পাবনা জেলা পরিষদের শিক্ষাবৃত্তি, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য
Published: 15th, May 2025 GMT
পাবনা জেলা পরিষদ ২০২৪-২৫ অর্থবছরে পাবনা জেলার অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করবে।
জেনে রাখুন
১. ছাত্রছাত্রীদের পাবনা জেলার স্থায়ী নাগরিক হতে হবে;
২. আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থী হতে হবে;
৩. সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
১.
২. ছাত্রছাত্রীদের ২০২৪ সালে এসএসসি/এইচএসসি/সমমানের পরীক্ষায় জিপিএ-৫ এবং ডিগ্রি/অনার্স/সমমানের পরীক্ষায় জিপিএ ৪.০০–এর মধ্যে ন্যূনতম ৩.৫০ পেতে হবে।
৩. যাঁরা ২০২৪ সালের আগে বা পরে উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের আবেদন বিবেচনা করা হবে না।
যা লাগবে
১. আবেদনপত্রের সঙ্গে মূল নম্বরপত্রের ফটোকপি, সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সুপারিশ ও প্রত্যয়নপত্র, ইউনিয়ন পরিষদ, পৌরসভা কর্তৃক নাগরিকত্ব সনদের মূল কপি এবং অভিভাবকের আয়ের উৎস ও বার্ষিক আয়বিষয়ক প্রত্যয়নপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে।
আরও পড়ুনঅসচ্ছল-মেধাবীদের জন্য বরগুনা জেলা পরিষদের শিক্ষাবৃত্তি২২ এপ্রিল ২০২৪২. আবেদনপত্র নিজ হাতে পূরণ করতে হবে।
৩. আবেদন ফরম জেলা পরিষদের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং জেলা পরিষদ পাবনা সংগ্রহ করা যাবে।
৪. আবেদনপত্র জমার শেষ সময়: ৩১/০৫/২০২৫, বিকেল ৫টা।
বিস্তারিত তথ্য পেতে ওয়েবসাইট: www.zppabna.gov.bd
আরও পড়ুননাসায় ইন্টার্নশিপ, হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীদের সুযোগ১৩ ফেব্রুয়ারি ২০২৫আরও পড়ুনযুক্তরাষ্ট্রে বৃত্তি, টোয়েফলে ৯০ ও আইইএলটিএসে ৭ স্কোরে আবেদন৫ ঘণ্টা আগেউৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ য়
এছাড়াও পড়ুন:
বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে গবেষণা পুরস্কার এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের আবেদন করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগ ‘রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার’ ও ‘রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন ফিজিক্স’ প্রদানের জন্য দেশের পদার্থবিজ্ঞানী ও গবেষকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
কোন সালের জন্য পুরস্কার —ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠিত ট্রাস্ট ফান্ড থেকে ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের গবেষণা কাজের জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
পুরস্কার মল্যমান কত —১. পদার্থবিজ্ঞান বিষয়ে মৌলিক গবেষণার জন্য পুরস্কার পাওয়া গবেষককে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার হিসেবে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হবে।
২. পদার্থবিজ্ঞান বিষয়ে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে একজন বিজ্ঞানী বা গবেষককে নগদ ৫০ হাজার টাকা মূল্যের রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ —আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) বরাবর আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে জমা দিতে—আবেদনকারীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তিন কপি আবেদনপত্র, তিন প্রস্থ জীবনবৃত্তান্ত, তিন প্রস্থ গবেষণাকর্ম এবং তিন কপি ছবি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
দরকারি তথ্য—১. জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে প্রকাশিত গবেষণাকর্ম পুরস্কারের জন্য বিবেচিত হবে।
২. যৌথ গবেষণা কাজের ক্ষেত্রে গবেষণা পুরস্কারের অর্থ সমান হারে বণ্টন করা হবে। এ ক্ষেত্রে সহযোগী গবেষক বা গবেষকের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।
৩. আবেদনকারী যে বছরের জন্য আবেদন করবেন পাবলিকেশন ওই বছরের হতে হবে।
৪. একই পাবলিকেশন দিয়ে পরবর্তী বছরের জন্য আবেদন করা যাবে না।
৫. কোন কারণে একজন প্রার্থী পুরস্কারের জন্য আবেদন করলে প্রার্থিতার স্বল্পতা বিবেচনা করে তাঁর আবেদন বিবেচনা করা হবে।
৬. পরীক্ষক তাঁর গবেষণা কাজের পুরস্কারের জন্য সুপারিশ না করলে তাঁকে পুরস্কারের বিষয়ে বিবেচনা করা হবে না।
৭. পদার্থবিজ্ঞানে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার একবার প্রাপ্ত গবেষকও পরবর্তী সময়ে আবেদন করতে পারবেন।
৮. নতুন গবেষককে অগ্রাধিকার দেওয়া হবে।
৯. যদি মানসম্মত গবেষণা কাজ না পাওয়া যায়, সে ক্ষেত্রে পূর্বের পুরস্কার পাওয়া গবেষকের নতুন গবেষণা কাজের পুরস্কারের জন্য পরীক্ষকের সুপারিশের ভিত্তিতে বিবেচনা করা হবে।
# আবেদন জমা দেওয়ার ঠিকানা: প্রো-উপাচার্য (শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।