বিশ্ব চলচ্চিত্রের অন্যতম জমজমাট আসর ‘কান চলচ্চিত্র উৎসব’। গত ১৩ মে পর্দা উঠে ৭৮তম এই উৎসবের। বরাবরের মতো হলিউড, বলিউডসহ বিশ্বের নানা প্রান্তের তারকা অভিনয়শিল্পী ও নির্মাতারা এতে যোগ দেবেন। শনিবার (২৪ মে) পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় ১২ দিনের এই বর্ণিল আয়োজন। চলুন জেনে নিই, কারা পেলেন এবারের পুরস্কার— 

মূল প্রতিযোগিতা
স্বর্ণপাম: ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট (জাফর পানাহি, ইরান)
গ্রাঁ প্রিঁ: সেন্টিমেন্টাল ভ্যালু (ইওয়াকিম ত্রিয়ার, নরওয়ে/ডেনমার্ক)
জুরি প্রাইজ: সিরেট (অলিভার লুক্সে, স্পেন), সাউন্ড অব ফলিং (মাশা শিলিনস্কি, জার্মানি)
স্পেশাল প্রাইজ: রেজারেকশন (বাই গান, চীন)
সেরা অভিনেতা: ওয়াগনার মোরা (দ্য সিক্রেট এজেন্ট, ব্রাজিল)
সেরা অভিনেত্রী: নাদিয়া মেলিতি (দ্য লিটল সিস্টার, ফ্রান্স)
সেরা পরিচালক: ক্লেবার মেনদোঙ্কা ফিলো (দ্য সিক্রেট এজেন্ট, ব্রাজিল)
সেরা চিত্রনাট্যকার: জ্যঁ-পিয়ের ও লুক দারদেন (ইয়াং মাদার’স, বেলজিয়াম)

সম্মানসূচক স্বর্ণপাম
সম্মানসূচক স্বর্ণপাম: রবার্ট ডি নিরো, ডেনজেল ওয়াশিংটন

আরো পড়ুন:

কানের লাল গালিচায় ‘নগ্ন’ পোশাক নিষিদ্ধ

ট্রাম্পকে ‘শিল্পের শত্রু’ বললেন ডি নিরো

আঁ সাঁর্তে রিগা
সেরা চলচ্চিত্র: দ্য মিস্টেরিয়াস গেজ অব দ্য ফ্লামিঙ্গো (দিয়েগো পেসপেদেস, চিলি)
জুরি প্রাইজ: অ্যা পয়েট (সিমন মেসা সোতো, কলম্বিয়া)
সেরা অভিনয়শিল্পী: ক্লিও দিয়ারা (আই অনলি রেস্ট ইন দ্য স্টর্ম), ফ্রাঙ্ক ডিলেন (আর্কিন, যুক্তরাজ্য)
সেরা পরিচালক: আরব ও টারজান নাসের (ওয়ান্স আপন অ্যা টাইম ইন গাজা, ফিলিস্তিন)
সেরা চিত্রনাট্যকার: পিলিয়ন (হ্যারি লাইটন, যুক্তরাজ্য)

কারিগরি পুরস্কার
সিএসটি আর্টিস্ট-টেকনিশিয়ান অ্যাওয়ার্ড: চিত্রগ্রহণে রুবেন ইমপেন্স, শব্দমিশ্রণে স্টেফান থিবোঁ (চলচ্চিত্র: আলফা)
সিএসটি নবীন নারী ফিল্ম টেকনিশিয়ান অ্যাওয়ার্ড (শিল্প নির্দেশনা): এপোনাইন মোমেনসো (চিত্রগ্রহণ, চলচ্চিত্র: কনেমারা)

গোল্ডেন ক্যামেরা
ক্যামেরা দ’র: হাসান হাদি (দ্য প্রেসিডেন্ট’স কেক, ইরাক)
স্পেশাল মেনশন: আকিনোলা ডেভিস জুনিয়র (মাই ফাদার’স শ্যাডো, নাইজেরিয়া)

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
স্বর্ণপাম: আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ (তৌফিক বারহোম, ইসরায়েল)
স্পেশাল মেনশন: আলী (আদনান আল রাজীব, বাংলাদেশ)

