মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের অধীনে এইচএসসি পরীক্ষার ২০২৫ সালের পরীক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় পুনর্বর্ধিত করে সময় বাড়ানো করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যানের আদেশে পরীক্ষা নিয়ন্ত্রক এ কার্যক্রমের সময় বাড়ানোর আদেশ জারি করেছেন।

দরকারি তথ্য—
১. বিলম্ব ফিসহ ফরম পূরণের পুনর্বর্ধিত সময়: ১২ মে থেকে ১৮ মে ২০২৫ তারিখ পর্যন্ত।
২.

সোনালী সেবার মাধ্যমে  ফি পরিশোধের তারিখ নির্ধারণ করা হয়েছে: ১৯ মে ২০২৫ তারিখ পর্যন্ত।
৩. জেনে রাখুন: উল্লেখিত তারিখের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগণকে পরীক্ষার্থীদের  ফরম পূরণ এবং ফি পরিশোধ সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। পরবর্তী সময়ে ফরম পূরণের আর কোনো সময় বৃদ্ধি বা অনুমিত প্রদান করা হবে না।
* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

আরও পড়ুনকম খরচ এবং সহজে ভিসার কারণে উচ্চশিক্ষায় বেছে নিতে পারেন এই ৫ দেশ০৮ মে ২০২৫আরও পড়ুনজাপানের স্টাডি সাপোর্ট স্কলারশিপ, ইংরেজি ও জাপানিজ দুই ভাষার দক্ষতা প্রয়োজন০৮ মে ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ সময় ব

এছাড়াও পড়ুন:

এমবিবিএস–বিডিএসে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে আজ, মেধাতালিকা যেভাবে

সরকারি-বেসরকারি এমবিবিএস-বিডিএসের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আজ রোববার প্রকাশ করা হতে পারে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের চূড়ান্ত সময় নির্ধারণ করা হয়নি। তবে রোববার দুপুর নাগাদ প্রকাশের সম্ভাবনা আছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে। এমবিবিএস-বিডিএসের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের চূড়ান্ত সময় সেভাবে নির্ধারণ করা হয়নি। তবে আশা করছি, রোববার দুপুর নাগাদ প্রকাশ করা হতে পারে। ফলাফল প্রকাশ হলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। উত্তীর্ণ শিক্ষার্থীরাও ফলাফল জানতে পারবেন। কোনো কারণে রোববার না দিতে পারলে সোমবার দেওয়ার চেষ্টা থাকবে।

এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখন ফলাফলের অপেক্ষায় শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ভর্তি পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে এক ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। লিখিত ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কর্তন করা হবে।

আরও পড়ুনস্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ, টিউশন ফি-আবাসন-স্বাস্থ্যবিমাসহ নানা সুবিধা২ ঘণ্টা আগে২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা শেষে হল থেকে বের হচ্ছেন পরীক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, ১২ ডিসেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং নির্ণয়
  • শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ম্যাকসন্স স্পিনিং
  • আজ টিভিতে যা দেখবেন (১৫ ডিসেম্বর ২০২৫)
  • এমবিবিএস-বিডিএসের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬. ৫৭ শতাংশ, যেভাবে পাচ্ছেন শিক্ষার্থীরা
  • কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা, আসনসংখ্যা ৩৭০১, আবেদনের সময় বাড়ল ৩দিন
  • ‘বি’ ক্যাটাগরিতে নেমেছে মুন্নু এগ্রো
  • এমবিবিএস–বিডিএসে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে আজ, মেধাতালিকা যেভাবে
  • এমবিবিএস-বিডিএসের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
  • এইচএসসি পরীক্ষা-২০২৬ নিয়ে নতুন নির্দেশনা শিক্ষা বোর্ডের
  • এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অপেক্ষা ফলাফলের, মেধাক্রম যেভাবে