ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার জেরে এ মাসের শুরুর দিকে ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি আক্রমণে জড়িয়ে পড়েছিল। ওই হামলার সময়ে সবচেয়ে আতঙ্কে ছিলেন দুই দেশের সীমান্তের কাছাকাছি থাকা মানুষ।

ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী জানিয়েছেন, ভারতের ‘অপারেশন সিঁদুরের’ সময় পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে আটকা পড়েছিলেন তাঁর বাবা-মা। দেশে বসে এক পডকাস্টে ভয়াবহ সেই ঘটনার বর্ণনা দিয়েছেন মঈন।

পাকিস্তানের অভ্যন্তরে ভারতের মিসাইল হামলার সময় স্ত্রী-সন্তানসহ ভারতে ছিলেন মঈন। আইপিএল খেলছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলার একপর্যায়ে পরিবারসহ ইংল্যান্ডে ফিরে যান তিনি। যুদ্ধবিরতির পর আবার আইপিএল শুরু হলেও মঈন আর ভারতে ফেরেননি।

বিয়ার্ড বিফোর উইকেট নামে একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে মঈন জানান, পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের যে স্থানে ভারতীয় সামরিক বাহিনী হামলা চালিয়েছিল, সেখান থেকে মঈনের বাবা-মা খুব বেশি দূরে ছিলেন না, ‘আমার বাবা-মা তখন কাশ্মীরে ছিলেন…পাকিস্তানে, হামলার জায়গা থেকে ঘণ্টাখানেকের পথ হবে। হয়তো একটু বেশি। পুরো ব্যাপারটি অদ্ভুত ছিল। তাঁরা সেদিনই শেষ ফ্লাইটে উঠতে পেরেছিলেন। তাঁরা (কাশ্মীর থেকে) বের হতে পেরেছেন জানার পর স্বস্তিবোধ করেছিলাম। তবে সময়টা ভয়ংকর ছিল।’

আরও পড়ুনএখন তিনি ডক্টর মঈন আলী২০ নভেম্বর ২০২৪

মঈনের জন্ম ও বেড়ে ওঠা  ইংল্যান্ডের বার্মিংহামে হলেও তিনি মূলত পাকিস্তানি বংশোদ্ভূত। তাঁর দাদা ছিলেন আজাদ কাশ্মীরের মিরপুর এলাকার বাসিন্দা। পরবর্তীতে তিনি ইংল্যান্ডে পাড়ি জমান এবং এক ব্রিটিশ নারীকে বিয়ে করেন।

স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে মঈন আলী.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