আইপিএলের নতুন সূচি ঘোষণা, ফাইনাল কলকাতায় হচ্ছে না
Published: 13th, May 2025 GMT
ভারত-পাকিস্তান সংঘাতে পিএসএলের মতো স্থগিত হয়েছিল আইপিএলও। পিএসএল ১৭ মে শুরু হচ্ছে। একই দিন আইপিএলও শুরুর ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বেঙ্গালুরুয় কলকাতা ও বেঙ্গালুরু ১৭ মে’র ম্যাচে মুখোমুখি হবে।
ফাইনাল দিয়ে ৩ জুন শেষ হবে টুর্নামেন্ট। বিসিসিআই বিবৃতিতে বলেছে, সরকার, নিরাপত্তা সংস্থা এবং সকল অংশীদারদের সঙ্গে খুব গভীরভাবে আলোচনা করে তারা আইপিএল শুরুর সিদ্ধান্ত নিয়েছে।
ছয় ভেন্যুতে আইপিএলের বাকি ১৭ ম্যাচ আয়োজন করা হবে। ভেন্যুগুলো হলো- বেঙ্গালুরু, দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ, কানপুর ও লক্ষ্নৌ। এর মধ্যে গ্রুপ পর্বের ১৩ ম্যাচের তারিখ ও ভেন্যু ঘোষণা করা হলেও কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনালের ভেন্যু ঘোষণা করা হয়নি।
তবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে একটি কোয়ালিফায়ার ও আইপিএলের ফাইনাল হতে পারে বলে দাবি করেছে ভারতের সংবাদ মাধ্যম। পূর্বের সূচিতে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে আইপিএলের ফাইনাল হওয়ার কথা ছিল।
এর আগে আইপিএল নতুন করে শুরুর ক্ষেত্রে বলা হয়েছিল, ভারত-পাকিস্তানের যুদ্ধাবস্থায় নিরাপত্তা শঙ্কা থেকে এই ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টকে দূরে রাখতে ভারতের দক্ষিণাংশের তিন শহর চেন্নাই, হায়দরাবাদ ও বেঙ্গালুরুয় টুর্নামেন্টের বাকি অংশ আয়োজন করা হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কবে শুরু হচ্ছে পিএসএল, যা জানা গেল
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণার পর আবারও মাঠে গড়াতে পারে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতিমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে এবং টুর্নামেন্ট পুনরায় শুরুর প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে।
পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, ফ্র্যাঞ্চাইজিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তাদের বিদেশি খেলোয়াড়দের দুবাইয়ে অপেক্ষমাণ রাখা হয়। এতে স্পষ্ট ইঙ্গিত মিলেছে, চলতি মৌসুমের বাকি অংশ মাঠে ফেরাতে চাইছে আয়োজকরা।
যুদ্ধবিরতির ঘোষণার পরপরই পিএসএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে সমন্বয় করেছে। পরিকল্পনা অনুযায়ী, সব দলকে ইসলামাবাদে এনে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাকি আটটি ম্যাচ আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এর আগে মাত্র এক দিন আগেই পিসিবি জানিয়েছিল, সীমান্ত উত্তেজনার কারণে পিএসএলের দশম আসরের বাকি অংশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ওই সময় পাকিস্তান সেনাবাহিনী ৭৮টি ভারতীয় ড্রোন অনুপ্রবেশ ও মিসাইল হামলার অভিযোগ তোলে। পরিস্থিতিকে 'ভারতের বেপরোয়া আগ্রাসন' হিসেবে উল্লেখ করে নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছিল বোর্ড।
পিসিবি আরও জানায়, বিদেশি ক্রিকেটারদের মানসিক চাপ এবং তাদের পরিবারের উদ্বেগকেও গুরুত্ব দিয়েই স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চলতি পিএসএলে এখন পর্যন্ত ২৭টি ম্যাচ শেষ হয়েছে। বাকি রয়েছে মাত্র আটটি ম্যাচ, যার মধ্যে রয়েছে প্লে-অফের গুরুত্বপূর্ণ লড়াই।