সাশ্রয়ী দামের স্মার্টফোনে গ্রাহকের আগ্রহ থাকে সবচেয়ে বেশি। মধ্যম বাজেটের এমন গ্রাহক চাহিদা বিবেচনা করে মডেল ডিজাইন করেছে প্রযুক্তি ব্র্যান্ড অনার। বাংলাদেশের গ্রাহক চাহিদা পূরণে ব্র্যান্ডটি বাজেটবান্ধব ও টেকসই শর্তকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে বলে নির্মাতারা জানান।
ডিসপ্লের ভেতর-বাহির
মডেলের ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৬.
কারিগরি বৈশিষ্ট্য
মডেলে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ চিপসেট, ৮ জিবি র্যাম (যা আরও ৮ জিবি বাড়িয়ে নেওয়া সম্ভব) ও ইউএফএস স্টোরেজ ব্যবহার করা হয়েছে। ডিভাইসে মাল্টিটাস্কিং ও গেমিং সুবিধা রয়েছে। হাই-গ্রাফিকস গেমে ব্যবহারকারী সামান্য ধীরগতির অভিজ্ঞতা পেতে পারেন।
স্মৃতিময় মুহূর্ত
মডেলে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরার ডুয়াল সেটআপ রয়েছে। বিশেষ মুহূর্তকে ক্যামেরায় ধারণে রয়েছে সেলফি ক্যামেরা, যা রঙের প্রাকৃতিক টোন বজায় রেখে স্বচ্ছ ছবি নিশ্চিত করবে। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে ডিভাইসটি ৩০ এফপিএস (ফ্রেম পার সেকেন্ড) ছাড়াও ১০৮০ পিক্সেল রেজ্যুলেশন দেবে। পূর্ণ চার্জে টানা ৪৮ ঘণ্টা আগের সব মডেলকে ছাড়িয়ে ব্যাটারি সুবিধা ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার। সে অর্থে দৈনন্দিন ব্যবহারে ব্যাটারি টানা দু’দিন চার্জ সুবিধা দেবে। মাত্র ২ শতাংশ চার্জে টানা ৫৫ মিনিট কথা বলা যাবে।
জানা গেছে, মডেলে রয়েছে ৩৫ ওয়াটের চার্জিং সুবিধা। পূর্ণ চার্জ হতে সময় লাগে
৯০ মিনিট। পানি থেকে সুরক্ষায় রয়েছে আইপি৬৪ ফিচার। ড্রপ অ্যান্ড ক্রাশ রেজিস্ট্যান্সে পাঁচতারকা রেটিংসহ
এসজিএস সার্টিফিকেশন পাওয়া।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নয় দিনের পাকিস্তান সফরে স্বরাষ্ট্র সচিব
দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করতে নয় দিনের সরকারি সফরে পাকিস্তান গেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সফর শেষে সিনিয়র সচিব আগামী ২৬ সেপ্টেম্বর দেশে প্রত্যাবর্তন করার কথা রয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি পাকিস্তানের ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
আরো পড়ুন:
উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি নিরসনে কঠোর হওয়ার নির্দেশ উপদেষ্টার
শিগগিরই প্রশাসকরা দায়িত্ব নেবে ৫ ব্যাংকের
বিমানবন্দরে পৌঁছলে তাকে পাকিস্তানের ফেডারেল সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সচিব দাউদ মুহাম্মদ বারেচ এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান বিমানবন্দরে স্বাগত জানান।
সফরে বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের মধ্যে মাদক ও সন্ত্রাস দমন, পুলিশ প্রশিক্ষণে দুই দেশের পুলিশ একাডেমির পারস্পরিক সহযোগিতা, রোহিঙ্গা বিষয়ে উভয় দেশের সহাবস্থান নিয়ে আলোচনা করা হবে। তাছাড়া এই সফরে দুই দেশের মধ্যকার "Combating Illicit Trafficking and Abuse of Narcotic Drugs, Psychotropic Substances and their Precursors’ শীর্ষক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
সফরে স্বরাষ্ট্র সচিব পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ ও বাংলাদেশ মিশন, করাচিতে ই-পাসপোর্ট সার্ভিস উদ্বোধন করবেন। তাছাড়া তিনি পাকিস্তানে বাস্তবায়িত সেইফ সিটি প্রকল্প, পাকিস্তান পুলিশ একাডেমি এবং Directorate General of Immigration and Passports (ডিজিআইপি) পরিদর্শন করবেন।
দুই দেশের মধ্যে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা যাচ্ছে।
ঢাকা/নঈমুদ্দীন/এসবি