বিসিবির নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ক্লাবের নিয়ন্ত্রণ পেতে তত মরিয়া হয়ে উঠছেন ক্রিকেট সংগঠকরা। এই লড়াইয়ে প্রতিপক্ষকে পেছনে ফেলতে ক্লাবের ওপর নিষেধাজ্ঞা দেওয়ারও চেষ্টা চলছে বলে অভিযোগ। বিশেষ করে, ২০১৪ থেকে ২০২৪ সালে বাছাই লিগে খেলে তৃতীয় বিভাগে উন্নীত হওয়া দলগুলোর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। 

এই সময়ে ৯ আসরে ১৮টি ক্লাব তৃতীয় বিভাগে উন্নীত হলেও দুদক তদন্ত করছে ১৪টি ক্লাবের বিরুদ্ধে। চারটি ক্লাব তৃতীয় বিভাগ থেকে অননমিত হওয়ায় আমলে নেওয়া হয়নি। গতকাল দুদকের চার সদস্যের একটি তদন্ত কমিটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে যায় তদন্ত-সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করতে। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) কর্মকর্তারা বোর্ডের ক্ষমতাধর পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের নির্দেশে বাছাই লিগের অংশগ্রহণ ফি পাঁচ লাখ টাকা নির্ধারণ করে প্রান্তিক ক্রিকেটের ক্ষতি করেছেন। ক্রিকেট সংগঠকরা মনে করেন ১৪টি ক্লাবকে নিষিদ্ধ করা হলে ঢাকার ক্রিকেটে বড় শূন্যতা তৈরি হবে। বিষয়টি আইন-আদলত পর্যন্ত গড়ালে লিগের কার্যক্রম হুমকির মুখে পড়ার শঙ্কা করা হচ্ছে।

দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ জানান, ২০১৪ থেকে ২০২৪ সালে সিসিডিএমের কর্মকর্তাদের তালিকা সংগ্রহ করা হয়েছে স্বেচ্ছাচারিতার কারণ খতিয়ে দেখতে। এই কর্মকর্তা বলেন, ‘আজকে (গতকাল) অভিযানের বিষয়টা ছিল তৃতীয় বিভাগ বাছাইয়ে অনিয়ম, পাশাপাশি বিসিবিকে গঠনতন্ত্র ও অন্যান্য আর্থিক দুর্নীতি-অনিয়মের অভিযোগ। এসব অভিযোগের আলোকে আমরা বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করেছি। সেগুলো সকাল থেকে পর্যালোচনা করলাম। বিভিন্ন ব্যক্তি-সংশ্লিষ্ট যারা আছেন, তাদের সবার সঙ্গে কথা বললাম। আরও কিছু রেকর্ডপত্র পর্যালোচনা করব, কিছু বক্তব্য গ্রহণ করব।’ 

তিনি আরও বলেন, ‘তৃতীয় বিভাগ বাছাইয়ে অংশগ্রহণ একসময় খুব সহজ ছিল। কিন্তু ২০২২ সাল থেকে দেখা যায় কিছু প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এই ইস্যুটা কতটুকু স্পষ্ট বা স্বচ্ছ কিনা, এর বৈধতা কেমন, বাছাই প্রক্রিয়ায় কোনো অনিয়ম ছিল কিনা, সেটা দেখলাম।’ অ্যাক্সিওম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ভাইকিংস ক্রিকেট একাডেমি, নাখালপাড়া ক্রিকেটার্স, বনানী ক্রিকেট ক্লাব, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব ও আলফা স্পোর্টিং ক্লাব দুদকের তালিকাভুক্ত।

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বেশ কয়েকটি ক্লাবের নাম পরিবর্তন হয়েছে। প্রাইভেট ক্লাব হওয়ায় পরিবর্তন এসেছে মালিকানায়ও। দুদকের তদন্ত শেষে ক্লাবগুলোকে অবৈধ করা হলে বর্তমান মালিকরা আদালতে যাবেন বলে জানান একজন ক্রিকেট সংগঠক। তিনি বলেন, ‘আমরা ক্লাব স্পন্সর করেছি। প্রাইভেট ক্লাব অলাভজনক বিনিয়োগ আছে। এতগুলো ক্লাবের ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া ঠিক হবে না। ব্যক্তি স্বার্থে ক্রিকেটের ক্ষতি করা সমীচীন হবে না।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: তদন ত

এছাড়াও পড়ুন:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রক্রিয়ার তারিখ পরিবর্তন, ক্লাস ৩ আগস্ট

২০২৪-২৫ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য সাবজেক্ট চয়েস, ভর্তি এবং ক্লাস শুরুর তারিখ পুনর্নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপকমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তিতে ইউনিটসমূহের সাবজেক্ট চয়েস গ্রহণের তারিখ, ভর্তির শেষ তারিখ এবং ক্লাস শুরুর তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। পুনর্নির্ধারিত সময় অনুযায়ী, বিষয় চয়েস গ্রহণ করা হবে ২৬ থেকে ৩১ মে ২০২৫ পর্যন্ত। ভর্তি শুরু হবে ১৬ জুন এবং শেষ হবে ২৪ জুলাই ২০২৫। ক্লাস শুরু হবে ৩ আগস্ট ২০২৫ তারিখ থেকে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্টদের পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুনকানাডায় বিদেশি শিক্ষার্থীদের আশ্রয় আবেদনে রেকর্ড, আরও বৃদ্ধির সম্ভাবনা৮ ঘণ্টা আগেআরও পড়ুন৩৪২ শিক্ষাপ্রতিষ্ঠান পেল ৩ কোটি টাকা১৫ মে ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • সরকারি চাকরির পরীক্ষা একদিনে কেন
  • ধানমন্ডির পুরোনো ২৭ নম্বর সড়ক এখন ‘শহীদ ফারহান ফাইয়াজ সড়ক’
  • দুই কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়
  • পর্যবেক্ষণের পাশাপাশি ব্যয় পরিবীক্ষণ জরুরি
  • বেরোবিতে ঢাবির পুনঃভর্তি পরীক্ষায় উপস্থিতি ৭৪.৭৮ শতাংশ
  • প্রযুক্তি ব্যবহারে আজও পিছিয়ে নারীরা
  • বিশ্বজুড়ে খাদ্য সংকট চরমে: জাতিসংঘ
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রক্রিয়ার তারিখ পরিবর্তন, ক্লাস ৩ আগস্ট
  • বাউলশিল্পী থেকে আসামি: মমতাজের নাটকীয় জীবন