ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ গাজায় হাসপাতালে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন ৩০ জন। আর উত্তর গাজায় হামলায় মধ্যরাতের পর থেকে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫১ জন। মূলত হাসপাতালে হামলার কয়েক ঘণ্টা পরই উত্তর গাজায় ওই হামলা চালায় ইসরায়েল।

বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি বাহিনী গাজায় হামলা তীব্রতর করেছে এবং মধ্যরাত থেকে কমপক্ষে ৫১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে চিকিৎসকরা ও স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন। নিহতদের মধ্যে ৪৫ জন উত্তর গাজায় নিহত হয়েছেন।

আল জাজিরা বলছে, দক্ষিণ গাজার ইউরোপীয় এবং নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনী বোমা হামলা চালিয়ে কমপক্ষে ৩০ জনকে হত্যা করার কয়েক ঘণ্টা পরেই সর্বশেষ হামলাগুলো শুরু হয়েছে। হাসপাতালে হওয়া ওই হামলায় নিহত হওয়া ব্যক্তিদের মধ্যে চিকিৎসা নিতে আসা একজন সাংবাদিকও রয়েছেন।

এদিকে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে কমপক্ষে ৫২ হাজার ৯০৮ জনে পৌঁছেছে বলে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ১৯ হাজার ৭২১ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৭৮০ ফিলিস্তিনি নিহত এবং আরও প্রায় ৭ হাজার ৭০০ জন আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য় ল ইসর য় ল কমপক ষ ইসর য

এছাড়াও পড়ুন:

নাটোরে কোরআন বিরোধী প্রস্তাব বাতিল দাবিতে হেফাজতের মহাসমাবেশ

নাটোরে সংস্কার কমিশনের নারীদের কোরআন বিরোধী প্রস্তাব বাতিল করে সংবিধানে কোরআনের পূর্ণআস্থা পুনর্বহাল ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নাটোর জেলা হেফাজতে ইসলামের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ মে) বিকেলে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় হেফাজতে ইসলাম নাটোর জেলার উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ মাদানীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শায়খ মুফতি হারুন ইজহার। 

আরো পড়ুন:

সামাজিক মাধ্যমে আ.লীগ ও সহযোগী সংগঠনের প্রচার-প্রচারণা নিষিদ্ধ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি

বক্তারা বলেন, ‘‘দেশের স্বার্থে যেকোনো ক্রান্তিলগ্নে আলেমরা রক্ত দিতে দ্বিধাবোধ করেননি। আবারো যদি ইসলামবিরোধী কোনো আইন পাস করার স্পর্ধা দেখায় তাহলে আমরা রাজপথে রক্ত দিয়ে রুখে দিবো।’’

তারা আরো বলেন, ‘‘জুলাই বিপ্লবের কমিশন গঠন করলেন কিন্তু শাপলা চত্বরে গণহত্যার কোনো কমিশন গঠন করা হলো না। ফ্যাসিস্ট আওয়াসী লীগ আমলে কোনো ব্যক্তি স্বাধীনভাবে কথা বলতে পারেনি। আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ করলেই হবে না, গণহত্যাকারী হাসিনাসহ তার দোসরদের ফাঁসি কার্যকর করতে হবে।’’

বক্তারা বলেন, ‘‘সংস্কার কমিশনের নারীদের কোরআন বিরোধী প্রস্তাব বাতিল করতে হবে। সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণআস্থা পুনর্বহাল করতে হবে। ফ্যাসিস্ট আওয়াসী লীগের আমলে শাপলা চত্বরসহ সকল গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।’’

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হেফাজত ইসলাম ঢাকা মহানগরীর যুগ্ম সম্পাদক মাওলানা ফয়সাল মাহমুদ হাবীবী, নাটোর জেলা হেফাজত ইসলামের সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ,সাংগাঠনিক সম্পাদক মোয়াজ্জাজ নাইম, সদর থানা সভাপতি আহম্মদ মোস্তফাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। 

ঢাকা/আরিফুল/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • গাজায় হাসপাতালেও হামলা চালিয়েছে ইসরায়েল, একরাতে নিহত ৮১
  • এক প্রজন্মের ওপর দুর্ভিক্ষের স্থায়ী প্রভাব পড়ার শঙ্কা
  • জেনোসাইডের সংজ্ঞা নিয়ে চিফ প্রসিকিউটরের বক্তব্য ভুলভাবে প্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট
  • জুলাইয়ে বাংলাদেশে হত্যাযজ্ঞ হয়েছে, জেনোসাইড হয়নি: তাজুল ইসলাম
  • জুলাইয়ে বাংলাদেশে হত‍্যাযজ্ঞ হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর
  • জুলাই-আগস্টে ‘গণহত্যা’ নয়, মানবতাবিরোধী অপরাধ হয়েছে: চিফ প্রসিকিউটর
  • জুলাই-আগস্টে গণহত্যা নয়, মানবতাবিরোধী অপরাধ হয়েছে: চিফ প্রসিকিউটর
  • জুলাই-আগস্টে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি: চিফ প্রসিকিউটর
  • নাটোরে কোরআন বিরোধী প্রস্তাব বাতিল দাবিতে হেফাজতের মহাসমাবেশ