আগামী বছর থেকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও সাম্পানবাইচে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ সোমবার দুপুর ১২টায় চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ দুই উৎসবে মন্ত্রণালয় থেকে পৃষ্ঠপোষকতা করা হবে বলেও জানান তিনি।

উপদেষ্টা বলেন, ‘আপনাদের দুটো উৎসব আমরা চিহ্নিত করেছি। একটা হচ্ছে জব্বারের বলীখেলা। সিডনির নাম বললে অপেরা হাউসের ছবি ভাসে। চট্টগ্রামের নাম বললে অনেক ছবি ভাসে, যার মধ্যে জব্বারের বলীখেলা একটি। পাশাপাশি আরেকটি হলো সাম্পানবাইচ। হলুদ ট্যাক্সি ছাড়া যেমন নিউইয়র্ক শহর চিন্তা করা যায় না, তেমনি সাম্পান ছাড়া চট্টগ্রাম চিন্তা করা যায় না। আগামী বছর থেকে জব্বারের বলীখেলা ও সাম্পানবাইচের সঙ্গে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় যুক্ত হবে।’

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘উৎসব বলতে শুধু উৎসব, তা নয়। আমাদের কালচারাল হেরিটেজের সঙ্গে যেসবের সংযোগ রয়েছে, সেগুলোর একটা তালিকা করার কাজ দিয়েছি। আপাতত শিল্পকলা একাডেমিকে দেওয়া হয়েছে (তালিকার কাজ)। এ তালিকা হওয়ার পর এগুলো আমাদের কালচারাল হেরিটেজ ক্যালেন্ডারে যুক্ত হবে। রাষ্ট্রের দায়িত্ব হলো তার দেশের মানুষদের কাজ তুলে ধরা পৃথিবীর কাছে।’

চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট প্রসঙ্গে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আমি মুসলিম ইনস্টিটিউট সম্পর্কে উত্তর দিতে চাই না। এটা এখনো নির্মাণাধীন। এটা শেষ হওয়ার পর আমরা বুঝতে পারব, কবে চালু করে দেওয়া যাবে। তবে আমার একটা সাধারণ মন্তব্য আছে। আমি বাইরে থেকে এক রকম জানতাম। ভেতরে এসে বুঝতে পারলাম, আমাদের সব মন্ত্রণালয়ের উন্নয়নের দর্শন হচ্ছে শুধু দালান বানানো। দালানের ভেতরে কী হবে, এটা আর কোনো খবর নেই।’

শিল্পকলা প্রসঙ্গে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আমাদের শিল্পকলাগুলোর কবে যে কে একটা কারিকুলাম বানিয়ে দিয়ে গেছে, সেটা এখনো চলছে। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বিষয় বাংলাদেশের গান। আমরা এটাকে মূল্য দিই না। আমাদের সম্পদগুলো ব্যবহার করি নাই। বাংলাদেশের শিল্পকলাগুলো এগুলো নিয়ে কখনো ভাবে না। রক মিউজিকে সবচেয়ে বড় অবদান চট্টগ্রামের মিউজিশিয়ানদের। কেন চট্টগ্রাম শিল্পকলাকে রক মিউজিশিয়ানরা তাদের আখড়া ভাবতে পারল না, এটা শিল্পকলার ব্যর্থতা।’

বিভাগীয় শহর হলেও চট্টগ্রাম অঞ্চলের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কুমিল্লায়, সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানগুলোর স্ট্রাকচারগুলো (গঠন) কিন্তু আমাদের এই মডার্ন (আধুনিক) সমাজের চাহিদা মেটানোর জন্য তৈরি করা হয়নি। আমরা যে অল্প কয়েক দিনের সরকার, আমাদের পক্ষে এটা রিস্ট্রাকচারিং (পুনর্গঠন) করা খুব কঠিন কাজ। এটার জন্য নির্বাচিত সরকার প্রয়োজন। এটি আমাদের অধীন সব বিভাগের প্রয়োজন।’

