সারজিসের ফেসবুক পোস্টে মন্তব্য, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা
Published: 21st, May 2025 GMT
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মচারী নাজমুল হুদার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ফেসবুক পোস্টে মন্তব্য করায় এ মামলা দেওয়া হয়। গত ১৯ ফেব্রুয়ারি ওই মন্তব্য করার পরদিন নাজমুলকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।
এ ঘটনায় ‘নিঃশর্ত ক্ষমা’ চেয়ে গত ২৭ মার্চ বিভাগীয় মামলার পরিপ্রেক্ষিতে চাওয়া ব্যাখ্যার জবাব দিয়েছেন নাজমুল হুদা। তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের হিসাব শাখায় অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত ছিলেন।
গত ২০ ফেব্রুয়ারি তাঁকে সাময়িক বরখাস্ত করে মন্ত্রণালয়ের প্রশাসন-২ শাখায় সংযুক্ত করা হয়। নাজমুল বলেন, তাঁকে কারণ দর্শানোর নোটিশ না দিয়েই সাময়িক বরখাস্ত করা হয়।
সাময়িক বরখাস্তের অফিস আদেশে সই করেছিলেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সৈয়দা সাদিয়া নূরীয়া। জানতে চাইলে তিনি বলেন, অফিসের সিদ্ধান্ত অনুযায়ী নাজমুল হুদাকে সাময়িক বরখাস্ত করা হয়।
নথিপত্র ঘেঁটে দেখা যায়, গত ১৯ ফেব্রুয়ারি সারজিস আলমের ফেসবুক পোস্টে একটি মন্তব্য করেন নাজমুল। পরদিন সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী তাঁকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
বিভাগীয় মামলার নথি অনুযায়ী সারজিসের ফেসবুক পোস্টে নাজমুল বলেছিলেন, ‘আপনারা স্বৈরাচারী সরকারের দোসরদের সচিব বানানোর জন্য ডিও দেন, আবার বড় বড় কথা বলেন ভাইয়া।’
এর আগে গত ৪ মে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খানের ফেসবুকে দেওয়া একটি পোস্টে প্রতিক্রিয়া (রিঅ্যাক্ট) জানানো ও মন্তব্য করায় মৎস্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তাকে কারণ দর্শানোর জন্য পৃথক পাঁচটি নোটিশ দেওয়া হয়। এই পাঁচ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: র ফ সব ক প স ট মৎস য
এছাড়াও পড়ুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ব্যবসায় শিক্ষা শাখা—মডেল টেস্ট-৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা ৩১ মে ২০২৫, শনিবার পরিবর্তিত সময় অনুসারে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় সময় থাকবে এক ঘণ্টা। পরীক্ষায় ভুল উত্তর দেওয়ার জন্য কোনো নম্বর কাটা যাবে না।
*ভর্তি পরীক্ষা: ৩১ মে ২০২৫, শনিবার*পরীক্ষার সময়: বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত
*ভর্তি পরীক্ষার সময়: ১ ঘণ্টা।
*MCQ-এর ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না
*বাংলা—২০ নম্বর
১. শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের স্থান পরিবর্তন ঘটাকে কী বলে?
ক. ধ্বনি বিপর্যয় খ. বিপ্রকর্ষ
গ. সমীভবন ঘ. অভিশ্রুতি
২. কোন বানানটি শুদ্ধ?
ক. সমিচীন খ. সমীচিন
গ. সমিচীন ঘ. সমীচীন
৩. ‘হরতাল’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. গুজরাটি খ. তামিল
গ. হিন্দি ঘ. নেপালি
৪. ‘সংখ্যার ধারণা’ বলতে কী বোঝায়?
ক. পদ খ. উপসর্গ
গ. পদ ঘ. বচন
৫. ‘বিপদ ও দুঃখ একই সঙ্গে আসে।’— বাক্যটি কোন ধরনের?
ক. সরলবাক্য খ. জটিলবাক্য
গ. যৌগিক বাক্য ঘ. মিশ্র বাক্য
৬. ‘Dialect’-এর পারিভাষিক শব্দ কোনটি?
