তামিমকে ‘ফলো’ করে তামিমের পাশে পারভেজ
Published: 18th, May 2025 GMT
সময়ের হিসাবে ৯ বছর ২ মাস। আর ম্যাচের হিসাবে ১২৪।
দীর্ঘ পথ পার করার পর অবশেষে আরেকটি টি-টোয়েন্টি সেঞ্চুরির দেখা পেল বাংলাদেশ। ২০১৬ সালের মার্চে ভারতের ধর্মশালায় ওমানের বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন তামিম ইকবাল। সেটি ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টি বাংলাদেশের কারও প্রথম সেঞ্চুরি। এরপর টানা ৯ বছর পেরিয়ে গেছে, এ সময় বাংলাদেশ দল খেলে ফেলেছে ১২৪টি টি-টোয়েন্টি। কিন্তু বিশ ওভারের ক্রিকেটে আরেকটি সেঞ্চুরির দেখা মেলেনি। অবশেষে গতকাল শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছেন পারভেজ হোসেন। বাঁহাতি এ ওপেনার ৫৪ বলে খেলেছেন ১০০ রানের ইনিংস। দিন শেষে জয়ও পেয়েছে বাংলাদেশ।
ম্যাচশেষে পারভেজ বলেছেন, ছোটবেলা থেকে তামিমকে অনুসরণ করেছেন। এখন বাংলাদেশের টি-টোয়েন্টি সেঞ্চুরির তালিকায় তাঁর পাশে নাম লিখিয়ে খুশিই লাগছে তাঁর।
দুটি দিক থেকে তামিমকে অবশ্য ছাড়িয়েও গেছেন পারভেজ। তামিমের ১০৩ রানের ইনিংসে ছক্কা ছিল ৫টি, পারভেজ মেরেছেন ৯টি। তামিম তিন অঙ্কে পৌঁছাতে খেলেছেন ৬০ বল। পারভেজ ১০০ ছুঁয়েছেন ৫৩তম বলেই। কাল উনিশতম ওভারের শেষ বলে সেঞ্চুরি পূর্ণ করার পরের বলেই আউট হয়ে ফেরেন পারভেজ। তামিমের খেলা সব সময়ই অনুসরণ করতেন বলে তখনই জানতেন মাত্র কী করে ফেলেছেন, ‘ড্রেসিংরুমে আসার পর আমার মনে পড়েছে তামিম ভাই প্রথম সেঞ্চুরি করেছিলেন। তাই আমারটা দ্বিতীয়। সব মিলিয়ে ভালো লেগেছে।’
পারভেজের বাড়ি নোয়াখালী হলেও পরিবারের বসবাস চট্টগ্রামে, যে শহরে তামিমেরও বাড়ি। ক্রিকেট শেখার সময় থেকেই বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের ব্যাটিংয়ে চোখ রাখতেন বলে এখন কীর্তিতে তার সঙ্গে নাম লিখিয়ে খুশি পারভেজ, ‘ছোটবেলা থেকে তামিম ভাইকে ফলো করতাম। খেলা দেখতাম। অনেক ভালো লাগত। ওনার পরে নামটা আমার এসেছে। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে।’
গতকাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পারভেজকে খেলতে হয়েছে আক্রমণাত্মক ও দেখেশুনে খেলার মিশেলে। ইনিংসের মাঝ অংশে ক্রিজের অন্য প্রান্তে উইকেট পড়ছিল বলে আক্রমণে লাগাম টানতে হয়েছিল বলে জানান পারভেজ, ‘উইকেট যখন পড়ছিল, নিজের ইন্টেন্ট পরিবর্তন না করার চেষ্টা করছিলাম। নিজের শক্তির জায়গার জন্য অপেক্ষা করছিলাম। এটাও মাথায় ছিল যে খেলাটা বড় করতে হবে। এক পাশ থেকে উইকেট পড়ছে, তাই আমাকে টেনে নিতে হবে। টেনে নেওয়ার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত করতে পেরেছি।’
বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া পারভেজ এরই মধ্যে ঘরোয়ায় দুটি দ্রুততম ইনিংসের মালিক। ২০২০ সালে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে করা ৪২ বলে সেঞ্চুরি বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম, গত মাসে ঢাকা প্রিমিয়ার লিগে করা ১৫ বলে ফিফটি লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পারভেজদের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামীকাল।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: দ র ততম
এছাড়াও পড়ুন:
এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল
২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।
জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’
২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’
জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল