নারায়ণগঞ্জের বন্দরে ঈদের দিন বিএনপি নেতা জাকির খানের নাম বিক্রি করে ২ শতাধিক পরিবারের ঘর থেকে কোরবানীর চামড়া লুট করার অভিযোগ পাওয়া গেছে।

বন্দরের আমিন আবাসিক, লেজারার্স আবাসিক ও রূপালী আবাসিক এলাকায় রাজু নামের সন্ত্রাসী দলবল নিয়ে জাকির খানের ভয় দেখিয়ে টাকা না দিয়ে ২ শতাধিক পরিবারর কাছ থেকে কোরবানীর চামড়া লুট করে নিয়ে যায়। 

তবে এ ব্যপারে জাকির থান বলেন, আমার নাম করে কেউ চাঁদা চাইলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন।

স্থানীয়রা জানান, সন্ত্রাসী রাজু দীর্ঘ দিন ধরে এলাকায় জাকির খানের নাম ব্যবহার করে বন্দর খেয়াঘাট এলাকায় অফিস বানিয়ে চাঁদাবাজি করে বেড়াচ্ছে। অবশেষে কোরবানীর চামড়া লুট করে নিয়ে গেছে। 

আলীম নামে একজন বলেন, আমি রাজুকে বলেছি চামড়া নিয়ে যাচ্ছেন এটা গরীবের হক। তখন রাজু বলেন, এটা জাকির খানের নির্দেশ। কোন টাকা দেয়া যাবে না। আমরা দীর্ঘ দিন আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত।

এখন এ চামড়া বিক্রির কলে ছেলে ফেলেদের দিতে হবে টাকা চাইবেন না। এভাবে তারা বাড়ি বাড়ি গিয়ে কোরবানীর চামড়াগুলি টাকা না দিয়ে লুট করে নিয়ে যায়। 

এ বিষয়ে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ক রব ন ল ট কর

এছাড়াও পড়ুন:

ইসরায়েলে নতুন করে হামলা ইরানের, ৩ জন নিহতের দাবি

মঙ্গলবার সকালে পরপর তিন দফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণে তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম ঘটনাস্থলের বর্ণনা দিয়ে জানায়, যে এলাকায় হামলা হয়েছে সেখানে গিয়ে আমরা দেখতে পেয়েছি কালো ধোঁয়া উড়ছে। সামনের দিকে এগোতেই দেখতে পাই একাধিক ভবনে ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। একটি ভবনের বাইরে একজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেছি। ভবনের ভেতর ঢোকার পর আমরা একজন নারী ও এক পুরুষকে অচেতন অবস্থায় পাই।

ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, হামলায় আহতদের জন্য জরুরি চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া হামলার পর যারা ভবন থেকে বেরিয়ে এসেছে তাদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