ক. অপভাষা খ. মিশ্র ভাষা
গ. মানভাষা ঘ. উপভাষা
৭. ‘চটপট কাজ সেরে নাও’—এখানে ‘চটপট’ শব্দটি কোন পদ?
ক. ক্রিয়া খ. ক্রিয়াবিশেষণ
গ. অনুকার অব্যয় ঘ. ধন্যাত্মক বিশেষণ
৮. ‘প্রলয়’ শব্দের ‘প্র’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়?
ক. বিপরীত খ. গতি
গ. আধিক্য ঘ. প্রকৃষ্ট
৯.‘বৈষম্যবিরোধী’ শব্দটি কোন সমাসে নিষ্পন্ন হয়েছে?
ক. কর্মধারয় সমাস খ. তৎপুরুষ সমাস
গ. বহুব্রীহি সমাস ঘ. নিত্য সমাস
১১. ‘ফল্গু’ নদীর বৈশিষ্ট্য কোনটি?
ক. খরস্রোতা খ. অন্তঃসলিলা
গ. চোরাবালিময় ঘ. জোয়ার-ভাটাহীন
১২. ‘পূরণবাচক’ শব্দ কোনটি?
ক. এক খ. একক
গ. প্রথম ঘ. পহেলা
১৩. নিচের কোনটির ‘অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে’?
ক. সমাস খ. প্রত্যয়
গ. অনুসর্গ ঘ. উপসর্গ
১৪. ‘হরিৎ উপত্যকা’ শব্দটির অর্থ কী?
ক. সবুজ উপত্যকা খ. হলুদ উপত্যকা
গ. ঝলমলে উপত্যকা ঘ. রক্তাক্ত উপত্যক্ত
১৫. ‘আভিধানিক ক্রম অনুসারে’ সজ্জিত শব্দগুচ্ছ কোনটি?
ক. নদী, সাগর, বন খ. ফুল, ফল, পাখি
গ. আলো, মাটি, বায়ু ঘ. চাঁদ, তারা, সূর্য
১৬. ‘ঠাট্টার সম্পর্ককে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই’।—এ উক্তিটি কার?
ক. মামার খ. অনুপমের
গ. কল্যাণীর ঘ. শঙ্খ নাথের
১৭. ‘কাজটা ভালো দেখায় না’।—কোন বাক্যের উদাহরণ?
ক. কর্মকর্তৃবাচ্য খ. কর্তৃবাচ্য
গ. কর্মবাচ্য ঘ. ভাববাচ্য
১৮. ‘আমার মন উতলা করিয়া দিল’—কে মন উতলা করে দিল?
ক. মানিক খ. হরিশ
খ. মহেশ ঘ. হরেন্দ্র
১৯. ‘ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা’।—এটি কার উক্তি?
ক. উমিচাঁদ খ. হলওয়েল
গ. ওয়ালি খান ঘ. ক্লেটন
২০. ‘শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি’—এখানে কথাটি বলতে কী বোঝানো হয়েছে?
ক. ধর্মহীনতা খ. ধর্মের প্রভাব
গ. ধর্মীয় গোঁড়ামি ঘ. ধর্মীয় অনুশাসন
*ইংরেজি—২০ নম্বর
1. What does ‘wander’ means?
a. surprise b. miracle
c. tread d. walk aimlessly
2. Choose the synonym of ‘serene’.
a. severe b. dark
c. calm d. serious
3. Choose the correct translation of the sentence.
a. I have been born in January 01, 1985
b. I was born of January 01, 1985
c. I born on January 01, 1085
d. I was born in January 01, 1985
4. Choose the correct spelling.
a. repitition b. repeatation
c. repeatition d. repetition
5. Choose the correct sentence.
a. I need a few furnitures.
b. I do not need many furnitures.
c. I do not need some furnitures.
d. I need some furniture.
