বিসিবির নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ক্লাবের নিয়ন্ত্রণ পেতে তত মরিয়া হয়ে উঠছেন ক্রিকেট সংগঠকরা। এই লড়াইয়ে প্রতিপক্ষকে পেছনে ফেলতে ক্লাবের ওপর নিষেধাজ্ঞা দেওয়ারও চেষ্টা চলছে বলে অভিযোগ। বিশেষ করে, ২০১৪ থেকে ২০২৪ সালে বাছাই লিগে খেলে তৃতীয় বিভাগে উন্নীত হওয়া দলগুলোর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। 

এই সময়ে ৯ আসরে ১৮টি ক্লাব তৃতীয় বিভাগে উন্নীত হলেও দুদক তদন্ত করছে ১৪টি ক্লাবের বিরুদ্ধে। চারটি ক্লাব তৃতীয় বিভাগ থেকে অননমিত হওয়ায় আমলে নেওয়া হয়নি। গতকাল দুদকের চার সদস্যের একটি তদন্ত কমিটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে যায় তদন্ত-সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করতে। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) কর্মকর্তারা বোর্ডের ক্ষমতাধর পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের নির্দেশে বাছাই লিগের অংশগ্রহণ ফি পাঁচ লাখ টাকা নির্ধারণ করে প্রান্তিক ক্রিকেটের ক্ষতি করেছেন। ক্রিকেট সংগঠকরা মনে করেন ১৪টি ক্লাবকে নিষিদ্ধ করা হলে ঢাকার ক্রিকেটে বড় শূন্যতা তৈরি হবে। বিষয়টি আইন-আদলত পর্যন্ত গড়ালে লিগের কার্যক্রম হুমকির মুখে পড়ার শঙ্কা করা হচ্ছে।

দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ জানান, ২০১৪ থেকে ২০২৪ সালে সিসিডিএমের কর্মকর্তাদের তালিকা সংগ্রহ করা হয়েছে স্বেচ্ছাচারিতার কারণ খতিয়ে দেখতে। এই কর্মকর্তা বলেন, ‘আজকে (গতকাল) অভিযানের বিষয়টা ছিল তৃতীয় বিভাগ বাছাইয়ে অনিয়ম, পাশাপাশি বিসিবিকে গঠনতন্ত্র ও অন্যান্য আর্থিক দুর্নীতি-অনিয়মের অভিযোগ। এসব অভিযোগের আলোকে আমরা বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করেছি। সেগুলো সকাল থেকে পর্যালোচনা করলাম। বিভিন্ন ব্যক্তি-সংশ্লিষ্ট যারা আছেন, তাদের সবার সঙ্গে কথা বললাম। আরও কিছু রেকর্ডপত্র পর্যালোচনা করব, কিছু বক্তব্য গ্রহণ করব।’ 

তিনি আরও বলেন, ‘তৃতীয় বিভাগ বাছাইয়ে অংশগ্রহণ একসময় খুব সহজ ছিল। কিন্তু ২০২২ সাল থেকে দেখা যায় কিছু প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এই ইস্যুটা কতটুকু স্পষ্ট বা স্বচ্ছ কিনা, এর বৈধতা কেমন, বাছাই প্রক্রিয়ায় কোনো অনিয়ম ছিল কিনা, সেটা দেখলাম।’ অ্যাক্সিওম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ভাইকিংস ক্রিকেট একাডেমি, নাখালপাড়া ক্রিকেটার্স, বনানী ক্রিকেট ক্লাব, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব ও আলফা স্পোর্টিং ক্লাব দুদকের তালিকাভুক্ত।

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বেশ কয়েকটি ক্লাবের নাম পরিবর্তন হয়েছে। প্রাইভেট ক্লাব হওয়ায় পরিবর্তন এসেছে মালিকানায়ও। দুদকের তদন্ত শেষে ক্লাবগুলোকে অবৈধ করা হলে বর্তমান মালিকরা আদালতে যাবেন বলে জানান একজন ক্রিকেট সংগঠক। তিনি বলেন, ‘আমরা ক্লাব স্পন্সর করেছি। প্রাইভেট ক্লাব অলাভজনক বিনিয়োগ আছে। এতগুলো ক্লাবের ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া ঠিক হবে না। ব্যক্তি স্বার্থে ক্রিকেটের ক্ষতি করা সমীচীন হবে না।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: তদন ত

এছাড়াও পড়ুন:

সাধারণ ছুটিসহ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা

সাধারণ ছুটি ঘোষণা ক‌রে প্রতি বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন কর‌বে সরকার।

এছাড়া গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‌‘জুলাই শহীদ দিবস’ ঘোষণা করেছে সরকার।

বুধবার (২ জুলাই) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করা হয়েছে।

আরো পড়ুন:

বর্ণাঢ্য আয়োজনে ঢাবির ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

৩৬ জুলাইকে জাতীয় মুক্তি দিবস ঘোষণাসহ ১৩ দাবি ইনকিলাব মঞ্চের

প্রজ্ঞাপন ও পরিপত্রে বলা হয়, সরকার প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করেছে এবং ওই তারিখে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবর জারি করা পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

‘জুলাই শহীদ দিবস’ ঘোষণার পরিপত্রে বলা হয়, সরকার প্রতি বছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং ওই তারিখ ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এর আগে গত ২৫ জুন দুটি পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হয়।

এছাড়া গণ-আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করা হয়।‌

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • গ্যালারি কায়ার আলোকপথ
  • ইসরায়েলি সেনারা তাঁর বাবা-ভাইকে মারল, পরিবারের জীবিত সদস্যদের উপহাস করল
  • গোলে মেসিদের বিশ্বকাপকে পেছনে ফেলেছে ক্লাব বিশ্বকাপ
  • গত অর্থবছরে রপ্তানি ৯% বেড়েছে
  • সোনারগাঁয়ে কৃষকদের ফলজ চারা ও সার বীজ বিতরণ
  • সাধারণ ছুটিসহ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা
  • শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ইসলামিক ফাইন্যান্স
  • জুলাই অভ্যুত্থানে শহীদ আরো ১০ জনের নামে গেজেট
  • নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত কুবি
  • কক্সবাজারের সাবেক ডিসি ও জেলা জজসহ পাঁচজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