লা সিনেফ
প্রথম পুরস্কার: ফার্স্ট সামার (পরিচালক: হেয়ো গায়ং, কোরিয়ান অ্যাকাডেমি অব ফিল্ম আর্টস; দক্ষিণ কোরিয়া)
দ্বিতীয় পুরস্কার: টুয়েলভ মোমেন্টস বিফোর দ্য ফ্ল্যাগ-রাইজিং সিরিমনি (পরিচালক: জু জিজেং, বেইজিং ফিল্ম অ্যাকাডেমি; চীন)
তৃতীয় পুরস্কার: সেপারেটেড (পরিচালক: মিকি তানাকা, এনবু সেমিনার; জাপান), উইন্টার ইন মার্চ (পরিচালক: নাটালি মিরজাইয়ান, এস্টোনিয়ান অ্যাকাডেমি অব আর্টস; এস্টোনিয়া)

ইমারসিভ পুরস্কার
সেরা ইমারসিভ কাজ: ফ্রম ডাস্ট (মিশেল ফন দের আ, নেদারল্যান্ডস)

মুক্ত পুরস্কার
ফিপরেসি
মূল প্রতিযোগিতা: দ্য সিক্রেট এজেন্ট (ক্লেবার মেনদোঙ্কা ফিলো, ব্রাজিল)
আঁ সাঁর্তে রিগা: আর্চিন (হ্যারিস ডিকিনসন, যুক্তরাজ্য)
প্যারালাল শাখা (ক্রিটিকস’ উইক): ড্যান্ডেলিয়ন’স ওডিসি (মোমোকো সেতো, ফ্রান্স/বেলজিয়াম)

৬৪তম ক্রিটিকস’ উইক
গ্র্যান্ড প্রাইজ (সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমা): অ্যা ইউজফুল গোস্ট (রাতচাপুম বুনবুনচাচোক, থাইল্যান্ড)
ফ্রেঞ্চ টাচ জুরি প্রাইজ: ইমাগো (দেনি উমার পিতসেভ, ফ্রান্স)
রাইজিং স্টার অ্যাওয়ার্ড (লুই রোদ্যুরের ফাউন্ডেশন): তিয়োদর পেলেরাঁ (সিনেমা: নিনো, ফ্রান্স)
লাইৎজ সিনে ডিসকোভারি প্রাইজ (সেরা শর্টফিল্ম): দ্য মাইন (রান্দা মারুফি, মরক্কো)
গ্যান ফাউন্ডেশন অ্যাওয়ার্ড (ফরাসি পরিবেশনা): লেফট-হ্যান্ডেড গার্ল (শি চিং সু, তাইওয়ান)
এসএসিডি অ্যাওয়ার্ড (সেরা গল্পকার-চিত্রনাট্যকার): গিয়ের্মো গালোয় ও ভিক্তর আলোনসো-বেরবেল (সিনেমা: স্লিপলেস সিটি, স্পেন)
ক্যানাল প্লাস অ্যাওয়ার্ড (সেরা শর্টফিল্ম): এরোজেনেসিস (সান্ড্রা পপেস্কু, জার্মানি)

৫৭তম ডিরেক্টরস’ ফোর্টনাইট
অডিয়েন্স চয়েস অ্যাওয়ার্ড (৭৫০০ ইউরো): দ্য প্রেসিডেন্ট’স কেক (হাসান হাদি, ইরাক)
সেরা ইউরোপিয়ান সিনেমা (ইউরোপা সিনেমাস লেবেল অ্যাওয়ার্ড): ওয়াইল্ড ফক্সেস (ভ্যালেরি কারনয়, বেলজিয়াম)
সেরা ফরাসি ভাষার সিনেমা (এসএসিডি অ্যাওয়ার্ড): ওয়াইল্ড ফক্সেস (ভ্যালেরি কারনয়, বেলজিয়াম)
ক্যারোস দ’র: টড হেইন্স

গোল্ডেন আই (সেরা প্রামাণ্যচিত্র)
গোল্ডেন আই (৫ হাজার ইউরো): ইমাগো (দেনি উমার পিতসেভ, ফ্রান্স/বেলজিয়াম)
স্পেশাল জুরি প্রাইজ (গোল্ডেন আই পুরস্কারের ১০ম বার্ষিকী): দ্য সিক্স বিলিয়ন ডলার ম্যান (ইউজিন জারেকি, যুক্তরাষ্ট্র)

