নোয়াখালীর সুবর্ণচরে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আবদুল মান্নানের বিপণিকেন্দ্র ও আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান হামলায় পণ্ড হয়েছে। হামলার অভিযোগ স্থানীয় ছাত্রদল-যুবদল ও শ্রমিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার হারিছ চৌধুরীর বাজার এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা অনুষ্ঠানের মূল ফটকের তোরণ, ভেতরের চেয়ার ভাঙচুর করেন।

হামলায় ঘটনাস্থলে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল টুয়েন্টি ফোরের’ ক্যামেরা পারসন আবদুর রাজ্জাক আহত হয়েছেন। হামলাকারীরা এ সময় তাঁর কাছ থেকে ভিডিও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং অন্যান্য সংবাদকর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেন। ঘটনার সময় অনুষ্ঠানস্থলের পাশে চর জব্বর থানার একদল পুলিশ থাকলেও তারা হামলাকারীদের নিবৃত্ত করতে কোনো পদক্ষেপ নেয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা ১১টায় সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরীর বাজারের পূর্ব পাশে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের পাশে ‘সুবর্ণ সিটি’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন। এই প্রকল্পের মালিক বিকল্প ধারা বাংলাদেশের সাবেক মহাসচিব ও সাবেক সংসদসদস্য আবদুল মান্নান। বেলা সাড়ে ১১টায় তিনি হেলিকপ্টারে অনুষ্ঠানস্থলে আসেন এবং কয়েক মিনিট অবস্থান করে তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি যান।

প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগমুহূর্তে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান ওরফে অশ্রু ও শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো.

সোহরাওয়ার্দীসহ ১৫-১৬ জন দলীয় নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে হামলা চালান। হামলাকারীরা শুরুতে অনুষ্ঠানের প্রবেশপথে নির্মাণ করা তোরণে কাপড় ছিঁড়ে ফেলেন এবং ভেতরে অনুষ্ঠানস্থলে চেয়ার ভাঙচুর করে অনুষ্ঠানটি বন্ধ করে দেন।

হামলাকারীরা এ সময় অনুষ্ঠানে আগত ব্যক্তিদের অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য করেন। পরিস্থিতি বেগতিক দেখে সেখানে উপস্থিত আবদুল মান্নানের স্ত্রী ও আয়োজকেরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

চ্যানেল টুয়েন্টি ফোরের চিত্রগ্রাহক আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, অনুষ্ঠানস্থলে একদল তরুণ লাঠিসোঁটা নিয়ে হামলা-ভাঙচুর করতে দেখে তিনি ক্যামেরা নিয়ে এগিয়ে যেতেই তাঁরা তাঁর দিকে তেড়ে আসেন। তাঁর হাতে লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি বাঁ হাতে আঘাত পান। তাঁর হাতে থাকা ভিডিও ক্যামেরাটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। হামলাকারীরা এ সময় হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে অন্য সহকর্মীরা তাঁদের হাত থেকে ক্যামেরা রক্ষা করেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আবদুল জলিল বলেন, ঘটনার সময় চর জব্বর থানার একদল পুলিশ অনুষ্ঠানস্থলের সামনে থাকলেও তারা হামলাকারীদের নিবৃত্ত করতে এগিয়ে আসেনি। পুলিশের সামনেই যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতা-কর্মীরা হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করে দেন।

হামলার বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এখানে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন করা হচ্ছিল। বিষয়টি যখন স্থানীয় নেতা-কর্মীরা জানতে পেরেছেন, তখনই তাঁরা বাধাগ্রস্ত করেছেন।

অনুষ্ঠানে হামলার বিষয়ে জানতে চাইলে সুবর্ণচরের চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া প্রথম আলোকে বলেন, হামলা হয়নি, ওখানে বিএনপির একটি পক্ষ মিছিল করেছে, এ কারণে আর অনুষ্ঠান হয়নি। সেখানে থাকা পুলিশ বিষয়টি দেখছে। পুলিশের সামনেই হামলা হয়েছে বলার পর ওসি বলেন, এ রকম তো হওয়ার কথা নয়।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রকল প র অন ষ ঠ ন কর ম র উপজ ল আবদ ল য বদল