চট্টগ্রাম সার্কিট হাউস–সংলগ্ন জিয়া স্মৃতি জাদুঘরের বিষয়ে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, এটি গত ১৬ বছর প্রায় অকার্যকর ছিল। এটির বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে। এটি আসলে জাদুঘরে রূপান্তর হয়নি। কিউরেটরের (রক্ষণাবেক্ষণ) কাজ এখনো সঠিক নয়। এটার সঙ্গে কিউরেটর দল যেমন থাকা উচিত, আধুনিকায়ন যেমন হওয়া উচিত, পাশাপাশি এটার পেছনে একটি গবেষণা দল সংযুক্ত করা উচিত। একটি গবেষণা দল তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। ১৫-২০ দিনের মধ্যে এটার অগ্রগতি জানতে পারবেন।

সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো.

মফিদুর রহমান, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমসহ অন্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে উপদেষ্টা নগরের কে সি দে সড়ক এলাকায় চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স পরিদর্শন করেছেন। একই দিন আগ্রাবাদ এলাকায় চট্টগ্রাম জাতিতাত্ত্বিক জাদুঘর এবং এম এম আলী সড়কে জেলা শিল্পকলা একাডেমি পরিদর্শনের কথা রয়েছে উপদেষ্টার।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরয় র ফ র ক য ক ত হব শ ল পকল উপদ ষ ট আম দ র

এছাড়াও পড়ুন:

১৭ বছর পর অ্যাঞ্জেলিনা জোলি, নতুন পরিচয়ে এলেন ক্রিস্টেন স্টুয়ার্ট

স্থানীয় সময় বিকেল ৫টা। লালগালিচা এলাকা তীব্র অপেক্ষায়। চারদিকে শত শত ক্যামেরার চোখ। যে চোখ অপেক্ষায় তাঁর জন্য। নিরাপত্তাবলয়ের বাইরে দাঁড়িয়ে আছেন হাজার হাজার দর্শক। কারও হাতে মোবাইল, কারও হাতে অটোগ্রাফ নেওয়ার খাতা কিংবা প্রিয় তারকার ছবি। মৃদু শব্দে বেজে চলছে ফরাসি শিল্পীর কণ্ঠে গান। যে গানের সুর অন্যরকম আবেশ সৃষ্টি করছে। এমন সময় ঘোষণা এলো লালগালিচায় আসছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। হই হই রব পড়ে গেল চারদিকে।

অপেক্ষায় থাকা তরুণ-তরুণী ও বয়োবৃদ্ধরাও চিৎকার করে উঠলেন। ঘোষণামাত্রই রাজকীয়ভাবে আগমন ঘটল জোলির। এ যেন স্বয়ং চাঁদের আলো নেমে এলো লালগালিচায়। এসেই শুভ্র হাসির সঙ্গে চুমু উড়িয়ে অভিবাদন জানালেন সবাইকে। নিজেও কুর্নিশ করে নিলেন উপস্থিতি সবার পক্ষ থেকে উড়ে আসা ভালোবাসা।

১৭ বছর পর লালগালিচায়
পরিচালক আরি অ্যাস্টারের নতুন চলচ্চিত্র ‘এডিংটন’-এর প্রিমিয়ার উপলক্ষে কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় ১৭ বছর পর দেখা গেল অ্যাঞ্জেলিনা জোলিকে। এবার উৎসবের ৭৮তম এ আসরের মূল প্রতিযোগিতা বিভাগের ছবি ‘এডিংটন’-এ তিনি অভিনয় করছেন সম্মানজনক ভূমিকা শপার্ড ট্রফির মেরিন বা শুভেচ্ছাদূত হিসেবে। কান উৎসবে অ্যাঞ্জেলিনা জোলির এই প্রত্যাবর্তন শুধু গ্ল্যামারেই নয়, ইতিহাসেও অনন্য। কারণ, ২০০৮ সালে তিনি শেষবারের মতো এই লালগালিচায় হেঁটেছিলেন। তাও ছিলেন তাঁর যমজ সন্তান নক্স ও ভিভিয়েনকে গর্ভে ধারণ করে। তখন তাঁর পাশে ছিলেন ব্র্যাড পিট। পরেছিলেন ফরাসি ব্র্যান্ড জেরার দারে’র ডিজাইন করা একটি পিস্টাচিও-সবুজ গাউন। তাঁর এবারের উপস্থিতি যেন সেই স্মরণীয় মুহূর্তেরই এক গৌরবময় পুনরাবৃত্তি। এবার তিনি এলেন নিজের বলিষ্ঠ উপস্থিতি, নিজের ইতিহাস আর নিজস্ব সৌন্দর্য নিয়ে।

