শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে সমাজ ও দেশ থেকে মাদক নির্মূলে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি শিক্ষকদের প্রতি আজীবন সম্মান প্রদর্শন করা এবং ভালো ফলাফল অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। সফলতা একদিন আসবেই।

ফরিদপুরের মধুখালী উপজেলার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।

মঙ্গলবার বিকেলে মধুখালী উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল-এর সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক আরও বলেন, অভিভাবক ও সকলের সঙ্গে ভালো ব্যবহার করে ভালোবাসা অর্জন করতে হবে। সুনাগরিক ও দেশপ্রেমিক হয়ে গড়ে উঠতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল ,মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.

এরফানুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তন্ময় ইসলাম,মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান। এছাড়া উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপজেলার ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

নড়াইলে ঘুষ নেওয়ার অভিযোগে এএসআই ক্লোজড

নাশকতার মামলার এক আসামিকে ৩০ হাজার টাকা ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে নড়াইলের লোহাগড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস হোসেনকে ক্লোজড করা হয়েছে। 

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম।

থানা সূত্র জানা গেছে, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কাজী ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন নিলু খানসহ আওয়ামী লীগের ২৯০ নেতাকর্মীর নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ২০০ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি নাশকতার মামলা করেন।

আরো পড়ুন:

চৌদ্দগ্রামের ৩ মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

লালপুরে বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, মামলা

মামলার বাদী ও সমন্বয়ক কাজী ইয়াজুর রহমান বাবু অভিযোগ করেছেন, তার দায়ের করা নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি এড়েন্দা গ্রামের জিল্লুর রহমানকে গত ৫ জুলাই রাতে লোহাগড়া থানার এএসআই ইলিয়াস হোসেন আটক করে ৩০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেন। পরদিন ৬ জুলাই বাবু তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এএসআই ইলিয়াস হোসেনকে থানা থেকে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

ঢাকা/শরিফুল/রফিক

সম্পর্কিত নিবন্ধ