রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিবন্ধন দিতে নির্দেশ কেন নয়
Published: 20th, May 2025 GMT
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের আবেদন ও রিভিউ আবেদন খারিজের নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব–বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা–ও জানতে চাওয়া হয়েছে রুলে।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো.
এর আগে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য রাষ্ট্র সংস্কার ইসিতে আবেদন করে, যা ২০২৩ সালের ২৯ মার্চ নামঞ্জুর হয়। এ নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন ইসিতে রিভিউ আবেদন করে। এ আবেদন চলতি বছরের ৫ ফেব্রুয়ারি খারিজ হয়। এই দুই সিদ্ধান্তের বৈধতা নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম গত মাসে রিটটি করেন।
আদালতে রিটের পক্ষে আইনজীবী হাসনাত কাইয়ূম শুনানি করেন, সঙ্গে ছিলেন আইনজীবী আবেদা গুলরুখ। পরে আইনজীবী আবেদা গুলরুখ প্রথম আলোকে বলেন, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবসহ বিবাদীদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আইনজ ব
এছাড়াও পড়ুন:
শরীয়তপুরের একজনকে হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড
আট বছর আগে শরীয়তপুরে একজনকে হত্যার মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪–এর বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী বৃহস্পতিবার এ রায় দেন।
মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামি হলেন ইসমাইল সরদার, ছালমুল সরদার, আমিনুল সরদার, রেজাউল সরদার ও জুয়েল সরদার। তাঁদের মধ্যে ছালমুল ও আমিনুল ছাড়া অন্য তিনজন পলাতক।
বাদীপক্ষের আইনজীবী সৈয়দ নাজমুল হুদা প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার জেরে ২০১৭ সালের ১২ জুলাই শরীয়তপুরে দুলাল হোসেন সরদার ও তাঁর ভাই দেলোয়ার হোসেন সরদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে দেলোয়ার সরদার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় দেলোয়ারের বাবা আবদুস সালাম সরদার বাদী হয়ে শরীয়তপুরের পালং থানায় একটি হত্যা মামলা করেন।
আইনজীবী সৈয়দ নাজমুল হুদা বলেন, দেলোয়ার সরদার হত্যা মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ১০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরে মামলাটি ২০২৩ সালে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১–এ পাঠানো হয়। আদালত ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করেন। ৩১ জনের সাক্ষ্য নিয়ে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করেন।
নিহত দেলোয়ারের বাবা আবদুস সালাম সরদার প্রথম আলোকে বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালত থেকে ন্যায়বিচার পেয়েছি।’