নতুন পরিচয়ে এলেন ক্রিস্টেন স্টুয়ার্ট
কান চলচ্চিত্র উৎসবে এ বছর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। এবার তিনি এসেছেন ভিন্ন পরিচয়ে–নির্মাতা হিসেবে। তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘দ্য ক্রনোলজি অব ওয়াটার’ প্রদর্শিত হয়েছে মর্যাদাপূর্ণ এ উৎসবে। লিডিয়া ইউকনাভিচের আত্মজীবনীমূলক উপন্যাস La Mécanique des Fluides (২০১১) অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে এক তরুণ সাঁতারুর জীবনকাহিনি তুলে ধরা হয়েছে, যে বেড়ে ওঠে সহিংসতা ও মদ্যপানে ক্ষতবিক্ষত এক পরিবারে। সেই অন্ধকার পরিবেশ থেকে বেরিয়ে এসে সাহিত্যে আশ্রয় খুঁজে পায় সে, বিশ্ববিদ্যালয়ে গিয়ে খুঁজে পায় নিজের নতুন পরিচয় ও মুক্তির পথ।

প্রযোজকদের ভাষ্য অনুযায়ী, এটি শুধু একজন নারীর জীবনের গল্প নয়, বরং তা সংগ্রাম, আত্ম-অন্বেষণ ও শিল্পের মাধ্যমে আত্মমুক্তির এক গভীর মানবিক চিত্র। ফটোকল ইভেন্টে ক্রিস্টেন স্টুয়ার্টের উপস্থিতি আলো ছড়িয়েছে, আর তাঁর সাহসী নির্মাণভঙ্গি কুড়িয়েছে প্রশংসা। এ ছবির মাধ্যমে অভিনয়ের গণ্ডি পেরিয়ে সৃজনশীলতার এক নতুন অধ্যায়ে পা রাখলেন ক্রিস্টেন স্টুয়ার্ট। চলচ্চিত্রবোদ্ধারা বলছেন, এটি হতে পারে তাঁর দীর্ঘ ও শক্তিশালী নির্মাতাযাত্রার শুরু।

লালগালিচায় দাঁড়িয়ে বিদ্রোহের ইঙ্গিত
লালগালিচায় নতুন পোশাকবিধির কড়াকড়ির মধ্যে এক সাহসী, সচেতন ফ্যাশনের বার্তা নিয়ে উপস্থিত হয়েছিলেন ক্রিস্টেন স্টুয়ার্ট। লালগালিচায় তিনি হাজির হলেন এক অভিনব পোশাকে। হালকা গোলাপি, স্বচ্ছ ম্যাক্সি স্কার্ট, যার নিচে ছিল একটি টুইড শর্ট স্যুট। মাথায় এলোমেলোভাবে বাঁধা খোলা চুল, যেন হাওয়ায় খেলা করছিল তা। সেই চুলের ডগায় হট পিংক ডিপ-ডাই রঙের সাবলীল এক প্রতিবাদের ইঙ্গিত। ওপরে পরেছিলেন ম্যাচিং টুইড ব্লেজার, যার বাটনে ছিল কালো-রুপালি ‘CC’ চিহ্ন। গলায় হীরার চকচকে চোকার, পায়ে হালকা গোলাপি পাম্প হিল– একদিকে পরিমার্জিত, অন্যদিকে অনমনীয়।

