সাত কলেজের অনার্স ও মাস্টার্স পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ
Published: 19th, May 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ভর্তি হওয়া রাজধানীর সরকারি সাত কলেজের ২০২৪ সালের অনার্স ও মাস্টার্স শেষপর্বের পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে সাত কলেজের অধ্যক্ষদের সুপারিশের ভিত্তিতে এসব তারিখ প্রকাশ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিমাদ্রি শেখর চক্রবর্তীর সই করা চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হবে আগামী ২৮ জুলাই থেকে। এ ছাড়া অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে আগামী ২৮ অক্টোবর, এরপর অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে আগামী ৩ ডিসেম্বর এবং অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হবে ৭ অক্টোবর। এ ছাড়া মাস্টার্স শেষপর্বের পরীক্ষা শুরু হবে আগামী ২০ নভেম্বর থেকে।
চিঠিতে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে, এসব সময়সূচি দ্রুত শিক্ষার্থীদের জানিয়ে দিতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে।
আরও পড়ুনসাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়, চলবে ভিন্ন মডেলে ১৭ মার্চ ২০২৫সাতটি সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
সম্ভাব্য তারিখ প্রকাশের কারণ হিসেবে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ করে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া। একই সঙ্গে সম্ভাব্য এসব তারিখ অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হলে একাডেমিক সেশনজট অনেকটাই দূর হবে এবং শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষাক্রমে ফিরে যেতে পারবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুনঢাকার সাত কলেজ: ইউজিসিকে চিঠি দিয়ে সাত করণীয় জানাল ঢাকা বিশ্ববিদ্যালয়০১ মে ২০২৫আরও পড়ুনসাত কলেজে নতুন প্রশাসক, প্রধান দপ্তর ঢাকা কলেজে১৫ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ত কল জ র অন র স প রক শ সরক র
এছাড়াও পড়ুন:
জুলাই অভ্যুত্থানে শহীদ আরো ১০ জনের নামে গেজেট
২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আরো ১০ জনের নাম সরকারিভাবে গেজেট আকারে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (৩০ জুন) প্রকাশিত এই তালিকায় বিভিন্ন জেলার শহীদদের নাম, গেজেট নম্বর, চিকিৎসা সংক্রান্ত কেস আইডি, বাবা নাম এবং স্থায়ী ও বর্তমান ঠিকানা অন্তর্ভুক্ত রয়েছে।
চলতি বছরের ১৫ জানুয়ারি সরকার প্রথম ধাপে ৮৩৪ জন শহীদের নামের একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করেছিল। নতুন ১০ জন যুক্ত হওয়ায় এখন শহীদের মোট সংখ্যা দাঁড়াল ৮৪৪ জনে।
নতুন গেজেট অনুযায়ী, ঢাকার ৪ জন, কুড়িগ্রাম, শরীয়তপুর, চট্টগ্রাম, নোয়াখালী, যশোর ও বাগেরহাট জেলার একজন করে শহীদ হিসেবে স্বীকৃত হয়েছেন।
আরো পড়ুন:
আবু সাঈদের কবর জিয়ারত করে এনসিপির জুলাই পদযাত্রা শুরু
জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন: প্রধান উপদেষ্টা
সরকার শহীদ পরিবারগুলোর প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমও শুরু করেছে।
২০২৪ সালের জুলাই মাসে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলন দমন-পীড়নের মুখে গণআন্দোলনে রূপ নেয়। আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের সহিংস দমন-পীড়নের মুখে বহু শিক্ষার্থী ও নাগরিক প্রাণ হারান। আন্দোলনের চূড়ান্ত রূপ নেয় গত বছরের ৫ আগস্ট, যখন তৎকালীন প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেন।
ঢাকা/এএএম/বকুল