মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে আবেদনের সময় বৃদ্ধি
Published: 5th, May 2025 GMT
ষষ্ঠ, নবম (বিশেষ ক্ষেত্রে) ও একাদশ, আলিম (সমমান) প্রথম বর্ষের উপবৃত্তিযোগ্য শিক্ষার্থীর তথ্য এইচএসপি সফটওয়্যারে আবেদন পাঠানোর সময় বাড়ানো হয়েছে। সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য ১৫ মে পর্যন্ত আবেদন পাঠানো যাবে। একই সঙ্গে এ আবেদন উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চূড়ান্ত অনুমোদনের জন্য ২০ মের মধ্যে এইচএসপিতে পাঠাবেন বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল রোববার প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে এ–সংক্রান্ত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ ও আলিম প্রথম বর্ষ এবং শিক্ষাবর্ষের ষষ্ঠ, নবম (বিশেষ ক্ষেত্রে) ও সমমান শ্রেণিতে শিক্ষার্থীদের তথ্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসপি সফটওয়্যারে এন্ট্রি ও উপজেলায় পাঠানোর সময়সীমা ছিল ৩০ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত। কিন্তু বিশেষ বিবেচনায় এ সময় আগামী ১৫ মে পর্যন্ত বৃদ্ধি করা হলো। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসপি সফটওয়্যারে তথ্য এন্ট্রি এবং পাঠানোর অপশন ১৫ মে রাত ১২টায় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
আরও পড়ুনজাপানের মেক্সট বৃত্তি, মাসে ১ লাখ ১৭ হাজার ইয়েন, একাদশ উত্তীর্ণ শিক্ষার্থীদেরও সুযোগ৩ ঘণ্টা আগেএ ছাড়া সব উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠানো তথ্য যাচাই-বাছাই করে চূড়ান্ত অনুমোদনের জন্য এইচএসপিতে পাঠানোর সময় ২০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
আরও পড়ুনপ্রাথমিকে বৃত্তিও চালু করতে যাচ্ছি: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা০৩ মে ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন র সময় উপব ত ত বর ষ র
এছাড়াও পড়ুন:
বুয়েটে স্নাতক শ্রেণির বিভিন্ন লেভেল বা টার্মের সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ সেশনের স্নাতক শ্রেণির বিভিন্ন সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার নিচের সময় অনুসারে ঘোষণা করা হয়েছে। উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এন এম গোলাম জাকারিয়া এ প্রজ্ঞাপন জারি করেছেন।
প্রকৌশল অনুষদগুলোর সব বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
প্রকৌশল অনুষদগুলো:
২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
লেভেল-৩/টার্ম-২,
লেভেল-৪/টার্ম-২।
স্থাপত্য বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ:
২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
লেভেল-৩/টার্ম-২,
লেভেল-৪/টার্ম-২,
লেভেল-৫/টার্ম-২।
কোর্স রেজিস্ট্রেশন: ২৯ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৫,
বিলম্ব ফিসহ কোর্স রেজিস্ট্রেশন: ১৩ থেকে ১৮ ডিসেম্বর ২০২৫,
কোর্স অ্যাডজাস্টমেন্ট (Add or Drop): ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬।
১. ক্লাস : ২৯-১১-২০২৫ থেকে ১৯-১২-২০২৫: ৩ সপ্তাহ,
২. শিক্ষকের শীতকালীন অবকাশ: ২০-১২-২০২৫ থেকে ২-০১-২০২৬: ২ সপ্তাহ
৩. ক্লাস: ৩-০১-২০২৬ থেকে ১৩-০৩-২০২৬: ১০ সপ্তাহ,
৪. ঈদুল ফিতর ও পরীক্ষা প্রস্তুতির ছুটি : ১৪-০৩-২০২৬ থেকে ১০-০৪-২০২৬: ৪ সপ্তাহ,
৪. পরীক্ষা: ১১-০৪-২০২৬ থেকে ৭-০৫-২০২৬: ৩ সপ্তাহ ৬ দিন,
৫. পরবর্তী টার্মের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ : ৬ জুন ২০২৬।
#বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.buet.ac.bd
আরও পড়ুনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স, নেই বয়সের সীমা৩০ সেপ্টেম্বর ২০২৫