‘ইস্টার সানডে’ আজ, মৃত্যুকে জয় করে এই দিনে পুনরুত্থিত হয়েছিলেন যিশু
Published: 20th, April 2025 GMT
খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ বা যিশু খ্রিষ্টের পুনরুত্থান দিবস আজ রোববার। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
খ্রিষ্টান ধর্ম মতে, এই দিনে ঈশ্বরপুত্র যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন। পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপৎগামী ইহুদি শাসকগোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসনব্যবস্থা অক্ষুণ্ন রাখার স্বার্থে যিশুকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস রোববার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন। তাই যিশুর পুনরুত্থানের এই রোববারকে ইস্টার সানডে বলা হয়।
ইস্টার সানডে উপলক্ষে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া যৌথ বিবৃতিতে বিশ্বের সব খ্রিষ্টান ভাইবোন ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইস্টার সানডের চেতনা বিশ্ব ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালনে সক্ষম হবে বলে তারা আশা প্রকাশ করেন।
দিনটি উপলক্ষে আজ সকালে মিরপুর ১০ নম্বরে ঢাকা আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চে প্রাতঃকালীন প্রার্থনা করবেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। এরপর প্রার্থনাসংগীত, বাইবেল পাঠ, আশীর্বচন অনুষ্ঠিত হবে। দেশ ও জাতির মঙ্গল কামনায় হবে বিশেষ প্রার্থনা। এ ছাড়া রাজধানীর কাকরাইল ও তেজগাঁওয়ের ক্যাথলিক চার্চ মিশনসহ সব গির্জায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের ৭৩ জন শিল্পীর অংশগ্রহণে দলীয় শিল্পকর্ম প্রদর্শনী
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় শুরু হতে যাচ্ছে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে প্রাচ্য-চিত্রকলা অনুশীলন সংঘ ও লার্নিং ডিজাইন স্টুডিয়োর 'পবিত্র শান্তির জাগরণ : বাংলার বুদ্ধ' শিরোনামের প্রদর্শনী। মিখাইল ইদ্রিসের কিউরেশনে এই প্রদর্শনীতে বাংলাদেশের ৭৩ জন শিল্পীর শতাধিক শিল্পকর্ম স্থান পেয়েছে। যেখানে বুদ্ধের জীবন, দর্শন এবং আধ্যাত্মিক উত্তরাধিকারের চিরন্তন ভাবনাগুলি প্রাচ্য-শৈলীতে প্রকাশ পেয়েছে।
প্রদর্শনীতে চিত্রকর্ম, ভাস্কর্য ও সিরামিকসহ বিভিন্ন মাধ্যমের কাজ অন্তর্ভুক্ত হয়েছে, যেখানে ঐতিহ্যবাহী কৌশল ও সমসাময়িক শৈল্পিক ভাষার সংমিশ্রণ ঘটেছে। শিল্পীরা ব্যবহার করেছেন তেলরং, জলরং, গোয়াশ, ওয়াশ, এগ টেম্পারা, রিভার্স পেইন্টিং, বাটিক, চারকোল, কলম, অ্যালকোহল বেসড কালির কাজ এবং এমনকি অগ্নিদগ্ধ বঙ্গবাজারের ছাই—যা রূপান্তর ও পুনর্জন্মের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। দর্শনার্থীরা আরও দেখতে পাবেন রিকশাচিত্র, সিনেমার ব্যানার চিত্র, ক্যালিগ্রাফি, সুঁই সুতার কাজ প্রভৃতি।
প্রদর্শনী উপলক্ষ্যে সেমিনার, শিল্পালোচনা, পুথিপাঠ, চর্যাগান, নৃত্য-সংগীতের আয়োজন রয়েছে। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা-তে আয়োজিত অন্যান্য অনুষ্ঠানমালার সময়সূচি :
১০ই মে ২০২৫, বিকেল ৫টা
সেমিনার : বুদ্ধের দর্শন ও চর্যাগান
উপস্থাপনায় : ড. সাইমন জাকারিয়া, নূরুননবী শান্ত ও সাধিকা সৃজনী তানিয়া
১৩ই মে ২০২৫, সন্ধ্যা ৬টা
গৌতম বুদ্ধের জীবনালেখ্য : মনোরঞ্জন বালার ‘গৌতম বুদ্ধ গীতিকাব্য’ অবলম্বনে পাঠ, আবৃত্তি ও সংগীত
অংশগ্রহণে : শাহ আলম দেওয়ান, মনোজ রায়, মজুমদার বিপ্লব ও অনিন্দ্য অমাত
১৫ই মে ২০২৫, বিকেল ৫টা
শিল্প আলোচনা : হীরকসূত্র, বুদ্ধের প্রতিচ্ছবি ও প্রাচ্যধারার ছাপচিত্র
মূল প্রবন্ধ উপস্থাপনায় : অধ্যাপক ড. রশীদ আমিন
১৫ই মে ২০২৫, সন্ধ্যা ৭টা
সাংস্কৃতিক সন্ধ্যা : সংগীত, নৃত্য ও বাদ্যযন্ত্র পরিবেশনা
অংশগ্রহণে : অরিত্রি নন্দী, প্রাপ্তি ঘোষ, বাপ্পী পাল, বদিউজ্জামান খান (ওমি), অরুন্ধতী কর, সুবর্ণ চক্রবর্তী তন্ময় ও জাহাঙ্গীর আলম
১৬ই মে ২০২৫, বিকেল ৫টা
ভাবসাধকদের চর্যাপদের গানের পুনর্জাগরণের আসর
উপস্থাপনায় : ভাবনগর ফাউন্ডেশনের সাধকশিল্পীবৃন্দ
২০০৯ সালে প্রতিষ্ঠিত ওরিয়েন্টাল পেইন্টিং স্টাডি গ্রুপ নবীন শিল্পীদের বিকাশে নিয়মিত প্রদর্শনী, কর্মশালা, প্রকাশনা, বৃত্তি এবং সামাজিক উদ্যোগ পরিচালনা করে আসছে। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় গৌতম বুদ্ধের জীবন ও দর্শনের এই শিল্পকর্ম প্রদর্শনী বিশ্বে শান্তি সৌহার্দ ও সম্প্রীতির আশা জাগাবে বলে আয়োজকদের দৃঢ় বিশ্বাস।
প্রদর্শনী পরিদর্শনের সময় :
সোমবার থেকে শনিবার, বিকেল ৩টা–রাত ৯টা
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।