নাম বদলের দাবিতে এবার ইউজিসির সামনে ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
Published: 19th, May 2025 GMT
বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে এবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সামনে অবস্থান নিয়েছেন গাজীপুরে অবস্থিত ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা গাজীপুর থেকে ‘লংমার্চ টু ইউজিসি’ কর্মসূচি শুরু করেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বাসে করে গাজীপুর থেকে রাজধানীর আগারগাঁওয়ে আসেন। বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা ইউজিসির সামনে অবস্থান নেন। বেলা একটা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানেই ছিলেন।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। ইউজিসি চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়টির উপাচার্যকে ডেকে আলোচনা করার কথাও জানান। এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা ইউজিসির সামনে অবস্থান করবেন।
এ বিষয়ে আন্দোলনে আসা বিশ্ববিদ্যালয়টির ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সাকিব আল আসাদ প্রথম আলোকে বলেন, ‘আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে আজকে এখানে এসেছি। দাবি আদায় হওয়া পর্যন্ত এখানে অবস্থান করব।’
এর আগে গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে চলা পরিচয় সংকট তাঁদের একাডেমিক ও পেশাগত জীবনে অনিশ্চয়তা তৈরি করছে। বারবার আবেদন জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতা ও সিদ্ধান্তহীনতা শিক্ষার্থীদের হতাশ করেছে।
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। সোমবার, দুপুর পৌনে ১২টার দিকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নাম বদলের দাবিতে এবার ইউজিসির সামনে ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে এবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সামনে অবস্থান নিয়েছেন গাজীপুরে অবস্থিত ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা গাজীপুর থেকে ‘লংমার্চ টু ইউজিসি’ কর্মসূচি শুরু করেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বাসে করে গাজীপুর থেকে রাজধানীর আগারগাঁওয়ে আসেন। বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা ইউজিসির সামনে অবস্থান নেন। বেলা একটা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানেই ছিলেন।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। ইউজিসি চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়টির উপাচার্যকে ডেকে আলোচনা করার কথাও জানান। এরপর আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা ইউজিসির সামনে অবস্থান করবেন।
এ বিষয়ে আন্দোলনে আসা বিশ্ববিদ্যালয়টির ডেটা সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সাকিব আল আসাদ প্রথম আলোকে বলেন, ‘আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে আজকে এখানে এসেছি। দাবি আদায় হওয়া পর্যন্ত এখানে অবস্থান করব।’
এর আগে গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে চলা পরিচয় সংকট তাঁদের একাডেমিক ও পেশাগত জীবনে অনিশ্চয়তা তৈরি করছে। বারবার আবেদন জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতা ও সিদ্ধান্তহীনতা শিক্ষার্থীদের হতাশ করেছে।
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। সোমবার, দুপুর পৌনে ১২টার দিকে