পাম ডগ (সেরা কুকুর অভিনয়শিল্পী)
২৫তম পাম ডগ অ্যাওয়ার্ড: পান্ডা (দ্য লাভ দ্যাট রিমেইনস, আইসল্যান্ড)
গ্র্যান্ড জুরি প্রাইজ: পিপা (সিনেমা: সিরেট, স্পেন)
মাট মোমেন্ট: হিপ্পো (সিনেমা: পিলিয়ন, যুক্তরাজ্য)

কুইয়ার পাম (সমকামী সিনেমা)
সেরা সিনেমা: লিটল সিস্টার (আফসিয়া আর্জি, ফ্রান্স)
সেরা শর্টফিল্ম (ক্রিটিকস’ উইক): ব্লিট! (অনন্ত বালাসুব্রহ্মণ্যম, মালয়েশিয়া/ফিলিপাইন/ফ্রান্স)

কান সাউন্ডট্র্যাক অ্যাওয়ার্ড
সেরা সাউন্ডট্র্যাক: কংদিং রে (সিরেত, ফ্রান্স)

প্রিঁ ফ্রঁসোয়া শ্যালে
ফ্রঁসোয়া শ্যালে প্রাইজ: টু প্রসিকিউটরস (সের্গেই লজনিৎজা, ইউক্রেন)

সিটিজেনশিপ অ্যাওয়ার্ড
সিটিজেনশিপ প্রাইজ: ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট (জাফর পানাহি, ইরান) 

আর্টহাউস সিনেমা অ্যাওয়ার্ডস
এএফসিএই আর্টহাউস সিনেমা অ্যাওয়ার্ড: দ্য সিক্রেট এজেন্ট (ক্লেবার মেনদোঙ্কা ফিলো, ব্রাজিল)
স্পেশাল মেনশন: সিরেত (অলিভের লাসে, ফ্রান্স/স্পেন)

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র ক ন চলচ চ ত র উৎসব চলচ চ ত র প রস ক র প র ইজ

এছাড়াও পড়ুন:

স্বর্ণ জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়ায়

বিশ্বসেরার মঞ্চে মেধার লড়াইয়ে স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে দেশের ছয় নবীন গণিতবিদ। ১৪ জুলাই অস্ট্রেলিয়ার সানশাইন কোস্ট শহরে উদ্বোধনী পর্বের মাধ্যমে শুরু হচ্ছে ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)। শেষ হবে ১৯ জুলাই।

‘গণিত অলিম্পিয়াড’ আমাদের দেশে স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের কাছে গণিতের ভয় কাটিয়ে একটি আনন্দঘন উৎসবে পরিণত হয়েছে। ২৩ বছর ধরে ডাচ্‌–বাংলা ব্যাংক-প্রথম আলো এই গণিত উৎসব আয়োজন করে আসছে। এবারের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে গতকাল বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ লিখিত বক্তব্যে বিগত বছরগুলোতে গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য ও এবারের বাংলাদেশ দলের সদস্যদের পরিচিতি তুলে ধরেন।

মোহাম্মদ কায়কোবাদ বলেন, প্রথম আলোর বিজ্ঞান প্রজন্ম পাতায় ২০০১ সালে শুরু হওয়া ‘নিউরনে অনুরণন’ পরে গণিত অলিম্পিয়াডে পরিণত হয়। আইএমওর সদস্যপদ পাওয়া যায় ২০০৪ সালে। পরের বছর ২০০৫ সাল থেকে বাংলাদেশ অংশ নিচ্ছে এই অলিম্পিয়াডে। আমাদের দেশের মেধাবী শিক্ষার্থীরা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে এখন পর্যন্ত ১টি স্বর্ণ, ৭টি রৌপ্যপদক, ৩৭টি ব্রোঞ্জপদক ও ৪৪টি সম্মানজনক স্বীকৃতি লাভ করেছে। তিনি এবারের দলের সাফল্য কামনা করেন।

ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এহতেশামুল হক খান বলেন, তারা ইতিমধ্যে দেশসেরা হয়ে একটা বিজয় অর্জন করেছে। চূড়ান্ত পরীক্ষায় তাদের কোনো মানসিক চাপ না নিয়ে ধীরস্থিরভাবে পরীক্ষা দেওয়ার পরামর্শ দেন। প্রথম আলোর সঙ্গে এই আয়োজনে থাকতে পেরে তাঁরা আনন্দিত বলে মন্তব্য করেন।

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক শিক্ষার্থীদের বলেন, ‘তোমাদের সাফল্যে দেশ গৌরবান্বিত হয়। যেখানেই থাকো, দেশের কথা স্মরণে রাখবে সব সময়।’

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান জানান, ‘শতাধিক দেশ অংশগ্রহণ করে, এমন কোনো প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশ কেবল গণিত অলিম্পিয়াড থেকেই স্বর্ণপদক জয় করেছে। এটা আমাদের দেশের তরুণ গণিতবিদদের যেমন অসামান্য অর্জন, তেমনি দেশের জন্যও অনন্য গৌরব।’

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন গণিত অলিম্পিয়াডের সহসভাপতি অধ্যাপক আবদুল হাকিম খান, সদস্য অধ্যাপক উজ্জ্বল কুমার দেব ও আজমত ইকবাল।

এই দলে রয়েছে ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী মনামী জামান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী জাওয়াদ হামীম চৌধুরী, রাজউক উত্তরা মডেল কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী এম জামিউল হোসেন, চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জিতেন্দ্র বড়ুয়া, চট্টগ্রাম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রায়হান সিদ্দিকী এবং ময়মনসিংহ জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী তাহসিন খান।

বাংলাদেশ দল এবার ২১তম বারের মতো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। দলনেতা বাংলাদেশ গণিত দলের কোচ মাহবুবুল আলম মজুমদার গতকাল অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন। উপদলনেতা মুনির হাসান এবং পর্যবেক্ষক বায়েজিদ ভূঁইয়া ছয় প্রতিযোগীকে সঙ্গে নিয়ে ১২ জুলাই মধ্যরাতে রওনা দেবেন।

এ বছর আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশসহ ১০০টির বেশি দেশের প্রায় ৬০০ প্রতিযোগী অংশ নিচ্ছে। অলিম্পিয়াডে প্রাক্-বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়ুয়াদের পরপর দুই দিনে ছয়টি অঙ্ক করতে দেওয়া হয়। এই ছয় অঙ্ক হয় একেবারে মৌলিক ও নতুন। বিজয়ীদের মেধা অনুসারে সোনা, রুপা ও ব্রোঞ্জের মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়।

আয়োজকেরা জানান, এবার গণিত অলিম্পিয়াডের জন্য সারা দেশের ১৮ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫ হাজার ৫৯৬ শিক্ষার্থী অনলাইনে নিবন্ধন করে। তাদের নিয়ে প্রথমে অনলাইনে বাছাই অলিম্পিয়াড হয়। বাছাই থেকে বিজয়ীদের নিয়ে ১৫টি শহরে আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হয়। আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের বিজয়ী ১ হাজার ২০০ শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত হয় জাতীয় গণিত উৎসব। এতে বিজয়ী হয় ৮৫ জন। সেখান থেকে সেরা ৪১ জন নিয়ে প্রথমে জাতীয় গণিত ক্যাম্প আয়োজন করা হয়। পরে এশিয়ান-প্যাসিফিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড ও আইএমও নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ গণিত দলের ছয় সদস্যের দল নির্বাচন করে গণিত অলিম্পিয়াড কমিটি।

সম্পর্কিত নিবন্ধ

  • সাত দিন ‘অন্যদিন…’
  • চর্যাগানের সুরে আদি সংস্কৃতির দ্যোতনা
  • স্বর্ণ জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়ায়
  • বিএআরএফের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলছে তারুণ্যের উৎসব
  • চর্যাপদ পুনর্জাগরণ উৎসব শুরু
  • লাঙ্গলবন্দে মন্দিরের কমিটি দখলে সন্ত্রাসী হামলা, মামলায় আসামী ১৭
  • ১১ বছর পেরিয়ে গেলেও দগদগে ব্রাজিলের সেই ক্ষত
  • একুশ বছরে বাতিঘর, উৎসবে সাজবে কাল