শরীর ও মনকে ভালো রাখতে খেলাধুলার বিকল্প নেই : শিরীন হাবিব
Published: 17th, May 2025 GMT
বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও আমরা মোহামেডান কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা শিরীন হাবিব বলেছেন জীবনে সুখী হতে সর্বপ্রথম প্রোয়জন সুস্থ ও সবল শরীর। শরীর ও মনকে ভালো রাখতে খেলাধুলার বিকল্প নেই।
শনিবার (১৭ মে) বিকালে আলি আহামদ চুনকা নগর মিলনায়তনে রেইনবো ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বর্তমান সময়ে শিশু থেকে শুরুকরে ছাত্রসমাজ অধিকাংশই খেলা ধুলো বলতে বোঝে অনলাইন ভিডিও গেম। যা স্বাস্থের জন্য যেমন ক্ষতিকর , তেমনই মানসিক বিকাশের পথেও অন্যতম বাঁধার কারণ।
অভিভাকদের উদ্দেশ্য তিনি বলেন, শিশুদের মোবাইল গেম থেকে দূরে রেখে মাঠে খেলাধুলার প্রতি জোর দিবেন যাতে শিশুর মেধা বিকাশ ঘটে।
আজকের শিশু আগামি দিনের ভবিষ্যৎ। ওরাই একদিন দেশ পরিচালনা করবে। তাই অতিরিক্ত মোবাইল আসক্তে মেধা বিকাশে ব্যঘাত ঘটে। তাই বলবো বাচ্চাদের মোবাইল ব্যবহার থেকে বিরত রাখার চেষ্টা করুন।
রেইনবো ইন্টরন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল আলম বাপ্পির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক মজিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সিপি কবির হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী পিপি আব্দুল মোতালেব, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী পিপি আব্দুস সালমান বেপারী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী পিপি মহিউদ্দিন মাহমুদ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জামাল উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী পিপি তোফায়েল আহমেদ সরকার, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী পিপি মো নজরুল ইসলাম, ওয়ার্ল্ড সাইনের স্বত্বাধিকারী পিপি মো মাহবুবুর রহমান, ওমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আল মামুন প্রমূখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে প্রাথমিকভাবে বিএনপি নেতা ফজলুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি।
মির্জা ফখরুল বলেন, ‘‘আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে ভোটের মাঠে লড়বেন অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে, ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে।’’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব