যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তির বিষয়ে ইতিবাচক বৈঠক হয়েছে। আশা করা হচ্ছে, শিগগির এ বিষয়ে দেশ দুইটির মধ্যে চুক্তি সই হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ বিষয়ে আশার ইঙ্গিত দিয়েছেন। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় চার শতাংশ কমে গেছে।
আজ বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি দুই ডলারের বেশি কমে ৬৪ ডলারে দাঁড়িয়েছে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ২ দশমিক ১০ শতাংশ থেকে ৩ দশমিক ২ শতাংশ ডলার বেড়েছে। ব্যারেলপ্রতি দাম দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৯৯ ডলার। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিওটিআই) অপরিশোধিত ফিউচারের দাম ২ দশমিক ১৬ শতাংশ থেকে ৩ দশমিক ৪ শতাংশ কমে ৬০ দশমিক ৯৯ ডলার হয়েছে।
ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির কাছিকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র। তাছাড়া শর্তের বিষয়ে অনেকটাই একমত হয়েছে তেহরান।
উপসাগরীয় অঞ্চলে সফরে গিয়ে ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনায় রয়েছি। তিনি বলেন, আমরা হয়তো এমন এক চুক্তির কাছাকাছি পৌঁছে গেছি, যেটা করতে গিয়ে আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে না। এটি করার দুটি উপায় আছে। একটি হলো খুবই সুন্দর ও শান্তিপূর্ণ উপায়, আর অন্যটি হলো সহিংস পথ, কিন্তু আমি দ্বিতীয় উপায়টি নিতে চাই না।
এদিকে ইরানি একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এখনও কিছু ফাঁকফোকর রয়ে গেছে, যেগুলো পূরণ করা দরকার। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ওমানে ইরানি ও মার্কিন আলোচকদের মধ্যে নতুন করে আলোচনা গত রোববার শেষ হয়েছে।
যদিও কর্মকর্তারা জানিয়েছেন, আরও আলোচনার পরিকল্পনা রয়েছে। তবে তেহরান প্রকাশ্যে তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় অবস্থান জানিয়েছে।
পেজেশকিয়ান বলেছেন, ট্রাম্পের হুমকির কাছে ইরান 'নমনা করবে না'
এদিকে বুধবার ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ ট্রাম্পের হুমকির কাছে ‘মাথা নত’ করবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে পেজেশকিয়ান বলেন, ‘তিনি (ট্রাম্প) যদি মনে করেন ইরানে আসতে পারেন। আমাদের আমাদের ভয় দেখাতে পারেন। বিছানায় মৃত্যুর চাইতে আমাদের শহীদ হওয়া অনেক বেশি মধুর।’ তিনি আরও বলন, ‘উপসাগরীয় অঞ্চলে আপনি আমাদের ভয় দেখাতে এসেছেন? আমরা কোনো অত্যাচারীর কাছে মাথা নত করব না।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: য ক তর ষ ট র আম দ র দশম ক
এছাড়াও পড়ুন:
বিশ্ববাজারে জ্বালানি তেলের বড় দরপতন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তির বিষয়ে ইতিবাচক বৈঠক হয়েছে। আশা করা হচ্ছে, শিগগির এ বিষয়ে দেশ দুইটির মধ্যে চুক্তি সই হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ বিষয়ে আশার ইঙ্গিত দিয়েছেন। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রায় চার শতাংশ কমে গেছে।
আজ বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি দুই ডলারের বেশি কমে ৬৪ ডলারে দাঁড়িয়েছে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ২ দশমিক ১০ শতাংশ থেকে ৩ দশমিক ২ শতাংশ ডলার বেড়েছে। ব্যারেলপ্রতি দাম দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৯৯ ডলার। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিওটিআই) অপরিশোধিত ফিউচারের দাম ২ দশমিক ১৬ শতাংশ থেকে ৩ দশমিক ৪ শতাংশ কমে ৬০ দশমিক ৯৯ ডলার হয়েছে।
ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির কাছিকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র। তাছাড়া শর্তের বিষয়ে অনেকটাই একমত হয়েছে তেহরান।
উপসাগরীয় অঞ্চলে সফরে গিয়ে ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনায় রয়েছি। তিনি বলেন, আমরা হয়তো এমন এক চুক্তির কাছাকাছি পৌঁছে গেছি, যেটা করতে গিয়ে আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে না। এটি করার দুটি উপায় আছে। একটি হলো খুবই সুন্দর ও শান্তিপূর্ণ উপায়, আর অন্যটি হলো সহিংস পথ, কিন্তু আমি দ্বিতীয় উপায়টি নিতে চাই না।
এদিকে ইরানি একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এখনও কিছু ফাঁকফোকর রয়ে গেছে, যেগুলো পূরণ করা দরকার। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ওমানে ইরানি ও মার্কিন আলোচকদের মধ্যে নতুন করে আলোচনা গত রোববার শেষ হয়েছে।
যদিও কর্মকর্তারা জানিয়েছেন, আরও আলোচনার পরিকল্পনা রয়েছে। তবে তেহরান প্রকাশ্যে তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় অবস্থান জানিয়েছে।
পেজেশকিয়ান বলেছেন, ট্রাম্পের হুমকির কাছে ইরান 'নমনা করবে না'
এদিকে বুধবার ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ ট্রাম্পের হুমকির কাছে ‘মাথা নত’ করবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে পেজেশকিয়ান বলেন, ‘তিনি (ট্রাম্প) যদি মনে করেন ইরানে আসতে পারেন। আমাদের আমাদের ভয় দেখাতে পারেন। বিছানায় মৃত্যুর চাইতে আমাদের শহীদ হওয়া অনেক বেশি মধুর।’ তিনি আরও বলন, ‘উপসাগরীয় অঞ্চলে আপনি আমাদের ভয় দেখাতে এসেছেন? আমরা কোনো অত্যাচারীর কাছে মাথা নত করব না।’