জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলার অন্য অভিযুক্তরা হলেন, দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, হাবিবুর রহমান ও আবুল হাসান মনজুর।

তাদের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ‌‘মিথ্যা’ অভিযোগ সৃষ্টি করে মামলা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত মামলাটি গ্রহণ করা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) এই মামলা তদন্তের নির্দেশ দেন আদালত। 

বাদীপক্ষের আইনজীবী হোসেন আলী খান (হাসান) এ তথ্য জানান।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র রহম ন

এছাড়াও পড়ুন:

শীতলক্ষ্যায় কচুরিপানা থেকে মানব কঙ্কাল উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানার ভেতর থেকে এক মানব কঙ্কাল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার এলাকার খেলার মাঠ সংলগ্ন নদীপাড়ে স্থানীয়রা এটি দেখতে পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে কচুরিপানার ভেতর হাড়গোড় সদৃশ কিছু দেখতে পেয়ে তারা বিষয়টি থানায় জানান। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিশ্চিত হয়, এটি একটি পুরুষ মানব কঙ্কাল। পরে টঙ্গী নৌ পুলিশকে বিষয়টি জানানো হয়।

আরো পড়ুন:

রাস্তার পাশে পড়ে ছিল অজ্ঞাত যুবকের লাশ

তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‌‘‘উদ্ধার করা কঙ্কালের ওপরের অংশে কোনো মাংস নেই, শুধু হাড় রয়েছে। তাই বয়স নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে নিচের অংশে একটি ছাপা লুঙ্গি থাকায় এটি পুরুষের কঙ্কাল বলে নিশ্চিত হওয়া গেছে।’’

তিনি আরো বলেন, ‘‘ধারণা করা হচ্ছে, কঙ্কালটি ১৫-২০ দিন আগের। দূর কোথাও থেকে কচুরিপানার সঙ্গে ভেসে এসেছে। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দেশের সব থানায় বার্তা পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।’’

টঙ্গী নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/রফিক/রাজীব

সম্পর্কিত নিবন্ধ