ঢাকার জার্মান কালচারাল সেন্টার আয়োজন করছে ‘সিনে সন্ধ্যার’ আসর। এ আসরে দেখানো হবে তিনটি তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্যে দুইটি বাংলাদেশি সিনেমা এবং একটি জার্মান সিনেমা।

রোববার বিকেল ৫ টা থেকে আর ৮ টা পর্যন্ত প্রদর্শিত হবে তিনটি চলচ্চিত্র। সিনেমাগুলো হল- গোলাম রাব্বানী পরিচালিত ‘ছুরত’ ও ‘আনটাং’ এবং অনিকা ডেকারের নির্মাণে ‘লিভসডিংস’।

গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ তাদের ফেসবুক পেজে এই উৎসবের খবর জানিয়ে লিখেছে, দীর্ঘ বিরতির পর ফিরছে আমাদের নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী সিরিজ ‘সিনে সন্ধ্যা’। এবারের আসরে প্রদর্শিত হবে তিনটি চলচ্চিত্র।

‘ছুরত’ ও ‘আনটাং’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দুটিতে অভিনয় করেছেন মিজানুর রহমান, নওশাবা আহমেদ, প্রসূন আজাদ, চন্দনা বিশ্বাস, জয়নাল আবেদীন, মানিক সাহাসহ অনেকে। মানুষের বাক-স্বাধীনতা ও কথা বলার মৌলিক অধিকারের গল্প নিয়ে ২০২৪ সালের শুরুর দিকে নির্মিত হয়েছে ‘আনটাং’। আর মানুষের বহুরূপী সত্তার গল্প নিয়ে ২০২৩ সালে নির্মিত হয় ‘ছুরত’।

অন্যদিকে, অনিকা ডেকারের ‘লিভসডিংস’ সিনেমায় দেখা যাবে একটি কুৎসিত প্রচারণার শিকার হয়ে জনপ্রিয় সিনেমাতারকা মারভিন কীভাবে গণমাধ্যম ও ভক্তদের চাপ থেকে পালাতে বাধ্য হন।

এতে অভিনয় করেছেন মার্কো আলব্রেখট, আলমিলা বাগরিয়াচিক, পেরি বাউমাইস্টারসহ অনেকে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

জবি ইসলামিক স্টাডিজ বিভাগে বর্তমান-সাবেকদের মিলনমেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী আয়োজন করা হয়েছে। এতে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।

শনিবার (১৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এ পুনর্মিলনীর উদ্বোধন করেন জবি উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। 

ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মোশাররফ হোসেন। 

আরো পড়ুন:

প্রথম ধাপের ভর্তি শেষে কুবিতে ৩৯১ আসন ফাঁকা

সাত কলেজ
রবিবারের মধ্যে অন্তর্বর্তী প্রশাসন চান শিক্ষার্থীরা, না মানলে আন্দোলন

অন্যদের মাঝে আরো বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্র কল্যাণ পরিচালক কে এ এম রিফাত হোসেন, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ নূরুল্লাহ, অ্যালামনাই প্রতিনিধি ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষের শাহীন মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ ও অ্যালামনাই সদস্যরা অংশগ্রহণ করেন।

দিনব্যাপী আয়োজনে ছিল কোরআন তেলাওয়াত, নাতে রাসুল, জাতীয় সংগীত পরিবেশন, ‘স্পন্দন’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন, স্মৃতিচারণ, র‍্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র উপস্থাপন ও অনুমোদন এবং কার্যনির্বাহী কমিটি গঠন অন্যতম।

প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বরাবরই অধিকার আদায়ে সোচ্চার। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা ২০২৪ সালের জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আমাদের সর্বশেষ আন্দোলনও সফলভাবে সমাপ্ত হয়েছে। অ্যালামনাইরা দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কাজ করছে, তারা ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা রাখবে।”

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