লাখো গাজাবাসীকে লিবিয়ায় সরিয়ে নিতে ট্রাম্পের পরিকল্পনার খবর সত্য নয়: ত্রিপোলির মার্কিন দূতাবাস
সেকশন: মধ্যপ্রাচ্য-বিশ্ব: যুক্তরাষ্ট্র-বিশ্ব:
ট্যাগ:
ছবি: Palestinians (ইন্টারন্যাশনাল)
ক্যাপশন:
মেটা:
একসার্প্ট:


ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার অধিবাসীদের লিবিয়ায় সরিয়ে নেওয়ার একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, সংবাদমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদনকে ‘সত্য নয়’ বলে জানিয়েছে ত্রিপোলির মার্কিন দূতাবাস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) আজ রোববার দেওয়া এক পোস্টে ত্রিপোলির মার্কিন দূতাবাস লিখেছে, গাজাবাসীদের লিবিয়ায় স্থানান্তরের কথিত পরিকল্পনা নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে, তা সত্য নয়।

গত শুক্রবার এনবিসি নিউজ এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন গাজার প্রায় ১০ লাখ বাসিন্দাকে স্থায়ীভাবে লিবিয়ায় সরিয়ে নেওয়ার একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে।

আরও পড়ুনট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনা থেকে সরে আসাকে স্বাগত জানাল হামাস১৩ মার্চ ২০২৫আরও পড়ুনগাজা খালি করার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল মিসর, জর্ডান ও হামাস২৭ জানুয়ারি ২০২৫

পরিকল্পনাটির বিষয়ে জানাশোনা আছে, এমন পাঁচ ব্যক্তির বরাতে খবরটি প্রকাশ করেছে এনবিসি নিউজ। তাঁদের মধ্যে দুজন বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত।

ত্রিপোলিভিত্তিক লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় ঐক্যের সরকার এখনো প্রতিবেদনটি নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি।

গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বভার নেওয়ার পর গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে উপত্যকাটি খালি করার একটি পরিকল্পনার কথা জানিয়েছিলেন ট্রাম্প। এ জন্য তিনি গাজার বাসিন্দাদের আশ্রয় দিতে মিসর ও জর্ডানের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তবে দেশ দুটি ট্রাম্পের এই আহ্বান প্রত্যাখ্যান করে।

তুমুল বিতর্ক-সমালোচনার মুখে গত মার্চে ট্রাম্প বলেছিলেন, ‘গাজা থেকে কোনো ফিলিস্তিনিকে কেউ সরিয়ে নেবে না।’ এরপর বিবৃতি দিয়ে ট্রাম্পের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছিল গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে পরের মাস এপ্রিলে ট্রাম্প আবার ফিলিস্তিনিদের সরিয়ে গাজা খালি করার কথা বলেন।

আরও পড়ুনআবারও বাসিন্দাদের সরিয়ে গাজা খালি করার কথা বললেন ট্রাম্প০৭ এপ্রিল ২০২৫আরও পড়ুনট্রাম্পের গাজা ‘খালি করার প্রস্তাব’ নিয়ে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ: নেতানিয়াহু১৮ ফেব্রুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রক শ

এছাড়াও পড়ুন:

আমির হামজা লড়বেন বিএনপির যেই প্রার্থীর সঙ্গে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা।

সোমবার (৩ নভেম্বর) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন:

নিতাই রায় ও গয়েশ্বর রায়: বিএনপির আস্থায় দুই বেয়াই

ফুটবলার থেকে রাজনীতিক: বিএনপির মনোনয়ন পেলেন আমিনুল হক

জেলার অন্য আসনে ধানের শীষ পাওয়া প্রার্থীরা হলেন- কুষ্টিয়া-১ আসনে দৌলতপুর উপজেলা বিএনপি সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী এবং কুষ্টিয়া-৪ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