২০ কোটিতে দীপিকার রাজকীয় প্রত্যাবর্তন
Published: 20th, May 2025 GMT
বলিউডের ইতিহাসে কিছু মুহূর্ত থাকে, যা শুধু খবর নয়, হয়ে ওঠে একেকটি অধ্যায়ের সূচনা। দীপিকা পাড়ুকোনের নতুন ছবিতে প্রত্যাবর্তনের ঘোষণাও ঠিক তেমনই এক মুহূর্ত– যেখানে আলোচনার কেন্দ্রে শুধু তাঁর অভিনয় নয়; বরং তাঁর পারিশ্রমিক। ২০ কোটি রুপি! এটা শুধু একটা সংখ্যা নয়, এটা একটা বার্তা।
মাতৃত্বকালীন বিরতির পর পর্দায় ফেরা কোনো অভিনেত্রীর জন্য সাধারণত অনেক প্রশ্ন অপেক্ষা করে– ‘ফর্মে ফিরবেন তো?’, ‘দর্শক কীভাবে নেবেন?’, ‘অন্য নায়িকারা তো এখন ট্রেন্ডে!’ কিন্তু দীপিকা যেন এসব প্রশ্নের উত্তর এক লাইনেই দিয়ে দিলেন– “আমি ফিরছি, রাজকীয়ভাবে।”
অ্যানিমেল-খ্যাত নির্মাতা সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গার পরবর্তী সিনেমা ‘স্পিরিট’-এ অভিনয় করবেন দীপিকা। এখানে তাঁর বিপরীতে থাকবেন প্রভাস, দক্ষিণ ভারতের সুপারস্টার। প্রভাসের সঙ্গে এর আগে ‘কল্কি’ সিনেমায় অভিনয় করেন দীপিকা।
জানা গেছে, এ সিনেমায় দীপিকা থাকবেন এক শক্তিশালী নারীর চরিত্রে, যিনি কেবল গল্পের অংশ নন; বরং চালকশক্তি। এ ছবির জন্য দীপিকা নিচ্ছেন ২০ কোটি রুপি পারিশ্রমিক, যা তাঁকে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় শীর্ষে নিয়ে গেছে। এবং এটাই বদলে দিতে পারে বলিউডে নারী-পুরুষ অভিনেতাদের মধ্যকার দীর্ঘদিনের পারিশ্রমিক বৈষম্যের চিত্র।
একসময় বলিউডে নারীদের পারিশ্রমিক ছিল “সহায়ক চরিত্র” বলেই সীমাবদ্ধ। তারা ছিলেন নায়ককে ঘিরেই– প্রেমিকা, স্ত্রী, মা কিংবা এক রোমান্টিক সংলাপের বাহক। কিন্তু দীপিকা সেই ধারা বদলে দিয়েছেন আগেও, এবার যেন করলেন আরও জোরালোভাবে। তিনি শুধু একজন অভিনেত্রী নন, তিনি এখন ব্র্যান্ড, এক শক্তির প্রতীক। তাঁর পারিশ্রমিকের এই ঘোষণায় শুধু সিনেমাপ্রেমী নয়, বলিউডের অনেক তারকারাও বিস্মিত। কেউ বলছেন, এটা যুগান্তকারী। কেউ আবার বলছেন, একটা দরজা খুলে গেল।” তবে বিষয়টি নিয়ে এখনও দীপিকা নিশ্চুপ। কারণ, তাঁর উত্তর তিনি দিচ্ছেন কাজে– স্ক্রিপ্টে, চরিত্রে, ক্যামেরার সামনে।
‘স্পিরিট’ এখন শুধু একটি ছবি নয়, এটি হয়ে উঠেছে এক নতুন দৃষ্টান্ত। দীপিকা পাড়ুকোনের ২০ কোটির প্রত্যাবর্তন তাই কেবল ফিল্মি গসিপ নয়– এটা এক নারীর সাহস, সাফল্য আর নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠা করার গল্প। আর এই গল্পে দীপিকা যেন নিজেই নিজের লেখক, নায়িকা এবং প্রযোজক। এটাই তাঁর আসল শক্তি। এই সিনেমার পাশাপাশি শাহরুখ খানের সঙ্গে সিদ্ধার্থ আনন্দের নতুন অ্যাকশন থ্রিলার ‘কিং’ সিনেমায় কাজ করবেন দীপিকা।
২০২৬ সালে মুক্তি পেতে চলা ‘কিং’ সিনেমার গল্পে রয়েছে এক নতুন মোড়, এক নতুন আবেগ।
ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, ‘কিং’ সিনেমায় দীপিকাকে দেখা যাবে এক সম্পূর্ণ ভিন্ন চরিত্রে। তিনি অভিনয় করেছেন শাহরুখ খানের মেয়ে সুহানা খানের মায়ের ভূমিকায়। যদিও এটি একটি পূর্ণাঙ্গ প্রধান চরিত্র নয়, তথাপি চরিত্রটি পুরো গল্পের কেন্দ্রবিন্দুতে থাকবে। সূত্র: বলিউড হাঙ্গামা ও ইকোনোমিক টাইমস।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গাজীপুরের ছয়টি আসনের ৪টিতে বিএনপির প্রার্থী হলেন যারা
গাজীপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
তিনি জানান, গাজীপুর-১ ও গাজীপুর-৬ আসনের প্রার্থীদের নাম পরে জানানো হবে।
আরো পড়ুন:
বিএনপির প্রার্থী ঘোষণা হয়নি ঢাকা-২০ আসনে, অপেক্ষায় ৪ নেতা
চাঁপাইনবাবগঞ্জে অভিজ্ঞদের ওপর আস্থা রাখল বিএনপি
গাজীপুর-২ আসনে মনোনয়ন পেয়েছেন- গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের ছেলে এম. মঞ্জুরুল করিম রনি। গাজীপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। গাজীপুর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নান এবং গাজীপুর-৫ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
মির্জা ফখরুল বলেন, “যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলোর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। এছাড়া, শরিক দলের জন্য কিছু আসন খালি রাখা হয়েছে।”
এর আগে, দুপুরে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী সেই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ এবং রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণ করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।
নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ করা হতে পারে আনুষ্ঠানিক তফসিল।
এদিকে প্রার্থী ঘোষণার খবর পেয়ে গাজীপুর মহানগরসহ জেলার বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। তবে গাজীপুর-৫ আসনে দলীয় মনোনয়ন পাওয়া জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন তানিয়া দলীয় নেতাকর্মীদের আনন্দ মিছিল করা থেকে বিরত থাকার অনুরোধ করেছেন।
ঢাকা/রফিক/মাসুদ