ডিনের ভাইকে নিয়োগ দিতে শর্ত পরিবর্তন
Published: 20th, May 2025 GMT
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিজ্ঞপ্তিতে দুই বছর মেয়াদি মাস্টার্স ডিগ্রির শর্ত যুক্ত করা হয়েছে। এ শর্তে রাবি থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে চাকরি পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, অনুষদের ডিনের ভাই এ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেছেন। পরে তিনি বিশ্বভারতী থেকে শিল্পকলার ইতিহাসের ওপর দুই বছরের মাস্টার্স করেন। তাঁকে সুযোগ দিতেই এ ধরনের শর্ত যুক্ত করা হয়েছে।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড.
গত ১২ মে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম স্বাক্ষরিত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগে তত্ত্বীয় বিষয়ে দু’জন এবং ব্যবহারিক বিষয়ে ছয়জন শিক্ষক নিয়োগের কথা উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে তত্ত্বীয় বিষয়ে আবেদনকারীদের শিল্পকলার ইতিহাস বিষয়ের ওপর দুই বছরের মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
শিক্ষক নিয়োগের বিষয়টি বিভাগের প্ল্যানিং কমিটিতে চূড়ান্ত করা হয়। মৃৎশিল্পের একমাত্র শিক্ষক অধ্যাপক ফজলুল করিম ৮ বছর প্ল্যানিং কমিটির সদস্য ছিলেন। বিজ্ঞপ্তি চূড়ান্ত করার আগে তাঁকে কমিটি থেকে বাদ দেওয়া হয়। তিনি গত ১৫ মে উপাচার্য বরাবর চিঠি দিয়ে বিজ্ঞপ্তি ফের প্রকাশের দাবি জানিয়েছেন।
বিভাগের প্ল্যানিং কমিটির দু’জন সদস্য হলেন অধ্যাপক ড. এ কে এম আরিফুল ইসলাম ও অধ্যাপক ড. মোস্তফা শরীফ আনোয়ার। তারা দু’জনই ভাস্কর্য ডিসিপ্লিনের শিক্ষক। তাদের দাবি, প্ল্যানিং কমিটি বিভাগের এক-তৃতীয়াংশ শিক্ষকের সমন্বয়ে গঠিত হয়। এতদিন বিভাগে সাতজন শিক্ষক ছিলেন। তাই কমিটির সদস্য ছিলেন তিনজন। একজন শিক্ষককে শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁকে বাদ দিয়ে এখন বিভাগের শিক্ষক সংখ্যা ছয়জন। তাই প্ল্যানিং কমিটির সদস্য দু’জন রাখা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে অধ্যাপক ড. এ কে এম আরিফুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য মানসম্মত শিক্ষার ব্যবস্থা। যিনি চার বছর ভাস্কর্যে পড়েন, এক বছর শিল্পকলার ইতিহাসে মাস্টার্স করেছেন– তাঁকে নেওয়া ভালো? নাকি যিনি বাইরের বিশ্ববিদ্যালয় থেকে দুই বছরের মাস্টার্স করে এসেছেন, তাঁকে নেওয়া ভালো? এ ছাড়া ছয়টি ব্যবহারিক পদে আমাদের শিক্ষার্থীদের আবেদন করার সুযোগ আছে।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, রাবিতে মাস্টার্স এক বছর মেয়াদি। তাই কোনোভাবেই দুই বছরের মাস্টার্স চাওয়া যাবে না। প্ল্যানিং কমিটির এ বিষয়টি ভাবা দরকার ছিল। আমাদের শিক্ষার্থীদের অবশ্যই সুযোগ দিতে হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: দ ই বছর র ম স ট র স ভ স কর য কম ট র সদস য
এছাড়াও পড়ুন:
যশোরে প্রায় সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২
যশোরে ২৩টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার ভোরে যশোর সদরের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়ে তাদের আটক করা হয়। তিন কেজি ওজনের ওই স্বর্ণের দাম সাড়ে চার কোটি টাকার বেশি।
আটক ব্যক্তিরা হলেন- যশোরের শার্শা উপজেলার সালতা গ্রামের আরিফুল ইসলাম (৩০) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মো. মেহেদী হাসান (২৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে তারা ভারতে পাচারের উদ্দেশে যশোর-মহেশপুর সীমান্তে যাচ্ছিলেন।
বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদগড় বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় একটি টহল দল অভিযান চালায়। এ সময় দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা ২৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলোর ওজন ৩ কেজি। যার বাজারমূল্য ৪ কোটি ৫৭ লক্ষ টাকা। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।