এবারের কান উৎসবের নতুন ড্রেস কোড অনুযায়ী, লালগালিচায় এবং উৎসবের যেকোনো অংশে নগ্নতা নিষিদ্ধ। বিষয়টি বিবেচনা করে নতুন স্টাইল বেছে নিয়েছিলেন এ তারকা। পোশাকে আংশিক স্বচ্ছতা থাকলেও, তিনি কৌশলে ঢেকে রেখেছেন শরীরের গুরুত্বপূর্ণ অংশ– শুধু সামান্য উন্মোচিত হয়েছে কোমর ও উরুর নিচের কিছুটা। তিনি সরাসরি এই নতুন বিধিনিষেধের বিরুদ্ধে মুখ খোলেননি। এই উপস্থিতিতে যেন প্রতিধ্বনিত হলো তাঁর আগের প্রতিবাদ। মনে পড়ে ২০১৮ সালের সে ঘটনা, যখন উঁচু হিলের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে তিনি লালগালিচায় নিজের হাই হিল খুলে ফেলেছিলেন। সেই প্রতিবাদের পর বদলেছিল সেই নিয়ম। ক্রিস্টেন স্টুয়ার্ট শুধু ‘টোয়াইলাইট’-এর তারকা নন। তিনি এখন নিজেই এক প্রতিবাদী শিল্পভাষা। কানের মতো প্রতিষ্ঠানে দাঁড়িয়ে তিনি বোঝালেন, নিয়ম মানা যায়, তবে তাতে নিজের অবস্থান ও মতামত প্রকাশের পথও থাকে।

ড্রেসকোড নিয়ে আরও প্রতিবাদ
ক্রিস্টেন সীমার মধ্যে থেকে প্রতিবাদ জানালেও, অনেকেই সরাসরি নিয়ম অমান্য করলেন। যেমন হেইডি ক্লুম, যিনি এলি সাবের এক বিরাট ট্রেইনযুক্ত গাউনে হাজির হয়ে স্পষ্টত নতুন নিয়ম ভাঙলেন। কারণ, নতুন নিয়মে বলা হয়েছে, ‘অতিরিক্ত আয়তনের পোশাক, যা অতিথিদের চলাফেরায় সমস্যা সৃষ্টি করে, তা নিষিদ্ধ।’ অন্যদিকে, বিচারক হিসেবে নিযুক্ত হ্যালি বেরি শেষ মুহূর্তে বদলে ফেললেন নিজের পোশাক। প্রথমে তাঁর নির্বাচিত গৌরব গুপ্তার নকশা করা একটি ট্রেইনযুক্ত গাউন ছিল, কিন্তু নিয়মে সেটি নিষিদ্ধ হওয়ায় পরে তিনি পরেন একটি জাকেমাস স্ট্রাইপড পোশাক, যার পেছনে ছিল একটি বিনম্র গোলাপি রাফল।

সম্পর্কিত নিবন্ধ

  • জবিতে প্রথম চলচ্চিত্র উৎসবের পোস্টার উন্মোচন
  • ঈদে লা রিভের ‘ডিভোশন’
  • কানের লাল গালিচা: সাজসজ্জায় উর্বশীর ব্যয় ২ হাজার কোটি টাকা!
  • আজ আলিয়ঁস ফ্রঁসেজে ছোটদের জ্যোতির্বিজ্ঞান উৎসব
  • কান ক্লাসিকে সত্যজিতের ‘অরণ্যের দিনরাত্রি’, থাকবেন শর্মিলা ঠাকুর
  • গাউনে আটকে গেলেন জেনিফার, উদ্ধারে বসে পড়লেন প্যাটিনসন
  • গাউনে আটকে গেল জেনিফার, উদ্ধারে বসে পড়লেন প্যাটিনসন
  • গাউনে আটকে গেল জেনিফার, উদ্ধারে বসে পড়লেন প্যাটিনস
  • ১৭ বছর পর অ্যাঞ্জেলিনা জোলি, নতুন পরিচয়ে এলেন ক্রিস্টেন স্টুয়ার্ট