সময়ের হিসাবে ৯ বছর ২ মাস। আর ম্যাচের হিসাবে ১২৪।

দীর্ঘ পথ পার করার পর অবশেষে আরেকটি টি-টোয়েন্টি সেঞ্চুরির দেখা পেল বাংলাদেশ। ২০১৬ সালের মার্চে ভারতের ধর্মশালায় ওমানের বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। সেটি ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টি বাংলাদেশের কারও প্রথম সেঞ্চুরি। এরপর টানা ৯ বছর পেরিয়ে গেছে, এ সময় বাংলাদেশ দল খেলে ফেলেছে ১২৪টি টি-টোয়েন্টি। কিন্তু বিশ ওভারের ক্রিকেটে আরেকটি সেঞ্চুরির দেখা মেলেনি। অবশেষে গতকাল শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছেন পারভেজ হোসেন। বাঁহাতি এ ওপেনার ৫৪ বলে খেলেছেন ১০০ রানের ইনিংস। দিন শেষে জয়ও পেয়েছে বাংলাদেশ।

ম্যাচশেষে পারভেজ বলেছেন, ছোটবেলা থেকে তামিমকে অনুসরণ করেছেন। এখন বাংলাদেশের টি-টোয়েন্টি সেঞ্চুরির তালিকায় তাঁর পাশে নাম লিখিয়ে খুশিই লাগছে তাঁর।

দুটি দিক থেকে তামিমকে অবশ্য ছাড়িয়েও গেছেন পারভেজ। তামিমের ১০৩ রানের ইনিংসে ছক্কা ছিল ৫টি, পারভেজ মেরেছেন ৯টি। তামিম তিন অঙ্কে পৌঁছাতে খেলেছেন ৬০ বল। পারভেজ ১০০ ছুঁয়েছেন ৫৩তম বলেই। কাল উনিশতম ওভারের শেষ বলে সেঞ্চুরি পূর্ণ করার পরের বলেই আউট হয়ে ফেরেন পারভেজ। তামিমের খেলা সব সময়ই অনুসরণ করতেন বলে তখনই জানতেন মাত্র কী করে ফেলেছেন, ‘ড্রেসিংরুমে আসার পর আমার মনে পড়েছে তামিম ভাই প্রথম সেঞ্চুরি করেছিলেন। তাই আমারটা দ্বিতীয়। সব মিলিয়ে ভালো লেগেছে।’

পারভেজের বাড়ি নোয়াখালী হলেও পরিবারের বসবাস চট্টগ্রামে, যে শহরে তামিমেরও বাড়ি। ক্রিকেট শেখার সময় থেকেই বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের ব্যাটিংয়ে চোখ রাখতেন বলে এখন কীর্তিতে তার সঙ্গে নাম লিখিয়ে খুশি পারভেজ, ‘ছোটবেলা থেকে তামিম ভাইকে ফলো করতাম। খেলা দেখতাম। অনেক ভালো লাগত। ওনার পরে নামটা আমার এসেছে। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে।’

গতকাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পারভেজকে খেলতে হয়েছে আক্রমণাত্মক ও দেখেশুনে খেলার মিশেলে। ইনিংসের মাঝ অংশে ক্রিজের অন্য প্রান্তে উইকেট পড়ছিল বলে আক্রমণে লাগাম টানতে হয়েছিল বলে জানান পারভেজ, ‘উইকেট যখন পড়ছিল, নিজের ইন্টেন্ট পরিবর্তন না করার চেষ্টা করছিলাম। নিজের শক্তির জায়গার জন্য অপেক্ষা করছিলাম। এটাও মাথায় ছিল যে খেলাটা বড় করতে হবে। এক পাশ থেকে উইকেট পড়ছে, তাই আমাকে টেনে নিতে হবে। টেনে নেওয়ার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত করতে পেরেছি।’

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া পারভেজ এরই মধ্যে ঘরোয়ায় দুটি দ্রুততম ইনিংসের মালিক। ২০২০ সালে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে করা ৪২ বলে সেঞ্চুরি বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম, গত মাসে ঢাকা প্রিমিয়ার লিগে করা ১৫ বলে ফিফটি লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পারভেজদের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামীকাল।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র ততম

এছাড়াও পড়ুন:

ফ্রান্স-স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা

জাতিসংঘের তৃতীয় ওশেন কনফারেন্সে যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স সরকার। এছাড়া, জাতিসংঘের ফিন্যান্সিং ফর ডেভেলপমেন্ট (এফএফডি৪) কনফারেন্সে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে স্পেন সরকার। তবে, প্রধান উপদেষ্টা বহুপক্ষীয় এ দুটি ফোরামে যোগ দিচ্ছেন না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৯ থেকে ১৩ জুন ফ্রান্সের নিস শহরে তৃতীয় ওশেন কনফারেন্স হবে। ফ্রান্স ও কোস্টারিকা কনফারেন্সের কো-হোস্টের দায়িত্ব পালন করছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ওশেন কনফারেন্সে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন। প্রধান উপদেষ্টা কনফারেন্সে যোগ দেবেন না। তবে, বাংলাদেশ থেকে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কনফারেন্সে যোগ দেবে।

আগামী ৩০ জুন থেকে ৩ জুলাই স্পেনে জাতিসংঘের ফিন্যান্সিং ফর ডেভেলপমেন্ট (এফএফডি৪) কনফারেন্স হবে। বাংলাদেশ এই কনফারেন্সে প্রতিনিধি পাঠাবে। আশা করা হচ্ছে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে একটি প্রতিনিধিদল কনফারেন্সে যাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর কয়েকটি বহুপক্ষীয় ফোরামে যোগ দিতে বিদেশ সফর করেছেন। সেই সফরগুলোতে বাংলাদেশের চাওয়া-পাওয়ার বিষয় বিবেচনায় থাকে। ফ্রান্সের প্রেসিডেন্ট আমন্ত্রণ জানানোর পর বাংলাদেশ কনফারেন্সে যোগ দেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠক চেয়েছে। কিন্তু, ফ্রান্সের দিক থেকে সম্মতি পাওয়া যায়নি। শুধু একটা কনফারেন্সে যাওয়া তো ঠিক হবে না।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