এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর বিষয়টিকে ‘গুজব’ বলল বিসিসিআই
Published: 19th, May 2025 GMT
ক্রিকেটপ্রেমীদের কৌতূহল আর জল্পনার অবসান ঘটিয়ে স্পষ্ট বার্তা দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সাম্প্রতিক সময়ে কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল, ভারত নাকি এশিয়া কাপ ২০২৫ এবং নারী ইমার্জিং টিমস এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে সোমবার (১৯ মে) বিসিসিআই একেবারে পরিষ্কারভাবে জানিয়ে দিলো, এসব খবর ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’।
বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক বিবৃতিতে জানান, “আজ সকাল থেকেই কিছু সংবাদমাধ্যম দাবি করছে ভারত এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, এই খবর সত্য নয়। বোর্ড এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি, এমনকি এসিসিকেও (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) কোনো ধরনের আনুষ্ঠানিক বার্তা পাঠানো হয়নি।”
বর্তমানে বোর্ডের প্রধান ফোকাস আইপিএল এবং ইংল্যান্ড সফর—পুরুষ ও নারী দল উভয়েরই। সাইকিয়ার ভাষায়, “আমাদের বর্তমান অগ্রাধিকার হলো আইপিএলের সফল আয়োজন এবং ইংল্যান্ড সফরের জন্য যথাযথ প্রস্তুতি। এসিসির কোনো ইভেন্ট নিয়ে এই মুহূর্তে কোনো আলোচনা পর্যন্ত হয়নি।”
আরো পড়ুন:
দিল্লি স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকিতে তোলপাড়
আজীবন সম্মাননা পেয়ে শচীন: কখনো অ্যালকোহল বা তামাকের বিজ্ঞাপন করিনি
এর আগে, একটি অজ্ঞাতনামা সূত্রকে উদ্ধৃত করে দাবি করা হয়েছিল—ভারতীয় দল এমন কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারে না যা সরাসরি কোনো পাকিস্তানি রাজনৈতিক ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত। সেই সূত্রের বক্তব্য ছিল, “এটা দেশের মর্যাদার সঙ্গে যায় না।” যদিও বিসিসিআই এ ধরনের মন্তব্যকে আমল না দিয়ে, আনুষ্ঠানিক স্তরে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে।
ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্ক এখন কেবল আইসিসি ও এসিসি টুর্নামেন্টে সীমাবদ্ধ। ২০১২ সালের পর থেকে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি এই দুই প্রতিবেশীর মধ্যে। ফলে এমন টুর্নামেন্টগুলোতে তাদের মুখোমুখি হওয়া ক্রিকেটবিশ্বের জন্য অন্যতম আকর্ষণ। তাই এশিয়া কাপ নিয়ে ভারতের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা ক্রিকেটপ্রেমীদের ভীষণভাবে ভাবিয়ে তুলেছিল।
তবে বিসিসিআইয়ের এই সুস্পষ্ট বার্তা সাময়িকভাবে হলেও স্বস্তি দিয়েছে ভক্তদের। তারা এখন নিশ্চিন্ত থাকতে পারেন—ভারত এখনো এশিয়া কাপের দরজা বন্ধ করেনি। ভবিষ্যতে যদি এমন কোনো সিদ্ধান্ত আসে, তা জানানো হবে যথাযথ মাধ্যমেই।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব স স আই ব স স আই
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ
রাজধানীর মোহাম্মদপুরে মনসুর নামে এক ব্যক্তির পোষা বিড়াল হত্যার ঘটনায় একই এলাকার বাসিন্দা আকবর হোসেনের (শিবলু) বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার এ মামলায় আদালতে সাক্ষ্য দেন এজাজ হোসাইন মারওয়ান নামের এক ব্যক্তি।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক এ সাক্ষ্য গ্রহণ করেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীকে জেরা করেন। জেরা শেষে আদালত আসামির আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য আগামী ১২ জানুয়ারি দিন রাখেন।
এ মামলায় চারজনের সাক্ষ্য গ্রহণ শেষ করেছেন আদালত। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জানান, আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দণ্ডবিধি আইনে ৪২৮ ধারায় সর্বোচ্চ সাজা দুই বছরের কারাদণ্ড রয়েছে। আসামির সর্বোচ্চ সাজা দাবি করেন এই আইনজীবী।
গত ৫ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ারের পক্ষে মামলার আবেদন করেন নাফিসা নওরীন চৌধুরী। ওই দিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা–পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
পরে মোহাম্মদপুর থানা–পুলিশ আসামি আকবর হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদন জমা দেয়। এরপর গত ১৪ জুলাই আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলার মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন বিড়ালটিকে এলোপাতাড়ি ফুটবলের মতো লাথি মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পর পা দিয়ে পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করেন।