রিয়াল মাদ্রিদের জয়ের রাতে বার্সেলোনার হার
Published: 19th, May 2025 GMT
লা লিগার মৌসুমের শেষ ম্যাচ সামনে রেখে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দিন গেল ভিন্নভাবে। লিগ শিরোপা আগেই নিশ্চিত করলেও বার্সেলোনা হার দিয়ে শেষ করল নিজেদের ঘরের মাঠে। অন্যদিকে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রোববার রাতে ক্যাম্প ন্যুতে ভিয়ারিয়ালের মুখোমুখি হয় বার্সা। ম্যাচের চতুর্থ মিনিটেই আয়োজে পেরেজ গোল করে এগিয়ে নেন ভিয়ারিয়ালকে। তবে ৩৮ মিনিটে লামিন ইয়ামালের গোলে সমতা ফেরায় বার্সেলোনা। প্রথমার্ধের যোগ করা সময়ে ফারমিন লোপেজের শটে ২-১ ব্যবধানে এগিয়েও যায় স্বাগতিকরা।
কিন্তু বিরতির পর খেই হারায় বার্সা। ৫০ মিনিটে সান্তি কমোসোনা গোল করে ২-২ সমতা ফেরান। এরপর একের পর এক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। উল্টো ৮০তম মিনিটে আবারও গোল হজম করে ৩-২ ব্যবধানে হার মানে কাতালানরা।
অন্যদিকে, সেভিয়ার মাঠে শুরু থেকেই দাপট দেখায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতে এমবাপ্পেকে ফাউল করে সেভিয়ার লোইক বাদে সরাসরি লাল কার্ড দেখেন, দলটি নেমে যায় ১০ জনে। দ্বিতীয়ার্ধে আরও এক ফাউলে ইসাক রোমেরোও লাল কার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হয় সেভিয়া।
৭৫ মিনিটে এমবাপ্পের নিচু শটে এগিয়ে যায় রিয়াল। ৮৭ মিনিটে বেলিংহ্যাম বক্সের ভেতর গার্সিয়ার হেড পাস থেকে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দ্বিতীয় ওয়ানডে থেকে ছুটি নিলেন হেড কোচ সিমন্স
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডে থেকে ছুটি নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্স। ব্যক্তিগত কারণে তিনি দু’দিনের ছুটি নিয়েছেন বলে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজার নাফিজ ইকবাল এক বার্তায় বলেন, ‘ফিল সিমন্স দু’দিনের জন্য ব্যক্তিগত কারণে যুক্তরাজ্য যাচ্ছেন। সেখানে তিনি চিকিৎসকের থেকে সময় নিয়ে রেখেছেন। আজ (শুক্রবার) যাচ্ছেন এবং ৭ জুলাই ফিরে আসবেন।’
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ৫ জুলাই সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলবে। ওই ম্যাচে তিনি দলের সঙ্গে থাকতে পারবেন না। তবে তৃতীয় ও শেষ ওয়ানডের আগে দলের সঙ্গে যোগ দেবেন ক্যারিবীয় কোচ। বাংলাদেশ শেষ ম্যাচটি খেলবে ৮ জুলাই।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সিমন্সের গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ডাক্তার দেখানোর কথা ছিল। কিন্তু টুর্নামেন্ট হওয়ায় তখন ডাক্তারের সময় নিয়েও তা পিছিয়ে দিয়েছিলেন। এবারো তিনি কিছুটা দেরিতে ডাক্তার দেখানো যায় কনা সেই চেষ্টা করছিলেন। সেটা সম্ভব না হওয়ায় দু’দিনের ছুটি নিয়েছেন।
সাবেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার এবং ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের সাবেক কোচ ফিল সিমন্স ইংল্যান্ডে বসবাস করেন। সেখানে তার পরিবার থাকে। ইংল্যান্ডে পরিবারের সঙ্গে থেকেই ডাক্তারের পরামর্শ নেবেন তিনি।