দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবার ভিন্ন মাত্রায় পালিত হচ্ছে ইসলামী মহাসাধক শাহজালাল (রহ.)-এর ৭০৬তম বার্ষিক ওরস। প্রতিবছর হিজরি সনের জিলকদ মাসের ১৯ ও ২০ তারিখ ওরস অনুষ্ঠিত হয়।

চিরায়ত নিয়ম অনুযায়ী সকালে মাজারে গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে দু’দিনব্যাপী ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এবার মাজার কর্তৃপক্ষ ছাড়া অন্য কেউ সরাসরি মাজারে গিলাফ ছড়ানোর সুযোগ পায়নি। তবে ভক্তরা আগের মতো উৎসব করে গিলাফ নিয়ে মাজারে প্রবেশ করেন।

অন্যান্য বছর ওরস উপলক্ষে দিন-রাত মাজার প্রাঙ্গণেই থাকতেন ভক্তরা। চলত শামিয়ানা টানিয়ে ভক্তিমূলক গানের অনুষ্ঠান। এবারের আয়োজন সেখানে ছিল কিছুটা ব্যতিক্রম। ওরসকে কেন্দ্র করে গানবাজনার পাশাপাশি প্রচলিত অনেক উদযাপনই রহিত করা হয়।

ওরস সামনে রেখে ভক্ত-আশেকানরা শনিবার থেকেই এই মহান দরবেশের মাজার প্রাঙ্গণে আসতে শুরু করেন। রোববার বিকেলে দেখা গেছে, দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন মাজারে জড়ো হচ্ছেন। হাজার হাজার ভক্তের মিলনমেলায় পরিণত হয় মাজার এলাকা। 

মাজার কর্তৃপক্ষ জানিয়েছে, ওরসে মিলাদ মাহফিল, জিকির আসকার, খতমে কোরআন চলবে রোববার গভীর রাত পর্যন্ত। সোমবার ভোররাতে আখেরি মোনাজাত ও শিরনি বিতরণের মধ্য দিয়ে শেষ হবে দু’দিনব্যাপী ওরসের আনুষ্ঠানিকতা।

এদিকে, ওরস উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। মাজার এলাকায় সিসিটিভিসহ প্রতিটি ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকেও রাখা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এ ছাড়া মাজার কর্তৃপক্ষ শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রেখেছে।

এসএমপি কমিশনার রেজাউল করিম জানিয়েছেন, এবার মাজারে সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে ওরস অনুষ্ঠিত হচ্ছে। পুলিশ প্রশাসন, মাজার কর্তৃপক্ষ সবাই সহায়তা করছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ঈদের ছুটির সমন্বয়ে শনিবার খোলা পুঁজিবাজার

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ খোলা রয়েছে পুঁজিবাজার। ঈদ উপলক্ষে আগামী ৫ থেকে ১৪ জুন টানা ১০ দিন সরকারি ছুটি থাকবে। এ সময় দেশের পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে। দীর্ঘ এ ছুটি সমন্বয় করতে ঈদের আগের দুই সপ্তাহের শনিবার যথাক্রমে ১৭ ও ২৪ মে পুঁজিবাজারে লেনদেন চালু থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের পুঁজিবাজারের ছুটিও বৃদ্ধি করা হয়েছে। আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) পুঁজিবাজার বন্ধ থাকবে। ঈদুল আজহার ১০ দিনের ছুটির সমন্বয়ে আগামী ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার পুঁজিবাজার খোলা থাকবে। এছাড়া, ঈদুল আজহার ছুটি শেষে আগামী ১৫ জুন নিয়মিত সময়সূচি অনুসারে পুঁজিবাজার চালু হবে।

শনিবার সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান রাইজিংবিডি ডটকমকে বলেন, “আজ ডিএসই খোলা রয়েছে। পবিত্র ঈদুল আজহার ছুটির সমন্বয় করতে ঈদের আগের দুইটি শনিবার যথাক্রমে ১৭ ও ২৪ মে ডিএসই খোলা থাকবে।”

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্রান্ডিং ডিপার্টমেন্টের পিএন্ডসিআর তানিয়া বেগম শনিবার সিএসইর লেনদেনে চালুর বিষয়টি রাইজিংবিডি ডটকমকে নিশ্চিত করেছেন।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • “নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৫” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির নানা কর্মসূচি
  • জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির নানা কর্মসূচি গ্রহণ 
  • আবার আড্ডা হবে জমবে শান্ত দুপুর
  • আমরা যুদ্ধ জিতেছি, তবে শান্তি চাই: শাহবাজ শরিফ
  • উচ্চ রক্তচাপ প্রতিরোধে সচেতনতা জরুরি
  • আমরা যুদ্ধ জিতেছি, তবে শান্তি চাই: পাকিস্তানের প্রধানমন্ত্রীর দাবি
  • ঈদের ছুটির সমন্বয়ে শনিবার খোলা পুঁজিবাজার
  • শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস