পাবনা জেলা পরিষদ ২০২৪-২৫ অর্থবছরে পাবনা জেলার অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করবে।

জেনে রাখুন

১. ছাত্রছাত্রীদের পাবনা জেলার স্থায়ী নাগরিক হতে হবে;
২. আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থী হতে হবে;
৩. সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষার্থী হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

১.

যাঁরা ২০২৪ সালে এসএসসি/এইচএসসি/ডিগ্রি/অনার্স/সমমানের পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন।
২. ছাত্রছাত্রীদের ২০২৪ সালে এসএসসি/এইচএসসি/সমমানের পরীক্ষায় জিপিএ-৫ এবং ডিগ্রি/অনার্স/সমমানের পরীক্ষায় জিপিএ ৪.০০–এর মধ্যে ন্যূনতম ৩.৫০ পেতে হবে।
৩. যাঁরা ২০২৪ সালের আগে বা পরে উল্লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁদের আবেদন বিবেচনা করা হবে না।

যা লাগবে

১. আবেদনপত্রের সঙ্গে মূল নম্বরপত্রের ফটোকপি, সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সুপারিশ ও প্রত্যয়নপত্র, ইউনিয়ন পরিষদ, পৌরসভা কর্তৃক নাগরিকত্ব সনদের মূল কপি এবং অভিভাবকের আয়ের উৎস ও বার্ষিক আয়বিষয়ক প্রত্যয়নপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে।

আরও পড়ুনঅসচ্ছল-মেধাবীদের জন্য বরগুনা জেলা পরিষদের শিক্ষাবৃত্তি২২ এপ্রিল ২০২৪

২. আবেদনপত্র নিজ হাতে পূরণ করতে হবে।

৩. আবেদন ফরম জেলা পরিষদের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং জেলা পরিষদ পাবনা সংগ্রহ করা যাবে।

৪. আবেদনপত্র জমার শেষ সময়: ৩১/০৫/২০২৫, বিকেল ৫টা।

বিস্তারিত তথ্য পেতে ওয়েবসাইট: www.zppabna.gov.bd

আরও পড়ুননাসায় ইন্টার্নশিপ, হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীদের সুযোগ১৩ ফেব্রুয়ারি ২০২৫আরও পড়ুনযুক্তরাষ্ট্রে বৃত্তি, টোয়েফলে ৯০ ও আইইএলটিএসে ৭ স্কোরে আবেদন৫ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ য়

এছাড়াও পড়ুন:

এইচএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে ভালো নম্বর কীভাবে পাবে

এইচএসসি পরীক্ষা তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য এই ফলাফলের গুরুত্ব অনেক। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসের ওপর পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে প্রথম অধ্যায়ের ভার্চ্যুয়াল রিয়্যালিটি থেকে ন্যানোটেকনোলজি পর্যন্ত। আর দ্বিতীয় অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় সম্পূর্ণ থাকবে। ষষ্ঠ অধ্যায় সিলেবাসে নেই। পাঠ্যবইয়ের পাঁচটি অধ্যায় থেকে আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে। পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। আর বহুনির্বাচনি প্রশ্ন থাকবে ২৫টি।

সৃজনশীল অংশ

সৃজনশীল প্রশ্নের ‘ক’ ও ‘খ’ অংশের প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলক ও অনুধাবনমূলক উত্তর সঠিকভাবে লিখতে হবে। এই অংশের উত্তর যত্নসহকারে লিখবে। কেননা পরীক্ষক এই অংশের উত্তর মনোযোগ দিয়ে দেখেন। জ্ঞানমূলক প্রশ্নের উত্তর একটি শব্দ বা বাক্যে নেওয়া যায়, তবে পূর্ণাঙ্গ বাক্য লিখলে ভালো। আর অনুধাবনমূলক প্রশ্নে প্রথমে এক বাক্যে জ্ঞানমূলক অংশটি লিখে তা পরে চার-পাঁচ লাইনের এক প্যারায় বিশ্লেষণ করবে। খেয়াল রাখতে হবে, যা লিখছ তা যেন অবশ্যই প্রাসঙ্গিক হয়।

প্রয়োগমূলক অংশে জ্ঞান, অনুধাবন ও উদ্দীপকের সঙ্গে পাঠ্যবইয়ের সমন্বয় ঘটাতে হবে।

উচ্চতর দক্ষতা মানেই একটি সিদ্ধান্তের ব্যাপার, এ ক্ষেত্রে জ্ঞান-অনুধাবন-প্রয়োগের প্রয়োজনীয় অংশ লেখার পর একটি সিদ্ধান্তে তোমাকে উপনীত হবে। তাই উদ্দীপকটি ভালো করে পড়ে ও বুঝে প্রশ্নের সঙ্গে মিলিয়ে উত্তরটি সঠিকভাবে লিখতে হবে।

উদ্দীপকের বিষয়বস্তু সঠিকভাবে নির্বাচন না করা বা বুঝতে না পারাটা একটা সমস্যা। যেমন প্রশ্নপত্রে প্রদত্ত উদ্দীপকটি হয়তো বায়োমেট্রিক–সম্পর্কিত, কিন্তু লিখেছ ভার্চ্যুয়াল রিয়্যালিটি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। সৃজনশীল প্রশ্নের ‘গ’ বা ‘ঘ’ অংশের উত্তরে এ রকম ভুল করা যাবে না।

মনে রেখো বিষয়টি সহজ

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয় নিয়ে অনেকের মধ্যে ভয় কাজ করছে। আসলে বিষয়টি অনেক সহজ এবং ভয় পাওয়ার কিছু নেই। এ বিষয়টি প্রাত্যহিক জীবনের সঙ্গে সরাসরি যুক্ত। পরীক্ষার প্রশ্নপত্র হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে পুরো প্রশ্নপত্রটি পড়ে সিদ্ধান্ত নেবে—কোন কোন প্রশ্নের উত্তর ভালোভাবে লিখতে পারবে। যে প্রশ্নের উত্তরে জটিলতা রয়েছে, সেই প্রশ্ন ভালো করে বুঝে উত্তর দিতে হবে।

প্রথম অধ্যায়

এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। ভার্চ্যুয়াল রিয়্যালিটি, এআই, রোবোটিকস, বায়োমেট্রিক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও ন্যানোটেকনোলজি অংশগুলো ভালো করে পড়বে।

দ্বিতীয় অধ্যায়

এই অধ্যায় থেকে দুটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। কমিউনিকেশন সিস্টেমস, বিভিন্ন মাধ্যম, ট্রান্সমিশন মোড, মিডিয়া, বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইস, টপোলজির প্রকারভেদ এবং তুলনামূলক বিশ্লেষণ সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে। টপোলজি–সম্পর্কিত প্রশ্নের উত্তর ঠিকমতো গুছিয়ে লিখতে হবে। যেমন স্টার টপোলজির সম্বন্ধে বললে প্রথমে স্টার টপোলজি কী, তারপর স্টার টপোলজির চিত্র ও শেষে স্টার টপোলজির সুবিধা-অসুবিধাগুলো পয়েন্ট আকারে গুছিয়ে লিখবে।

তৃতীয় অধ্যায়

এই অধ্যায় থেকে দুটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সৃজনশীল ‘গ’ প্রশ্নের জন্য বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলোর ভালো ধারণা থাকতে হবে। সৃজনশীল ‘ঘ’–এর জন্য পরিপূরকের যোগ-বিয়োগ খুবই গুরুত্বপূর্ণ। বুলিয়ান উপপাদ্য, লজিক গেটগুলো, ব্লক বা ডায়াগ্রাম এবং অন্য বিষয়গুলোতে যথেষ্ট দক্ষতা রাখা দরকার। বিভিন্ন লজিক সার্কিটের প্রয়োগ এবং চিত্রগুলো একাধিকবার অনুশীলন করতে হবে। হাফ অ্যাডার ও ফুল অ্যাডারের সার্কিট ডায়াগ্রাম এবং সত্যক সারণিগুলো অবশ্যই পরিষ্কার–পরিচ্ছন্ন ও নির্ভুলভাবে অঙ্কন করবে। ন্যানো গেট দিয়ে বিভিন্ন ধরনের চিত্র এবং সমীকরণ বাস্তবায়ন অনুশীলন করবে।

চতুর্থ অধ্যায়

এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এইচটিএমএল ট্যাগ, আট্রিবিউট, হেডিংয়ের সঙ্গে সঙ্গে হাইপারলিংক, ইমেজ ভালোভাবে পড়তে হবে। লিস্ট ও টেবিল থেকে ‘গ’ ও ‘ঘ’–এর জন্য বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। ডোমেইন নেম, হোস্টিং এবং ওয়েবসাইট পাবলিশিংয়ের ধারণা থাকতে হবে।

পঞ্চম অধ্যায়

এই অধ্যায় থেকে দুটি সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ভাষা, অনুবাদক প্রোগ্রাম (কম্পাইলার ও ইন্টারপ্রেটার) ও অ্যালগরিদম-ফ্লোচার্টগুলো খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে।

প্রোগ্রামিং ভাষা থেকে আসা প্রশ্নের উত্তরে সি প্রোগ্রামিং ভাষায় কোড যথাযথভাবে লিখতে হবে। যেমন ইংরেজি ছোট ও বড় হাতের অক্ষর মিশ্র করে লেখা যাবে না, সেমিকোলন (;), কমা (,) ইত্যাদির ব্যবহার সঠিকভাবে করতে হবে ও কোডের সিনট্যাক্স অনুসরণ করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়, ধারার যোগফল, ফর লুপ, ডু লুপ ও হোয়াইল লুপ ব্যবহার করে প্রোগ্রাম লেখার কৌশল অনুসরণ করবে।

বহুনির্বাচনি অংশ

ভালো নম্বর পেতে তোমাদের বহুনির্বাচনিতে অবশ্যই ভালো করতে হবে। পূর্ণ নম্বর পাওয়া সহজ যদি তোমার উত্তর সঠিক হয়। পরীক্ষার আগে তোমরা খুব মনোযোগসহকারে বহুনির্বাচনি প্রশ্নগুলো পড়বে।

সংজ্ঞা দিতে হবে

কোনো প্রশ্নের উত্তরে সরাসরি সংজ্ঞা চায় না। কিন্তু বুঝিয়ে লিখতে হয়। তখন সংজ্ঞা চাওয়া না থাকলেও সংজ্ঞা বা সংক্ষিপ্ত পরিচিতি দিতে হবে।

চিত্র দিতে হবে

উদ্দীপকের সঙ্গে মিল রেখে চিত্র উল্লেখ করার প্রয়োজন হলে বা ওই টপিকের চিত্র থাকলে চিত্র দিতে হবে। চিত্রের নিচে চিত্রের নাম উল্লেখ করতে হবে। চিত্রে বিভিন্ন অংশ চিহ্নিত করতে হবে। চিত্র পেনসিল দিয়ে আঁকা ভালো (সুবিধা হলো ভুল হলে মোছা যায়), তবে কলম দিয়ে আঁকা যাবে না, এমন নিষেধাজ্ঞা নেই।

খেয়াল রেখো

প্রকারভেদ (ভাগ) ও প্রকারের মিশ্রণ করা যাবে না। যেমন মুঠোফোনের প্রজন্মকে চার ভাগে ভাগ করা যায়। কিন্তু কেউ যদি লেখে, মুঠোফোনের প্রজন্ম চার প্রকার, তাহলে তার উত্তর পুরোটাই ভুল।

যা মনে রাখবে

সংখ্যাপদ্ধতির অঙ্ক করার সময় এবং ২–এর পরিপূরকের অঙ্কে সঠিক নিয়ম খেয়াল রাখবে। লজিক গেটের চিত্র এক টানে আঁকতে হবে। উদ্দীপক থেকে জ্ঞান, চিত্র, এইচটিএমএলের কোড সঠিক লিখতে হবে। অ্যালগরিদমের ধাপ এবং ফ্লোচার্ট একই ধারায় আঁকতে হবে। প্রোগ্রামিং কোড খুব সাবধানে লিখতে হবে, যাতে কোনো সিনট্যাক্স ভুল না থাকে।

অপ্রাসঙ্গিক উত্তর

ভুল উত্তর দেওয়া ও অপ্রাসঙ্গিক উত্তর লেখা থেকে বিরত থাকতে হবে। তোমরা অনেকেই মনে করো, যত বেশি লেখা যাবে, তত বেশি নম্বর পাওয়া যাবে। আসলে এটি সম্পূর্ণ ভুল ধারণা। তাই এ বিষয়ে সচেতন থাকবে। মনে রাখবে, উদ্দীপকের সঙ্গে সামঞ্জস্য লেখা ছোট হলেও পূর্ণ নম্বর পাওয়া যায়। এ জন্য তোমাদের প্রশ্নের বিষয়বস্তুর ওপর নির্ভর করে উত্তর নিতে হবে। সেটা ছোট বা বড়, যা-ই হোক না কেন।

সুন্দর হাতের লেখা

হাতের লেখা সুন্দর হতে হবে, যাতে যে কেউ লেখা পড়তে পারে। ভালো করতে হলে অবশ্যই পরীক্ষার খাতায় সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে হবে। এ জন্য অবশ্যই তোমাদের প্রশ্ন বুঝে উত্তর দিতে হবে। মনে রাখবে, খাতায় কোনো ধরনের অপ্রাসঙ্গিক কিছু লিখবে না।

লেখক: সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

সম্পর্কিত নিবন্ধ

  • এইচএসসিতে নকল করার অপরাধে ১০ জনকে বহিষ্কার
  • এসএসসির ফল প্রকাশ ১৫ জুলাইয়ের মধ্যে
  • তারেক রহমানের চাচাত ভাই পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার
  • এইচএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে ভালো নম্বর কীভাবে পাবে
  • কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে দিতে হবে পরীক্ষা
  • মানিকগঞ্জে পাসপোর্ট পেতে গুনতে হয় বাড়তি টাকা, অন্যথায় হয়রানি
  • যৌন হয়রানির দায়ে অভিযুক্ত শিক্ষকের শাস্তি চান ইবি শিক্ষার্থীরা 
  • পুরান ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত
  • পুরান ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত
  • বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত পাবনার আশিক-গৌরব-ধ্রুব