এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের অনুপস্থিতির কারণ অনুসন্ধানের উদ্যোগ ঢাকা বোর্ডের
Published: 13th, May 2025 GMT
চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় নিজেদের বোর্ডের অধীন পরীক্ষার্থীদের অনুপস্থিতির কারণ অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ জন্য অনুপস্থিত পরীক্ষার্থীদের তথ্য নির্ধারিত গুগল ফরমে ২৭ মের মধ্যে পাঠাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ করেছে বোর্ড।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গতবারের চেয়ে প্রায় এক লাখ পরীক্ষার্থী কম। বিগত পাঁচ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে। আরও উদ্বেগের বিষয়, এবার পরীক্ষায় অনুপস্থিতিও অন্যান্যবারের তুলনায় বেশি। এই পরিস্থিতিতে নিজেদের বোর্ডের অধীন পরীক্ষার্থীদের অনুপস্থিতির কারণ অনুসন্ধানের উদ্যোগ নিল ঢাকা বোর্ড।
গতকাল সোমবার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে চিঠি পাঠিয়েছে ঢাকা বোর্ড। চিঠিতে গুগল ফরমে কীভাবে তথ্য পাঠাতে হবে সে জন্য পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলো—প্রত্যেক অনুপস্থিত পরীক্ষার জন্য পৃথক ছকে তথ্য পাঠাতে হবে। যতজন অনুপস্থিত পরীক্ষার্থীর তথ্য পাঠানো হবে, ততবার লিংকে ক্লিক করে পৃথক ফরমে তথ্য দিতে হবে; একজন পরীক্ষার্থীর জন্য একাধিক ছক বা ফরম পূরণ করা যাবে না; অনুপস্থিতির কারণ জানার জন্য পরীক্ষার্থী বা অভিভাবকের সঙ্গে সশরীরে বা মুঠোফোনের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হবে এবং কোন কোন পরীক্ষার্থী অনুপস্থিত, তা জানার জন্য সংশ্লিষ্ট কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করতে হবে।
তথ্য চেয়ে ঢাকা শিক্ষা বোর্ডের দেওয়া চিঠিতে বলা হয়েছে, চলমান এসএসসি পরীক্ষায় প্রতিদিন কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত থাকছে, যা উদ্বেগজনক। এ জন্যই অনুপস্থিতির কারণ অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ১০ এপ্রিল সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার সারা দেশে ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা। আজ মঙ্গলবার শেষ হয়েছে লিখিত পরীক্ষা। এখন ব্যবহারিক পরীক্ষা বাকি আছে। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। কিন্তু এবার পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ছিল ২৬ হাজার ৯২৮ পরীক্ষার্থী।
আরও পড়ুনএসএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থী কম, অনুপস্থিতিও বেশি, কারণ কী ১৭ এপ্রিল ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ র থ দ র ন পর ক ষ র থ র পর ক ষ য় ত পর ক ষ র জন য
এছাড়াও পড়ুন:
ভালো পড়ালেখা করতে হবে, মানুষের মত মানুষ হতে হবে : ডিসি
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এসএসসি পরীক্ষার্থীদের বলেন, ভালো পড়ালেখা করতে হবে এবং মানুষের মত মানুষ হতে হবে। শিক্ষার কোন বিকল্প নেই।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে হাজিগঞ্জের আইটি স্কুলে এসএসসি ২০২৫ সালের শেষ পরীক্ষার দিনে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে এসব কথা বলেন। এসময় তিনি পরীক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন ও উৎসাহ উদ্দীপনা প্রদান করেন এবং সকল ছাত্র ছাত্রীদের চকলেট উপহার দেন।
এ সময় তিনি বলেন, পরীক্ষা শুরুতে আমরা এসেছিলাম আজ শেষের দিনও আসলাম ছাত্র-ছাত্রীরা যেন মনে করে আমরা তাদের পাশে আছি। এসময় তিনি পরবর্তী শ্রেণীতে ভর্তির ভালো প্রস্তুতির জন্য আহ্বান জানান।
তিনি আরও বলেন, ছাত্র-ছাত্রীর জন্য আমরা কিছু উদ্যোগ নিয়েছি। আমাদের সকল উপজেলায় অন্যান্য কর্মকর্তারা উপস্থিত আছে তারা সকল ছাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও উৎসাহ উদ্দীপনা প্রদান এবং পরবর্তী শ্রেণীতে ভর্তির প্রস্তুতি সম্পর্কে আলোচনা করবেন এবং সকল ছাত্র ছাত্রীদের চকলেট প্রদান করবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অনান্য কর্মকর্তাগন, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, উক্ত স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকগণ এবং সাংবাদিকবৃন্দ।