গায়ক ও অভিনয়শিল্পী তাহসান খান সব সময়ই নিজের ব্যক্তিজীবন নিয়ে কম কথা বলেন। পেশাগত পরিসরে যতটা সক্রিয়, ব্যক্তিজীবনে ততটাই নীরব। তবে মাঝেমধ্যে ভক্ত-শ্রোতাদের জন্য ধরা দেয় কিছু ব্যক্তিগত মুহূর্ত। এবার সেভাবেই প্রকাশ্যে এসেছে তাহসান ও তাঁর স্ত্রী রোজা আহমেদের একসঙ্গে বৃষ্টিতে ভেজার একটি দৃশ্য, যা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোজা আহমেদ। সেখানে দেখা যাচ্ছে, নিউইয়র্কের রাস্তায় হালকা বৃষ্টির মধ্যে হাঁটছেন তাহসান ও রোজা। এক ভিডিওতে তাহসান তাঁর স্ত্রীর কাঁধে হাত রেখে হেঁটে যাচ্ছেন, আরেকটিতে রোজার হাত ধরে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন দুজন। ব্যাকগ্রাউন্ডে বাজছে গান। মুহূর্তগুলোয় বেশ প্রশান্তি ও আন্তরিকতার ছাপ। তাহসানের মুখে গুনগুন করে গান গাওয়ার দৃশ্যটিও নজর কেড়েছে ভক্তদের।

আরও পড়ুনস্ত্রী রোজাকে নিয়ে শুটিংয়ে তাহসান২২ জানুয়ারি ২০২৫স্ত্রী রোজা আহমেদের সঙ্গে সংগীতশিল্পী তাহসান.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নটর ডেম কলেজ ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর নটর ডেম কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ধ্রুবব্রত দাস (১৮) মারা গেছেন। কলেজ ‘ভবনের বারান্দা থেকে পড়ে’ তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা শিক্ষার্থীদের। সোমবার বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ধ্রুব পরিবারের সঙ্গে গোপীবাগের একটি ভাড়া বাসায় থাকতেন। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা সদর মধ্যপাড়ায়। 

মৃত শিক্ষার্থীর বাবা বাণীব্রত দাস জানান, ধ্রুব এইচএসসি পরীক্ষার্থী। তার প্রবেশপত্র আনার জন্য ছেলের সঙ্গে কলেজে যান তিনি। ছেলেকে ভেতরে পাঠিয়ে দিয়ে তিনি আর ধ্রুবর মা কলেজগেটের বাইরে অপেক্ষা করেন। কিন্তু একটু পর কয়েকজন শিক্ষার্থী ছেলেকে রক্তাক্ত অবস্থায় ধরাধরি করে নিয়ে আসে বাইরে। তাকে প্রথমে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মোহাইমিনুল ইসলাম বলেন, শিক্ষার্থীর লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। 
 

সম্পর্কিত নিবন্ধ