লাখো গাজাবাসীকে লিবিয়ায় সরিয়ে নিতে ট্রাম্পের পরিকল্পনার খবর সত্য নয়: ত্রিপোলির মার্কিন দূতাবাস
সেকশন: মধ্যপ্রাচ্য-বিশ্ব: যুক্তরাষ্ট্র-বিশ্ব:
ট্যাগ:
ছবি: Palestinians (ইন্টারন্যাশনাল)
ক্যাপশন:
মেটা:
একসার্প্ট:


ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার অধিবাসীদের লিবিয়ায় সরিয়ে নেওয়ার একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, সংবাদমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদনকে ‘সত্য নয়’ বলে জানিয়েছে ত্রিপোলির মার্কিন দূতাবাস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) আজ রোববার দেওয়া এক পোস্টে ত্রিপোলির মার্কিন দূতাবাস লিখেছে, গাজাবাসীদের লিবিয়ায় স্থানান্তরের কথিত পরিকল্পনা নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে, তা সত্য নয়।

গত শুক্রবার এনবিসি নিউজ এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন গাজার প্রায় ১০ লাখ বাসিন্দাকে স্থায়ীভাবে লিবিয়ায় সরিয়ে নেওয়ার একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে।

আরও পড়ুনট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনা থেকে সরে আসাকে স্বাগত জানাল হামাস১৩ মার্চ ২০২৫আরও পড়ুনগাজা খালি করার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল মিসর, জর্ডান ও হামাস২৭ জানুয়ারি ২০২৫

পরিকল্পনাটির বিষয়ে জানাশোনা আছে, এমন পাঁচ ব্যক্তির বরাতে খবরটি প্রকাশ করেছে এনবিসি নিউজ। তাঁদের মধ্যে দুজন বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত।

ত্রিপোলিভিত্তিক লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় ঐক্যের সরকার এখনো প্রতিবেদনটি নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি।

গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বভার নেওয়ার পর গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে উপত্যকাটি খালি করার একটি পরিকল্পনার কথা জানিয়েছিলেন ট্রাম্প। এ জন্য তিনি গাজার বাসিন্দাদের আশ্রয় দিতে মিসর ও জর্ডানের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তবে দেশ দুটি ট্রাম্পের এই আহ্বান প্রত্যাখ্যান করে।

তুমুল বিতর্ক-সমালোচনার মুখে গত মার্চে ট্রাম্প বলেছিলেন, ‘গাজা থেকে কোনো ফিলিস্তিনিকে কেউ সরিয়ে নেবে না।’ এরপর বিবৃতি দিয়ে ট্রাম্পের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছিল গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে পরের মাস এপ্রিলে ট্রাম্প আবার ফিলিস্তিনিদের সরিয়ে গাজা খালি করার কথা বলেন।

আরও পড়ুনআবারও বাসিন্দাদের সরিয়ে গাজা খালি করার কথা বললেন ট্রাম্প০৭ এপ্রিল ২০২৫আরও পড়ুনট্রাম্পের গাজা ‘খালি করার প্রস্তাব’ নিয়ে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ: নেতানিয়াহু১৮ ফেব্রুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রক শ

এছাড়াও পড়ুন:

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় অগ্রগতির জন্য ট্রাম্প-পুতিনের বৈঠক প্রয়োজন: রুবিও

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তুরস্কে অনুষ্ঠেয় রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা নিয়ে তাঁর উচ্চাশা নেই। অগ্রগতি অর্জনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হওয়া প্রয়োজন।

গতকাল বৃহস্পতিবার তুরস্কে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর মার্কো রুবিও এসব কথা বলেন।

আজ শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে স্থানীয় সময় সকাল ১০টায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। ২০২২ সালের পর এই প্রথম রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা হতে যাচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল তুরস্কে বলেন, তিনি মনে করেন না যে ট্রাম্প-পুতিনের সরাসরি আলোচনায় না বসা পর্যন্ত এই বিষয়ে (রাশিয়া-ইউক্রেন শান্তি) উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠেয় শান্তি আলোচনার জন্য প্রতিনিধিদল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে এ আলোচনার জন্য মস্কোর একটি ‘নিম্ন পর্যায়ের’ প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্তের সমালোচনা করেছেন জেলেনস্কি।

আলোচনায় রাশিয়ার প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। তিনি জোর দিয়ে বলেছেন, ক্রেমলিনের এই প্রতিনিধিদলের ‘সব প্রয়োজনীয় দক্ষতা’ রয়েছে।

আরও পড়ুনবৈঠকে পুতিনকে চান জেলেনস্কি, কী বলছে রাশিয়া১৩ মে ২০২৫আরও পড়ুনপুতিন-জেলেনস্কি নন, বৈঠক দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে ৭ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর গতকালের মন্তব্যের আগে মধ্যপ্রাচ্য সফররত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও ইঙ্গিত দেন, তিনি ও পুতিন ব্যক্তিগতভাবে বৈঠকে না বসা পর্যন্ত শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনা নেই।

কাতার থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সময় মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের কাছে বিবিসির সাংবাদিক জানতে চেয়েছিলেন, তিনি রাশিয়ার প্রতিনিধিদলের স্তর নিয়ে হতাশ কি না।

জবাবে ট্রাম্প বলেন, ‘দেখুন, কোনো কিছুই ঘটবে না, যতক্ষণ না আমি ও পুতিন একসঙ্গে বসি।’

আরও পড়ুনতুরস্কে পুতিনের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতে রাজি জেলেনস্কি ১২ মে ২০২৫আরও পড়ুনইস্তাম্বুলে রাশিয়া–ইউক্রেনের আলোচনায় প্রতিনিধি তালিকায় নাম নেই পুতিনের১৪ মে ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় অগ্রগতির জন্য ট্রাম্প-পুতিনের বৈঠক প্রয়োজন: রুবিও