6. Verb of the word ‘Justification’ is—.
a. justice b. justify
c. justifiable d. justifiably
7. The word category of ‘Foment’ is—.
a. adjective b. verb
c. noun d. adverb
8. ‘Blandishment’ is related to—
a. honeyed words b. abusive veyss
c. declamatory speech d. modest reply
9. The correct spelling is—.
a. Conscientious b. Concientious
c. Conscintous d. Conscientous
10. ‘Progress’ is the antidote to ‘stagnation’.–The invited comma words are—
a. homonyms b. synonyms
c. antonyms d. hyponyms
11. ‘To keep an eye on’ means—
a. To keep calm b. To be active
c. To observe d. To look
12. The verb form of the noun ‘Humanity’ is—
a. Human b. Humane
c. Humanitarian d. Humanize
13. Find the appropriate antonym of ‘Malice’
a. Bitterness b. Animosity
c. Malevolence d. Kindness
14. ‘Mina’s lovely voice was music to our ears’ is an example of—
a. metaphor b. metonym
c. simile d. symbol
15. ‘He questioned softly why I failed.’ Change this sentence into reported speech.
a. He questioned softly, ‘Why did you fail?’
b. He questioned softly, ‘Why did I fail?’
c. He told softly, ‘Why have you failed?’
d. He told softly, ‘Why had I failed?’
16. Translate the sentence into English:
‘কোনো কাজই কাজের দিক থেকে উঁচু-নিচু নয়’।
a. No work is superior or inferior from its value.
b. No work is better or worse as itself.
c. No work is superior of inferior in itself.
d. No work is better and worse as itself.
17. ‘He will finish the work—.’ Choose the appropriate word for the gap.
a. in no time b. right then
c. of his cost d. absolutely
18. She was sliding—depression.
a. into b. of c. on d. at
19. I like travelling to visit different places of the world. In this sentence the verbal noun is—
a. travelling b. visit
c. world d. places
20. He took — bull by — horns.
a. an, the b. the, the
c. a, an .the, on
*সাধারণ জ্ঞান—২০ নম্বর
১. বাংলাদেশের কোন তিনটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষবরণ উত্সব ‘বৈসাবি’?
ক. চাকমা, ত্রিপুরা ও মারমা
খ. চাকমা, গারো ও ম্রো
গ. সাঁওতাল, ত্রিপুরা, লুসাই
ঘ. ওঁরাও, মারমা, লুসাই
২. ‘ফ্যাসিবাদের’ জনক বলা হয় কাকে?
ক. অ্যাডলফ হিটলার খ. বেনিতো মুসোলিনি
গ. জোসেফ স্তালিন ঘ. মাও সে–তুং
৩. ‘A World of Three Zeroo’ বইটির লেখক কে?
ক. অমর্ত্য সেন খ. ড. মুহাম্মদ ইউনূস
গ. হান কাং ঘ. অ্যাডাম স্মিথ
৪. কে বাংলাকে ‘বিদ্রোহীর নগরী’ হিসেবে আখ্যায়িত করেন?
ক. আবুল ফজল খ. জিয়াউদ্দিন বারানি
গ. ভলকার তুর্ক ঘ. নরেন্দ্র মোদি
৫. মুদ্রাস্ফীতির প্রধান কারণ কী?
ক. আয় বৃদ্ধি খ. সঞ্চয় বৃদ্ধি
গ. মুদ্রার সরবরাহ বৃদ্ধি ঘ. মুদ্রার চাহিদা বৃদ্ধি
৬. ‘পরমতসহিষ্ণুতা’ কোন ধরনের মূল্যবোধ?
ক. জাতীয় মূল্যবোধ খ. রাজনৈতিক মূল্যবোধ
গ. নৈতিক মূল্যবোধ ঘ. ধর্মীয় মূল্যবোধ
৭. সুশাসনের মূলভিত্তি কী?
ক. গণতন্ত্র খ. আইনের শাসন
গ. মূল্যবোধ ঘ. নির্বাচন
৮. ‘গোলাপ বিপ্লব’ কোথায় সংগঠিত হয়?
ক. ইরান খ. তিউনিসিয়া
গ. জর্জিয়া ঘ. গ্রিস
৯. বাংলাদেশ LDC থেকে উত্তরণ করতে হবে?
ক. ১ জানুয়ারি ২০২৬ খ. ১১ মার্চ ২০২৬
গ. ২৪ জুলাই ২০২৬ ঘ. ২৪ নভেম্বর ২০২৬
১০. ‘হুতি’ কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী?
