 

বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার্থী হৃদয় (ছদ্মনাম) বলেন, ‘আমি সার্টিফিকেট তুলতে গেছিলাম। তখন উনি (নাজমুল) আমাকে বলেন, রসিদ লিখে দাও। আমি ব্যাংকে জমা দিয়ে দ্রুত করিয়ে দিব।’
অভিযোগ আছে, ব্যাংকের সিল জালিয়াতি ও সই নকল করে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে শুধু নাজমুল একাই নন, এ চক্রে আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জড়িত। দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সমকালকে বলেন, ব্যাংক রসিদে ভিন্ন ভিন্ন স্বাক্ষরসহ বেশ কিছু আলামত পাওয়ায় সন্দেহ হয়। পরে নাজমুলকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন। তাঁর কাছ থেকে নকল সিল জব্দ করা হয়েছে। সেইসঙ্গে কিছু রসিদ ব্যাংকে যাচাইয়ের জন্য পাঠালে প্রাথমিকভাবে তারা কয়েকটি রসিদ নকল বলে চিহ্নিত করেছেন। আরও রসিদ যাচাই-বাছাই চলছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলছে।
ব্যাংকের সিল ও স্বাক্ষর জালিয়াতির ঘটনার সত্যতা স্বীকার করেন অভিযুক্ত কর্মচারী নাজমুল। সমকালকে তিনি বলেন, ‘শয়তানের প্ররোচনায় পড়ে আমি এ কাজ করেছি। ভুল হয়ে গেছে। মাফ 
চাইছি স্যারের কাছে। সিলও দিয়ে দিয়েছি।’ কীভাবে ধরা পড়লেন এ প্রশ্নে তিনি বলেন, ‘স্যারে কীভাবে বুঝে ফেলেছে।’
বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের ম্যানেজার আরিফুল হক ভুঁইয়া জানায়, বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকের কাছে সাতটি ভাউচার পাঠানো হয়। এর মধ্যে চারটিতে ভুয়া সিল পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক নাসির উদ্দীন তালুকদার বলেন, জালিয়াতির সত্যতা পাওয়া গেছে। আমরা রেজিস্ট্রার অফিসে কাগজপত্র জমা দিয়েছি। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড.

শেখ গিয়াসউদ্দিন সমকালকে বলেন, ওই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেইসঙ্গে তদন্ত কমিটি করা হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা 
নেওয়া হবে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: কর মকর ত তদন ত ক ব দ কর র কর ন পর ক ষ

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