রিয়াল মাদ্রিদের জয়ের রাতে বার্সেলোনার হার
Published: 19th, May 2025 GMT
লা লিগার মৌসুমের শেষ ম্যাচ সামনে রেখে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দিন গেল ভিন্নভাবে। লিগ শিরোপা আগেই নিশ্চিত করলেও বার্সেলোনা হার দিয়ে শেষ করল নিজেদের ঘরের মাঠে। অন্যদিকে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।
রোববার রাতে ক্যাম্প ন্যুতে ভিয়ারিয়ালের মুখোমুখি হয় বার্সা। ম্যাচের চতুর্থ মিনিটেই আয়োজে পেরেজ গোল করে এগিয়ে নেন ভিয়ারিয়ালকে। তবে ৩৮ মিনিটে লামিন ইয়ামালের গোলে সমতা ফেরায় বার্সেলোনা। প্রথমার্ধের যোগ করা সময়ে ফারমিন লোপেজের শটে ২-১ ব্যবধানে এগিয়েও যায় স্বাগতিকরা।
কিন্তু বিরতির পর খেই হারায় বার্সা। ৫০ মিনিটে সান্তি কমোসোনা গোল করে ২-২ সমতা ফেরান। এরপর একের পর এক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। উল্টো ৮০তম মিনিটে আবারও গোল হজম করে ৩-২ ব্যবধানে হার মানে কাতালানরা।
অন্যদিকে, সেভিয়ার মাঠে শুরু থেকেই দাপট দেখায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতে এমবাপ্পেকে ফাউল করে সেভিয়ার লোইক বাদে সরাসরি লাল কার্ড দেখেন, দলটি নেমে যায় ১০ জনে। দ্বিতীয়ার্ধে আরও এক ফাউলে ইসাক রোমেরোও লাল কার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হয় সেভিয়া।
৭৫ মিনিটে এমবাপ্পের নিচু শটে এগিয়ে যায় রিয়াল। ৮৭ মিনিটে বেলিংহ্যাম বক্সের ভেতর গার্সিয়ার হেড পাস থেকে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের নিয়ে শিক্ষাবিষয়ক কর্মশালা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অর্থনীতি বিভাগের শিক্ষকদের নিয়ে ‘ফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার বাস্তবায়ন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে অর্থনীতি বিভাগের সেমিনার হলে এ কর্মশালার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক মো. মতিউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজীম আখন্দ।
আরো পড়ুন:
সাবেক উপাচার্যের দুর্নীতি তদন্তে অসহযোগিতা রাবি প্রশাসনের
প্রশাসনিক কাজেও বিরত থাকার ঘোষণা কুয়েট শিক্ষক সমিতির
বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. নাজমুস সাদেকীন ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সঞ্জয় কুমার সাহা। রিসোর্স পার্সন হিসেবে ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. মাহবুবুল হাকিম।
এ সময় উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “বর্তমানে উচ্চশিক্ষার মান উন্নয়নে ফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। অর্থনীতি বিভাগে এই শিক্ষাব্যবস্থার বাস্তবায়নের উদ্যোগ নিঃসন্দেহে একটি যুগোপযোগী পদক্ষেপ। কারণ শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জন নয়, বরং তাদের দক্ষতা, আচরণ এবং নৈতিকতার উন্নয়ন নিশ্চিত করাই ফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য।”
তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত এমন শিক্ষার্থী তৈরি করা, যারা শুধু ভালো ফলাফল করবে না, বরং জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধে হবে সমৃদ্ধ। আমি সবসময় চেষ্টা করি, আমাদের শিক্ষার্থী ও শিক্ষকরা যেন সময়োপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষায় নিজেদের সম্পৃক্ত করতে পারে। ফলভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সেই লক্ষ্য অর্জন সম্ভব।”
ঢাকা/কাওছার/মেহেদী