ক. নাইজেরিয়া খ. ইরান
গ. সিরিয়া ঘ. ইয়েমেন
১১. আধুনিক অর্থনীতির জনক বলা হয় কাকে?
ক. পল স্যামুয়েলস খ. অ্যাডাম স্মিথ
গ. অমর্ত্য সেন ঘ. অধ্যাপক মার্শাল
১২. রাজু ভাস্কর্যের স্থপতি কে?
ক. শামীম শিকদার খ. হামিদুর রহমান
গ. মৃণাল হক ঘ. শ্যামল চৌধুরী
১৩. বাংলাদেশের ‘নাগরিক কবি’ বলা হয় কাকে?
ক. জীবনানন্দ দাশ খ. শামসুর রাহমান
গ. আসাদ চৌধুরী ঘ. আল মাহমুদ
১৪. ‘রাফাল’ কোন দেশের তৈরি যুদ্ধবিমান?
ক. যুক্তরাষ্ট্র খ. ফ্রান্স
গ. চীন ঘ. রাশিয়া
১৫. জাতিসংঘ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ কী ছিল?
ক. লন্ডন ঘোষণা খ. ওয়াশিংটন ঘোষণা
গ. ভিয়েনা ঘোষণা ঘ. ভার্জিনিয়া সম্মেলন
১৬. মানবদেহের ক্রোমোজমের সংখ্যা কত?
ক. ২২ জোড়া খ. ২৩টি
গ. ২৪টি ঘ.২৩ জোড়া
১৭. হুদায়বিয়ার সন্ধির লেখক কে?
ক. হজরত আলী (রা) খ. হজরত হামজা (রা)
গ. জায়েদ ইবনে হারিসা (রা) ঘ. হজরত ওসমান (রা)
১৮. ‘BIMSTEC’ শব্দের পূর্ণরূপ কী?
ক. Bay of Bengal Initiative for Multi-Sectoral Cooperation.
খ. Bangladesh Bengal-India for Multi-Sectoral Cooperation.
গ. Bengal-India for Multi-Sectoral Cooperation.
ঘ. Bangladesh-India for Multi-Sectoral Cooperation.
১৯. ন্যাটোর সর্বশেষ সদস্য দেশ কোনটি?
ক. সুইডেন খ. ফিনল্যান্ড
গ. নরওয়ে ঘ. ইউক্রেন
২০. বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয়?
ক. ১৪ এপ্রিল খ. ২৮ সেপ্টেম্বর
গ. ২১ নভেম্বর ঘ. ১ ডিসেম্বর
*এইচএসসি পর্যায়ের বিষয়—৪০ নম্বর
১. ব্যবসায়ের ‘বিনিময় ও বণ্টন’ প্রক্রিয়াকে কী বলা হয়?
ক. বিপণন খ. বাণিজ্য
গ. কারবার ঘ. শিল্প
২. হিসাবের যে ‘গাণিতিক শুদ্ধতা’ যাচাই করা হয়, তাকে কী বলে?
ক. রেওয়ামিল খ. জাবেদা
গ. নগদান বহি ঘ. খতিয়ান
৩. একটি বৈধ ব্যাংক চেকের মেয়াদ কত দিন থাকে?
ক. ৩০ দিন খ. ৬০ দিন
গ. ৯০ দিন ঘ. ১৮০ দিন
৪. একটি কোম্পানির ‘সর্বাধিক তরল’ সম্পত্তি কোনটি?
ক. মজুত পণ্য খ. নগদান
গ. ব্যাংকে জমা ঘ. প্রাপ্য বিল
৫. কোন খরচটির জন্য নগদ অর্থ ব্যয় হয় না?
ক. বেতন খ. ভাড়া
গ. অবচয় ঘ. বিক্রয় কমিশন
৬. ‘রূপান্তর ব্যয়’ বলতে বোঝায়—
ক. প্রত্যক্ষ মাল + প্রত্যক্ষ শ্রম
খ. প্রত্যক্ষ শ্রম + কারখানা ব্যয়
গ. প্রত্যক্ষ মাল + কারখানা ব্যয়
ঘ. প্রত্যক্ষ মাল + প্রত্যক্ষ শ্রম + কারখানা ব্যয়
৭. ব্যাংক হার কমালে বাজারে সুদের হার কেমন হবে?
