নাটক, টেলিছবি থেকে শুরু করে ওয়েব কনটেন্টে নিয়মিত কাজ করে যাচ্ছেন অভিনেত্রী তানজিন তিশা। গত ২০ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল তিশার ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। এযাত্রায় তার সঙ্গে ছিলেন সংগীত ও অভিনয়শিল্পী প্রীতম হাসান। এই ফিল্ম অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসাও কুড়িয়েছেন তিশা।

শুক্রবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে তিশা বলেন, আমরা যারা অভিনয়শিল্পী আছি, তারা বছরে অনেক কাজ করি। এর মধ্যে ভালো কাজের স্বীকৃতি পাওয়া একজন শিল্পীর জন্য অবশ্যই বড় বিষয়। আমার অনেক কাজ আছে, যার মধ্যে ‘ঘুমপরী’ অনেকটাই ব্যতিক্রম। এই ফিল্মের জন্য আমি অনেক প্রশংসা পেয়েছি। বলা চলে, ‘ঘুমপরী’ থেকে আমি এখনো বেরিয়ে আসছে পারেননি।

আগের মত এখন আর বেশি কাজ করতে দেখা যায় না তিশাকে। অনেকটা বেছে বেছে নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করেন। ভালো গল্প না পেলে সে কাজে যুক্ত হন না বলেনও জানালেন এই অভিনেত্রী।

তানজিন তিশা কথায়, ‘বেশি কাজ করার চেয়ে মানসম্মত অল্প কাজ করতে চাই। আমি সেই পথ ধরেই চলছি এবং চলবো। এছাড়া ঈদের আমি পরিকল্পনা করে কাজ করি। যেটা গত ঈদে হয়নি। কারণ, আমি চেষ্টা করি কম কাজ করে ভালো কিছু দর্শককে উপহার দেওয়ার। আগামী ঈদের জন্য বেশ কয়েকটি কাজ করেছি। মানের দিক দিয়ে আমার কাছে ভালো মনে হয়েছে বলেই সে কাজগুলোতে যুক্ত হয়েছি। আশাকরি দর্শক ঈদে ভালো কিছু পাবে।’

অভিনয়ের পাশাপাশি নাচেও বেশ পারদর্শী তিশা মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে নাচে পারফর্ম করতে দেখা যায় তাকে।

তিনি বলেন, ‘আমরা আসলে অভিনয় জগতের মানুষ। এটা নিয়েই আমাদের থাকতে হয়। তবে অভিনয় ছাড়াও নিজেদের ব্যকিতক্রমভাবে উপস্থাপন করার জায়গা ‍কিছু সেক্টরে হয়। এর মধ্যে একটি হল নাচ। গতবারের মত এবারও বাইফা অ্যাওয়ার্ড শোতে নাচের মাধ্যমে নিজেকে একটু ব্যতিক্রমভাবে উপস্থাপন করেছি।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন য ক জ কর

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