সিমেন্ট শিল্পে বেসরকারি কারিগরদের অবদান অনন্য
Published: 24th, May 2025 GMT
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া বলেছেন, ‘বর্তমান বিশ্বে নির্মাণকাজের গুরুত্বপূর্ণ উপাদান সিমেন্ট। এই সিমেন্ট শিল্পের অগ্রগতির পেছনে বেসরকারি কারিগরদের অবদান অনন্য। এ শিল্পের আরও অগ্রগতির জন্য সুসংগঠিত গবেষণা প্রয়োজন।’
শনিবার চট্টগ্রাম ক্লাবে ‘লাইফ সাইকেল অব সিমেন্ট ইন কনস্ট্রাকশন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় ৫০০ প্রকৌশলী অংশ নেন।
এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ‘লাইফ সাইকেল অব সিমেন্ট ইন কনস্ট্রাকশন’ শীর্ষক কর্মশালার আয়োজন করে। এ কর্মশালার উদ্দেশ্য ছিল সিমেন্টভিত্তিক নির্মাণের বিভিন্ন পর্যায় সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া, যার মধ্যে রয়েছে কাঁচামাল সংগ্রহ, উৎপাদন, ব্যবহার, রক্ষণাবেক্ষণ, ভাঙন এবং পরিবেশগত প্রভাব। নির্মাণ ও পুরকৌশল খাতের পেশাদার, শিক্ষাবিদ ও অংশীজনদের জন্য টেকসই অনুশীলন, উদ্ভাবনী প্রযুক্তি এবং জীবনচক্র মূল্যায়ন সরঞ্জাম অন্বেষণের জন্য এটি একটি মূল্যবান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। কর্মশালার বিভিন্ন সেশনে সিমেন্ট কনস্ট্রাকশনের লাইফ সাইকেল নিয়ে আলোচনা হয় এবং অংশগ্রহণকারীদের পক্ষ থেকে গ্রুপ প্রেজেন্টেশন ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
শেষে নির্মাণ খাতের সঙ্গে জড়িত প্রকৌশলীদের নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড.
এম এ মালেক বলেন, ‘সিমেন্ট ঘর তৈরির অন্যান্য উপকরণকে একত্রিত করে জোড়া লাগানোর কাজ করে, বন্ধন তৈরি করে। সামাজিকভাবেও আমাদের ঐক্য ধরে রাখতে হবে। যদি আমরা ঐক্য ঠিক রাখতে না পারি, তাহলে দেশ এগোবে না।’
স্বাগত বক্তব্য দেন এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক অভিমন্যু সাহা। কর্মশালা সমন্বয় করেন ড. সুদীপ কুমার পাল, ভাস্কর চৌধুরী, লিটন কুমার শর্মা ও কানু কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অসিৎ কুমার সাহা।
উৎস: Samakal
কীওয়ার্ড: স ম ন ট ইন
এছাড়াও পড়ুন:
হিলিতে ১৫ মাস পর কবর থেকে লাশ উত্তোলন
দিনাজপুরের হিলিতে ময়না তদন্তের জন্য দাফনের প্রায় ১৫ মাস পর কবর থেকে হাবিবুর রহমান (৬৫) নামে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার কাকড়াপালি কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের উপস্থিতি দিনাজপুর সিআইডি পুলিশ তার লাশ উত্তোলন করেন।
সিআইডি পুলিশের এসআই আসাদ হোসেন জানান, হাবিবুর রহমান ২০২৪ সালের ২৭ এপ্রিল জমি-জমা সংক্রান্ত বিবাদে মারা যান।
এ ব্যাপারে হাবিবুর রহমানের মেয়ে ববিতা খাতুন বাদি হয়ে একই গ্রামের মনোয়ার হোসেন ও তার স্ত্রীর নামে আদালতে হত্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে আজ বুধবার হাবিবুর রহমানের লাশ ময়না তদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।
ঢাকা/মোসলেম/এস