অক্সফামে ঢাকায় চাকরি, বছরে বেতন ২১ লাখ ৪ হাজার
Published: 14th, January 2025 GMT
আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় কান্ট্রি হেলথ, সেফটি অ্যান্ড সিকিউরিটি ম্যানেজার পদে বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: কান্ট্রি হেলথ, সেফটি অ্যান্ড সিকিউরিটি ম্যানেজারপদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিকিউরিটি, রিস্ক/ক্রাইসিস ম্যানেজমেন্ট, মিলিটারি/পুলিশ সায়েন্স, আইন বা সিকিউরিটি ম্যানেজমেন্ট অথবা অ্যানালিসিস–সংক্রান্ত কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অত্যধিক অভিজ্ঞতা ও প্রশিক্ষণ প্রদানের অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কোনো সংস্থায় সিকিউরিটি রিস্ক ম্যানেজমেন্টে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। হিউম্যানিটারিয়ান অপারেশনে সিকিউরিটি অ্যাসেসমেন্ট, প্ল্যানিং ও ইমপ্লিমেন্টেশনে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সাংগঠনিক দক্ষতাসহ যোগাযোগে দক্ষ হতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.
বেতন ও সুযোগ-সুবিধা: বছরে (১৩ মাস) বেতন ২১ লাখ ৪ হাজার ৭৪২ টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সঙ্গী–সন্তানসহ কর্মীর চিকিৎসাসুবিধা, ছুটি ও বিমার সুযোগ আছে।
আরও পড়ুনবিদেশি সংস্থায় চাকরি, কর্মস্থল নেপাল, বছরে বেতন ৮১ লাখ ১৩ হাজার১১ জানুয়ারি ২০২৫আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের অক্সফামের ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply For This Role বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১ ফেব্রুয়ারি ২০২৫।
আরও পড়ুনসমন্বিত ৮ ব্যাংকে বিশাল নিয়োগ, অফিসার নেবে ৯৯৭ জন০৯ জানুয়ারি ২০২৫উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
উইন্ডোজ ফায়ারওয়াল ত্রুটির বার্তা নিয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ মাইক্রোসফটের
জুন ২০২৫-এর প্রিভিউ আপডেট ইনস্টল করার পর উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের একটি অংশ তাঁদের সিস্টেম রিবুট করার পর ফায়ারওয়াল–সংক্রান্ত একটি ত্রুটির বার্তা দেখতে পাচ্ছেন। তবে মাইক্রোসফট বলছে, এ ধরনের বার্তা সম্পূর্ণরূপে উপেক্ষাযোগ্য এবং এতে ব্যবহারকারীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
ত্রুটিটি ‘ইভেন্ট ২০৪২’ হিসেবে উইন্ডোজের ইভেন্ট ভিউয়ারে সংরক্ষিত হচ্ছে। এতে ‘কনফিগ রিড ফেইলড’ ও ‘মোর ডেটা ইজ অ্যাভেইলেবল’—এ ধরনের বার্তা দেখা যাচ্ছে। মাইক্রোসফট জানিয়েছে, এটি একটি সাধারণ সমস্যা। একটি নতুন ফিচারের জন্য এমন হচ্ছে। অবশ্য ফিচারটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং অপারেটিং সিস্টেমের সঙ্গে পুরোপুরি সংযুক্ত হয়নি। উইন্ডোজ রিলিজ হেলথ ড্যাশবোর্ডে প্রকাশিত এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, জুন ২০২৫-এর উইন্ডোজ নন-সিকিউরিটি প্রিভিউ আপডেট (কেবি৫০৬০৮২৯) ইনস্টল করার পর নিরাপত্তা লগে উইন্ডোজ ফায়ারওয়াল উইথ অ্যাডভান্সড সিকিউরিটি-সংক্রান্ত একটি ত্রুটি ইভেন্ট দেখা দিতে পারে। এটি নিছক একটি অপ্রয়োজনীয় বার্তা, যা উপেক্ষা করাই যথার্থ। মাইক্রোসফট আরও বলেছে, উল্লেখিত ইভেন্টটি একটি অসমাপ্ত ফিচারের সঙ্গে সম্পৃক্ত। এটি এখনো কার্যকরভাবে যুক্ত হয়নি, তাই ব্যবহারকারীদের কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। উইন্ডোজ ফায়ারওয়ালের কার্যকারিতায় এর কোনো প্রভাব পড়বে না।
এই ত্রুটি বার্তা শুধু উইন্ডোজ ১১-এর ২৪এইচ২ সংস্করণে দেখা দিতে পারে। তবে এটি সিস্টেমের নিরাপত্তা কিংবা অন্যান্য কার্যপ্রবাহে কোনো ব্যাঘাত ঘটাচ্ছে না বলেও প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে। মাইক্রোসফট জানিয়েছে, তারা এ সমস্যা সমাধানে কাজ করছে এবং পরবর্তী আপডেটে এ নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
সাম্প্রতিক সময়ে মাইক্রোসফটের একাধিক আপডেটের পর এ রকম কিছু ত্রুটির বার্তা দেখা গেছে, যেগুলো প্রকৃতপক্ষে ব্যবহারকারীর ডিভাইসে কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি। চলতি বছরের এপ্রিল মাসে প্রতিষ্ঠানটি কিছু উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ ডিভাইসে বিটলকার এনক্রিপশন–সংক্রান্ত বিভ্রান্তিকর সতর্কবার্তা প্রদর্শনের একটি ত্রুটির সমাধান করে। ওই মাসেই মাইক্রোসফট আরেকটি ত্রুটির সমাধান করে। সেই ত্রুটির ফলে উইন্ডোজ রিকভারি এনভায়রনমেন্ট (উইনআরই) আপডেট ইনস্টল করার পর কিছু ডিভাইসে ০x৮০০৭০৬৪৩ ত্রুটি বার্তা প্রদর্শিত হয়। মাইক্রোসফট বলছে, এ ধরনের ত্রুটির বার্তা যদিও ব্যবহারকারীদের বিভ্রান্ত করতে পারে, তবে প্রকৃতপক্ষে এগুলোর বেশির ভাগই অপ্রাসঙ্গিক এবং নিরাপত্তা বা সিস্টেম পরিচালনায় কোনো ঝুঁকি তৈরি করে না।
সূত্র: ব্লিপিং কম্পিউটার