ভিন্ন মাত্রায় পালন শাহজালাল (রহ.) বার্ষিক ওরস
Published: 19th, May 2025 GMT
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবার ভিন্ন মাত্রায় পালিত হচ্ছে ইসলামী মহাসাধক শাহজালাল (রহ.)-এর ৭০৬তম বার্ষিক ওরস। প্রতিবছর হিজরি সনের জিলকদ মাসের ১৯ ও ২০ তারিখ ওরস অনুষ্ঠিত হয়।
চিরায়ত নিয়ম অনুযায়ী সকালে মাজারে গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে দু’দিনব্যাপী ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এবার মাজার কর্তৃপক্ষ ছাড়া অন্য কেউ সরাসরি মাজারে গিলাফ ছড়ানোর সুযোগ পায়নি। তবে ভক্তরা আগের মতো উৎসব করে গিলাফ নিয়ে মাজারে প্রবেশ করেন।
অন্যান্য বছর ওরস উপলক্ষে দিন-রাত মাজার প্রাঙ্গণেই থাকতেন ভক্তরা। চলত শামিয়ানা টানিয়ে ভক্তিমূলক গানের অনুষ্ঠান। এবারের আয়োজন সেখানে ছিল কিছুটা ব্যতিক্রম। ওরসকে কেন্দ্র করে গানবাজনার পাশাপাশি প্রচলিত অনেক উদযাপনই রহিত করা হয়।
ওরস সামনে রেখে ভক্ত-আশেকানরা শনিবার থেকেই এই মহান দরবেশের মাজার প্রাঙ্গণে আসতে শুরু করেন। রোববার বিকেলে দেখা গেছে, দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন মাজারে জড়ো হচ্ছেন। হাজার হাজার ভক্তের মিলনমেলায় পরিণত হয় মাজার এলাকা।
মাজার কর্তৃপক্ষ জানিয়েছে, ওরসে মিলাদ মাহফিল, জিকির আসকার, খতমে কোরআন চলবে রোববার গভীর রাত পর্যন্ত। সোমবার ভোররাতে আখেরি মোনাজাত ও শিরনি বিতরণের মধ্য দিয়ে শেষ হবে দু’দিনব্যাপী ওরসের আনুষ্ঠানিকতা।
এদিকে, ওরস উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। মাজার এলাকায় সিসিটিভিসহ প্রতিটি ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকেও রাখা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এ ছাড়া মাজার কর্তৃপক্ষ শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রেখেছে।
এসএমপি কমিশনার রেজাউল করিম জানিয়েছেন, এবার মাজারে সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে ওরস অনুষ্ঠিত হচ্ছে। পুলিশ প্রশাসন, মাজার কর্তৃপক্ষ সবাই সহায়তা করছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
‘ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে বিশ্ব ডিম দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বিনামূল্যে সিদ্ধ ডিম বিতরণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর’র সভাকক্ষে জেলা ভেটেরিনারি অফিসার ডা. মো. আবু সাঈদ’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. আ. মান্নান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ট্রেনিং অফিসার ডা. এবিএম জাহাঙ্গীর রতন ও জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক মো. ইসমাইল হোসেন।
সভায় বক্তব্য রাখেন জেলা ভেটেরিনারি সার্জন ডা. কবির আহমেদ, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইউনুছ আলাী, রূপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাস, বন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার মো. আশরাফুল ইসলাম, আড়াইহাজার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতাউর রহমান ভূঁইয়া ও সোনারগাঁ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নইফা বেগম।
বন্দর উপজেলা লাইভস্টক এক্সটেনশন অফিসার কৃষিবিদ শারমীন আক্তার’র সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন আড়াইহাজার উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আল মাহমুদ হাসান।
রবিবার (১২ অক্টোবর) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর’র সভাকক্ষে জেলা ভেটেরিনারি অফিসার ডা. মো. আবু সাঈদ’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. আ. মান্নান মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হাঁস প্রজনন খামার এর উপপরিচালক এ,বি,এম, সালাহ্ উদ্দীন, জেলা ট্রেনিং অফিসার ডা. এবিএম জাহাঙ্গীর রতন ও জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক মো. ইসমাইল হোসেন।
সভায় বক্তব্য রাখেন জেলা ভেটেরিনারি সার্জন ডা. কবির আহমেদ, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইউনুছ আলাী, রূপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাস, বন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার মো. আশরাফুল ইসলাম ও সোনারগাঁ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নইফা বেগম।
বন্দর উপজেলা লাইভস্টক এক্সটেনশন অফিসার কৃষিবিদ শারমীন আক্তার’র সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন আড়াইহাজার উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আল মাহমুদ হাসান।