এছাড়াও পড়ুন:

ওয়াগ্গাছড়া চা বাগানে হাতির তাণ্ডব

রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে সীতা পাহাড়ের পাদদেশে অবস্থিত ওয়াগ্গাছড়া চা বাগানে বিগত এক মাস ধরে অবস্থান করছেন একদল বন্যহাতি। ১৭ (সতের) দলের এই বন্যহাতির তাণ্ডবে এরইমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বাগান শ্রমিকদের ঘরবাড়ি, গাছপালা এবং বাগানের অভ্যন্তরে অবস্থিত কাঁচা সড়ক। 

 এদের তাণ্ডবে বাগানের ২নং সেকশনে বসবাসকারী চা শ্রমিকরা এরইমধ্যে নিজ নিজ বসতবাড়ি ছেড়ে কর্ণফুলি নদীর উত্তর পাড়ে অবস্থান নিয়েছে। এই সেকশনে থাকা বহু ঘর হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী বলেন, “হাতির তাণ্ডবে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাগানের নিজস্ব বোট চালক সানাউল্লাহর বসতবাড়ি। এসময় তিনিসহ তার স্ত্রী-সন্তানেরা ঘর হতে বের হয়ে কোনরকমে প্রাণে রক্ষা পেয়েছে।”

বোট চালক সানাউল্লাহ বলেন, “সোমবার দিবাগত রাত ৩টার দিকে আমি হাতির গর্জন শুনতে পাই। এসময় একটি বড় হাতি আমার ঘর ভাঙার চেষ্টা চালায়। আমি হতবিহ্বল হয়ে যাই। সেসময় স্ত্রী-পুত্রকে নিয়ে ঘরের পেছন দিয়ে কোন রকমে পালিয়ে বোটে করে এপারে চলে আসি।” 

চা বাগানের টিলা বাবু চাথোয়াই অং মারমা বলেন, “বিগত এক মাস ধরে ১৭টি হাতির একটি দল বাগানে অবস্থান করছে। মাঝে মাঝে দলটি সীতা পাহাড়ে চলে গেলেও হঠাৎ বাগানে চলে এসে আসে এবং বাগানের গাছপালা, বসতবাড়ি ক্ষতিগ্রস্ত করে। আমাদের চা শ্রমিকরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।”

ওয়াগ্গা চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী বলেন, “বিগত এক মাস ধরে হাতির একটি দল ওয়াগ্গা চা বাগানে অবস্থান নিয়েছে। তাদের দলে সদস্য সংখ্যা সতেরো ১৭টি। সম্প্রতি দুটি নতুন শিশু জন্ম নিয়েছে। শিশু হস্তী শাবককে আশীর্বাদ করার জন্য সীতা পাহাড়ের গভীর অরণ্য থেকে আরো একদল হাতি যোগদান করেছে।” 

হাতি খুবই শান্তিপ্রিয় জীব। নিরিবিলি পরিবেশ পছন্দ করে। অনেকে বলে থাকেন, মামারা বেরসিক বাদ্য বাজনা, বাঁশির সুর, গলাফাটা গান, গোলা বারুদ, ড্রামের শব্দ পছন্দ করে না। তারা কোলাহল এড়িয়ে চলে। 

গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বচক্ষে দেখা হলো। আমাদের টিলা বাবু চাই থোয়াই অং মারমা শ্রমিকদের নিয়ে পাহাড়ের উপর বাঁশির সুর তুলেছে। সুর ও বাদ্য বাজনা এড়িয়ে মামারা (হাতি) চা বাগান পেরিয়ে সদলবলে বাঁশবনের গভীর থেকে গভীরে হারিয়ে গেলো। হয়তো আবার ফিরে আসবে।

কাপ্তাই বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন বলেন, “দিন দিন হাতির আবাসস্থল ধ্বংস হওয়ার ফলে হাতি খাবারের সন্ধানে প্রায়ই লোকালয়ে এসে হানা দিচ্ছে। আমাদের উচিত হাতির আবাসস্থল ধ্বংস না করা।”

ঢাকা/রাঙামাটি/এস

সম্পর্কিত নিবন্ধ

  • প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে নোয়াখালীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • ওয়াগ্গাছড়া চা বাগানে হাতির তাণ্ডব