ছেলেকে পুলিশে দিয়ে ফেসবুকে জানালেন বিএনপি নেতা
Published: 18th, May 2025 GMT
বগুড়ার ধুনটে এক কলেজছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় তার বাবা ও মাকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত করেছে ফয়সাল আকাশ (২৫) নামের এক বখাটে। পরে আকাশকে পুলিশে সোপর্দ করেছেন তার বাবা বিএনপি নেতা আবুল মুনছুর আহম্মেদ পাশা।
উল্লাপাড়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলমের কলেজপড়ুয়া মেয়েকে প্রায়ই উত্যক্ত করত আকাশ। ওই কলেজছাত্রীর মা আর্জিনা বেগম এর প্রতিবাদ করেন। আকাশ গত শুক্রবার সেই কলেজছাত্রীর বাসায় গিয়ে তার মা আর্জিনা বেগমকে কুপিয়ে আহত করে। আর্জিনাকে বাঁচানোর জন্য তার স্বামী জাহাঙ্গীর আলম এগিয়ে আসলে তাকেও পেটানোর পর আকাশ ঘটনাস্থল থেকে চলে যায়। স্থানীয় লোকজন আর্জিনা ও জাহাঙ্গীরকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু, আর্জিনা খাতুনের উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে আকাশকে আটক করতে শুক্রবার রাত ৮টায় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালাতে গেলে আকাশের বাবা আবুল মুনছুর আহম্মেদ পাশা তাকে পুলিশের হাতে তুলে দেন। এ সময় তার নেতাকর্মীদের কেউ একজন সেই ছবি ধারণ করেন। পাশা ওই ছবি তার ফেসবুক আইডিতে পোস্ট করেন।
আবুল মুনছুর আহম্মেদ পাশা ফেসবুক পোস্টে লিখেছেন, “আমি আপোষহীন নেত্রীর কর্মী কোন অন্যায়ের সাথে আপোষ করতে জানি না। আমার বুকের পাঁজর ফেটে গেলেও সামান্য রাগের বশীভূত হয়ে একটু মারামারিকে কেন্দ্র করে আমার নিজের একমাত্র ছেলে কলিজার টুকরাকে আমি নিজেই পুলিশের হাতে তুলে দিলাম। আল্লাহ ভরসা।”
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেছেন, কলেজছাত্রীর মাকে ছুরিকাঘাত করা হয়েছে। বাবাকেও পেটানো হয়েছে। এ ঘটনায় আকাশকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেল ৫টায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আহতের পরিবার থেকে এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে মামলা দায়ের করে আকাশকে ওই মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হবে।
ঢাকা/এনাম/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বন্দরে বাইক এক্সিডেন্টে কলেজ ছাত্রী নিহত, আহত ১
নারায়ণগঞ্জ বন্দরে বাইক এক্সিডেন্টে সরকারি তুলারাম কলেজের নারী শিক্ষার্থী আফসানা আক্তার (১৭) নিহত হয়েছে । এ ঘটনায় বাইক চালক সিয়াব প্রধান (১৯) আহত হয়। দূর্ঘটনার পর থেকে ঘাতক চালক পলাতক রয়েছে।
নিহত শিক্ষার্থী আফসানা আক্তার বন্দর উপজেলার বালিগাও এলাকার আনোয়ার হোসেন মিয়ার মেয়ে। আহত বাইক চালক সিয়াব প্রধান সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা এলাকার দুলাল প্রধানের ছেলে। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় বাইক চালককে উদ্ধার করে মদনপুর বারাকা হাসপাতালে প্রেরণ করেছে।
রোববার (১৮ মে) দুপুর আড়াইটায় বন্দর উপজেলার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের কেওঢালাস্থ জাহিন গার্মেন্টসের পশ্চিম পাশে এ দূর্ঘটনাটি ঘটে। সড়ক দূর্ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুরে আড়াইটায় দিকে বন্দর থানার বালিগাও এলাকার আনোয়ার হোসেন মিয়ার কলেজ পড়ুয়া মেয়ে আফসানা আক্তার ও সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা এলাকার দুলাল প্রধানের ছেলে সিয়াব প্রধান মদনপুর থেকে মোটর সাইকেল যোগে সোনারগাঁ উপজেলার দড়িকান্দী এলাকায় যাওয়ার উদ্দেশ্য রওনা হয়।
পরে তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের কেওঢালাস্থ জাহিন গার্মেন্টসের পশ্চিম পাশে পৌছলে ওই সময় বেপরোয়া গতিতে আসা একটি অজ্ঞাত নামা বাস পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে কলেজ ছাত্রী আফসানা আক্তার নিহত ও বাইক চালক সিয়াব মারাত্মক ভাবে আহত হয়।
বন্দর থানার অফিসার ইনর্চাজ তরিকুল ইসলাম জানান, ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। দূর্ঘটনার পর থেকে ঘাতক বাস চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।