মেঘনায় জেলের জালে ১৯ কেজির কাতল, ১৬ হাজারে বিক্রি
Published: 10th, May 2025 GMT
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীতে জেলের জালে ১৯ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়েছে। যা এক প্রবাসীর কাছে বিক্রি হয়েছে ১৬ হাজার টাকায়।
শনিবার (১০ মে) উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দূর্গারামপুরে মেঘনা নদীতে জেলে পরিতোষ বর্মণের জালে মাছটি ধরা পড়ে।
পরিতোষ বর্মণ বলেন, ‘‘প্রতিদিনের মতো বাছুরি নৌকা নিয়ে মেঘনায় মাছ ধরতে যাই। নদীতে জাল ফেলার কিছুক্ষণ পরে ১৯ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়ে। পরে মাছটি নবীনগর বাজারের সুনীল বর্মণের আড়তে তুললে মালয়েশিয়া প্রবাসী জামাল হোসেন ৮৫০ টাকা কেজি দরে ১৬ হাজার ১৫০ টাকায় মাছটি কিনে নেন।’’
আরো পড়ুন:
নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে নামলেও ইলিশ মেলেনি
জেলি পুশকৃত ২১০ কেজি চিংড়ি উদ্ধার, লাখ টাকা জরিমানা
নৌকার আরেক জেলে সত্যগুণ বলেন, ‘‘মাঝেমধ্যে তিতাস ও মেঘনা নদীতে কাতল, রুই, বোয়ালসহ অন্যান্য মাছ ধরা পড়ে। কিন্তু, অনেকদিন পরে জালে বড় একটি কাতল মাছ ধরা পরল।’’
ঢাকা/পলাশ/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যারা ছোট পর্দায় কাজ করি, সবারই লক্ষ্য থাকে বড় পর্দা: জোভান
ফারহান আহমেদ জোভান