৮০০ কোটি টাকায় ডিফেন্ডার কিনল রিয়াল, কেন এত দাম
Published: 17th, May 2025 GMT
গুঞ্জনটা কদিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। স্প্যানিশ তরুণ ডিন হাউসেনকে বোর্নমাউথ থেকে ৫ কোটি পাউন্ডে বা বাংলাদেশি মুদ্রায় ৮০০ কোটি টাকায় কিনে নিয়েছে রিয়াল মাদ্রিদ।
২০২৪ সালের জুলাইয়ে জুভেন্টাস থেকে ১ কোটি ২৮ লাখ পাউন্ডে বোর্নমাউথে আসেন হাউসেন। প্রিমিয়ার লিগের ক্লাবটিতে মাত্র এক মৌসুম খেলেই নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন ২০ বছর বয়সী এই সেন্টারব্যাক। সেই পারফরম্যান্সই মূলত তাঁকে নিয়ে এসেছে মাদ্রিদে।
হাউসেনকে দলে টানা নিয়ে রিয়াল মাদ্রিদ বিবৃতিতে জানিয়েছে, ‘ডিন হাউসেনকে কেনার ব্যাপারে বোর্নমাউথের সঙ্গে ঐকমত্যে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। আগামী পাঁচ মৌসুমের জন্য, ১ জুন ২০২৫ থেকে ৩০ জুন ২০৩০ পর্যন্ত সে আমাদের সঙ্গে থাকবে।’
আরও পড়ুনএল ক্লাসিকো: বার্সার বেঞ্চের ধার রিয়ালের চেয়ে বেশি ১০ মে ২০২৫রিলিজ ক্লজের ৫ কোটি পাউন্ড দিয়েই হাউসেনকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে বোর্নমাউথও। তবে এই চুক্তি থেকে শুধু বোর্নমাউথ নয়, হাউসেনের সাবেক দুই ক্লাব জুভেন্টাস ও মালাগাও উপকৃত হবে।
রিয়ালের জার্সিতে অভিষেকের জন্য হাউসেনকে অবশ্য আগামী মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হবে না। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপেই তাঁকে দেখা যাবে রিয়ালের সাদা জার্সিতে। মায়ামিতে আগামী ১৮ জুন আল হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ–যাত্রা শুরু করবে রিয়াল।
হাউসেনের জন্ম নেদারল্যান্ডসে হলেও ৫ বছর বয়সে তাঁর পরিবার চলে আসে স্পেনে। স্প্যানিশ ক্লাব মালাগার যুব একাডেমিতে ফুটবলের হাতেখড়ি হাউসেনের। বয়সভিত্তিক ফুটবলে শুরুতে নেদারল্যান্ডসের হয়ে খেললেও পরে স্পেনের হয়ে খেলা শুরু করেন হাউসেন। স্পেন জাতীয় দলের হয়ে তাঁর অভিষেক হয় জন্মভূমি নেদারল্যান্ডসের বিপক্ষে। নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের সেই লড়াইয়ে জিতে স্পেনকে সেমিতে যেতেও সহায়তা করেন হাউসেন।
আরও পড়ুনবার্সেলোনায় রিয়াল মাদ্রিদ যেভাবে ‘হালি মাদ্রিদ’১২ মে ২০২৫গত মৌসুমে রক্ষণে ব্যাপকভাবে ভুগেছে রিয়াল। বিশেষ করে এদের মিলিতাও এবং দানি কারভাহালের না থাকা দলটিকে বেশ চাপে রেখেছিল। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে হারা রিয়াল জিততে পারেনি বড় কোনো ট্রফিও। যে কারণে রক্ষণের শক্তি বাড়াতে আগেভাগেই হাউসেনকে কিনে নেওয়া।
আগ্রাসী মানসিকতার এই ডিফেন্ডার এরিয়েলেও (হাওয়ায়) দুর্দান্ত। পাশাপাশি বল প্লেয়িং ক্ষমতাও দারুণ। নিচ থেকে আক্রমণ তৈরির সময়ও ভূমিকা রাখতে পারেন হাউসেন। এ ছাড়া লং পাসেও যেকোনো প্রতিপক্ষকে চাপে ফেলার সামর্থ্য আছে তাঁর।
তাঁকে কেনার সিদ্ধান্ত নিয়ে রিয়াল ছাড়ার পথে থাকা কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘সে দারুণ একজন খেলোয়াড়। দারুণ সম্ভাবনা আছে তার মধ্যে। রিয়াল মাদ্রিদের জন্য এটা খুবই ভালো সাইনিং।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিঃশব্দ সৌন্দর্যের হেয়ার রোড
ছবি: মোকারম হোসেন