ঝিনাইদহে দুর্বৃত্তদের দৌরাত্ম্য, মধ্যরাতে নাট্যশিল্পীর বাড়িতে দিল আগুন
Published: 25th, May 2025 GMT
আগেও বাড়িতে ঢিল ছুড়ে মারা হয়েছে। ঘরের জানালা-দরজায় লাগিয়ে দেওয়া হয়েছে মলমূত্র। সর্বশেষ মধ্যরাতে বাড়িটিতে আগুন দিল দুর্বৃত্তরা। এ ঘটনা ঝিনাইদহের কালীগঞ্জে রঘুনাথপুর গ্রামের।
ওই গ্রামে নির্মল হালদারের বাড়িতে গত বৃহস্পতিবার মধ্যরাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাড়ির প্রাচীরের মধ্যে থাকা খড়ের পালা, জ্বালানির স্তূপ ও গোয়ালঘর পুড়ে গেছে। পরিবারের সদস্যরা জানান, অগ্নিকাণ্ডে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। আতঙ্ক সৃষ্টি করতেই তাঁদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
ওই ঘটনায় নির্মল হালদারের বড় ছেলে নাট্যশিল্পী প্রশান্ত হালদার গতকাল শনিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রশান্ত ও তাঁর বোন সাংবাদিক শ্রাবণী রানী ঢাকা থেকে বাড়িতে এসেছেন। এ ছাড়া গতকাল থানা-পুলিশ ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রশান্ত হালদার লিখিত অভিযোগে জানান, ‘ইতিপূর্বে অজ্ঞাতনামা কে বা কারা রাতের বেলায় আমাদের রান্নাঘরে জানালায় তিন–চারবার মানুষের মল মাখিয়ে রেখে যায়। এ ছাড়া একাধিকবার আমাদের টিনের ঘরের চালে ও দোতলা ঘর লক্ষ্য করে ইট ও ঢিল ছোড়ে। বিষয়টি নিয়ে আমরা স্থানীয়ভাবে আলোচনা করি। এমতাবস্থায় আমাদের সন্দেহ হয় যে অজ্ঞাতনামা ব্যক্তি কে বা কারা ২২ মে রাতে আনুমানিক ১১টা ৩০ মিনিট হতে রাত ১টায় মধ্যে অসৎ উদ্দেশ্যে আগুন লাগানোর ঘটনা ঘটেছে।’
প্রশান্ত হালদার ঢাকার নাট্যদল অনুস্বর এর প্রতিষ্ঠাতাদের একজন। প্রায় চার দশক ধরে তিনি নাট্যচর্চায় যুক্ত আছেন। নাট্যকার ও অভিনেতা হিসেবেও তাঁর পরিচিতি আছে। তিনি জানান, গত বৃহস্পতিবার মধ্যরাতে তাঁদের বাড়িতে আগুন লাগে। মূল বাসভবন দোতলার পেছনে প্রাচীরসংলগ্ন একটি খোলা টিনের চালায় বিচালি থেকে আগুনের সূত্রপাত হয়। এর সঙ্গে লাগোয়া খড়ের গাদা, টিনশেডের স্টোররুম ও গোয়ালঘরেও আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনের সহযোগিতায় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
আজ রোববার গিয়ে দেখা যায়, সরেজমিনে আজ দেখা যায়, বাড়িতে সুনসান নীরবতা। সাংবাদিক পরিচয় পেয়ে প্রশান্ত হালদার ও শ্রাবণী রানী ঘর থেকে বেরিয়ে আসেন। তাঁরা দুজন সঙ্গে নিয়ে বাড়িটি ঘুরে দেখান। মূল বাড়ির দ্বিতল ভবনটির পেছনে ছিল খড়ের গাদা। সেখানে আগুনে পোড়া খড় আর ছাই পড়ে আছে। এখান থেকেই আগুনের সূত্রপাত বলে তাঁরা জানান। এর পশ্চিম দিকে একটি টিনের ঘরে রাখা ছিল জ্বালানি কাঠ। সেগুলোও পুড়ে ছাই হয়ে গেছে। পশ্চিম পাশে উত্তর-দক্ষিণ বরাবর গোয়ালঘর আগুনে পুড়ে গেছে। মূল ভবনের গায়ে থাকা পানির পাইপ আগুনে নষ্ট হয়েছে।
থানা-পুলিশের সদস্য ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বাংলাদেশে ৭ মাসে চীনের ৪০ কোটি ডলার বিনিয়োগ: রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর নতুন যাত্রায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্কও অনন্য উচ্চতায় পৌঁছাবে। অন্তর্বর্তী সরকার গঠনের পর চীনের সঙ্গে কূটনৈতিক ও ব্যবসায়ী সম্পর্ক জোরদার হয়েছে। চীনা বিনিয়োগের গতিও বাড়ছে দিন দিন। এরই ধারাবাহিকতায় সাত মাসে ৪০ কোটি ডলারের চীনা বিনিয়োগ পেয়েছে বাংলাদেশ।
গতকাল বুধবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘চীন-বাংলাদেশ শিল্প ও সরবরাহ চেইন সহযোগিতা’ শীর্ষক সেমিনারে চীনের রাষ্ট্রদূত এ মন্তব্য করেন। বাসসের খবরে বলা হয়, বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের সংগঠন চায়না এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ-সিইইএবি এ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে বাজার প্রবণতা, বিনিয়োগের সুযোগ ও চ্যালেঞ্জ চিহ্নিত করে শিল্প প্রতিবেদন প্রকাশ করা হয়।
সিইইএবি প্রেসিডেন্ট হান কুন এ গবেষণা প্রতিবেদন পেশ করেন। যেখানে বাংলাদেশের বিদ্যুৎ-জ্বালানি, সড়ক, বন্দর, টেক্সটাইল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ নানা বিষয়ে সহযোগিতার প্রসঙ্গ উঠে আসে।
অনুষ্ঠানে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে বিনিয়োগে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে চীনের কোম্পানিগুলো বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী। এসব প্রতিষ্ঠান বাংলাদেশে আরও শক্তিশালী ভূমিকা রাখবে। আর্থসামাজিক খাতেও অবদান রাখবে চীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, বিনিয়োগ বাড়াতে চীনে বিডার একটি অফিস খোলা হবে। বাংলাদেশে চায়না টাউন নেই, ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে শীর্ষ দেশও চীন। চীনের সঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ খাতে দুই দেশের সহযোগিতার আরও সুযোগ আছে।
সেমিনারে আরও বক্তব্য দেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাহেলা আক্তার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব ড. মোকছেদ আলী ও ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী আবদুস সালাম বেপারী। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সংস্থা ও বিভাগের প্রতিনিধিরা এবং চীন ও বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।