ক. বাড়বে খ. স্থিতিশীল থাকবে
গ. অপরিবর্তিত থাকবে ঘ. হ্রাস পাবে
৮. ক্রয়মূল্যের ওপর ২৫% লাভ করলে বিক্রয়মূল্যের ওপর মুনাফার হার কত?
ক.১২.৫% খ. ৮.৭৫%
গ. ২০% ঘ. ৩৩.৩৩%
৯. কোনটি মুনাফার ওপর নির্ভরশীল?
ক. আয়কর খ. কর্মচারীদের বেতন
গ. ঋণপত্রের সুদ ঘ. বিনিয়োগে সুদ
১০. প্রদত্ত বাট্টা হিসেবে ব্যালেন্স ২৫ টাকার স্থলে রেওয়ামিলের ডেবিট পার্শ্বে ভুলবশত ৫২ টাকা দেখানো হলে, রেওয়ামিলের দুই দিকের পার্থক্য কত হবে?
ক. ২৬ টাকা খ. ২৭ টাকা
গ. ৭৭ টাকা ঘ. ১০৪ টাকা
১১. ‘Leme Duck’ কী?
ক. স্টকএক্সচেঞ্জের ফাটকাবাজি খ. ভুয়া বিমা প্রতিনিধি
গ. বাণিজ্যের গোপন শর্ত ঘ. মুনাফার তত্ত্ব
১২. ভাসমান মুদ্রাব্যবস্থায় মুদ্রা বিনিময় হার নির্ধারিত হয় কীভাবে?
ক. শেয়ারবাজারে খ. মুদ্রাবাজার
গ. কেন্দ্রীয় ব্যাংক ঘ. চাহিদা ও জোগানের দ্বারা
১৩. লাভ-লোকসান হিসাবের ডেবিট উদ্বৃত্ত বলতে কী বোঝায়?
ক. লাভ খ. ক্ষতি
গ. নিট লাভ ঘ. নিট ক্ষতি
১৪. আধুনিক বাজারজাতকরণ তত্ত্বের জনক কে?
ক. ম্যাক্স ওয়েবার খ. ফিলিপ কটলার
গ. আব্রাহাম মাসলো ঘ. অ্যাডাম স্মিথ
১৫. ‘প্রমিতকরণ’ হলো একটি পণ্যের—
ক. মান নির্ধারণ খ. পণ্য নির্ধারণ
গ. পণ্য বিভাজন ঘ. পণ্য নির্দিষ্টকরণ
১৬. ‘বন্ডেড ওয়্যারহাউস’ বলতে কী বোঝায়?
ক. শুল্ক-আদায়-পূর্ত গুদাম
খ. আমদানিনিষিদ্ধ গুদাম
গ. শুল্ক ধার্যপ্রক্রিয়া
ঘ. শুল্ক আদায়-পরবর্তী গুদাম
১৭. কোনটি একজন ক্রেতার মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য নয়?
ক. শিক্ষণ খ. প্রেরণা
গ. ব্যক্তিত্ব ঘ. সামাজিক ভূমিকা
১৮. পণ্যের জীবনচক্রের কোন পর্যায়ে মুনাফা সর্বাধিক হয়?
ক. সূচনা পর্যায়ে খ. প্রবৃদ্ধি
গ. পূর্ণতা ঘ. পতন
১৯. একটি পণ্যের মূল্য ৯৯.৯৫ টাকা, এটি কী ধরনের মূল্য?
ক. প্রমোশনাল মূল্য খ. মনস্তাত্ত্বিক মূল্য
গ. মেগমেন্ট মূল্য ঘ. সেসিয়ান মূল্য
২০. ‘সুপারমার্কেট’ কোন ধরনের খুচরা ব্যবসায়?
ক. সীমিত খুচরা ব্যবসায় খ. বিশিষ্ট পণ্যের খুচরা ব্যবসায়
গ. স্বসেবা খুচরা ব্যবসায় ঘ. অটোমেটিক ভেন্ডিং খুচরা ব্যবসায়