শিক্ষাঙ্গনে অস্থিরতা, নেই পরিকল্পিত সমাধান
Published: 21st, May 2025 GMT
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একের পর এক অস্থিরতা দেখা যাচ্ছে। কোথাও উপাচার্য অপসারণ, কোথাও নাম পরিবর্তনের দাবি, আবার কোথাও আবাসন-সংকটের মতো বিষয় নিয়ে আন্দোলন হচ্ছে। এক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন থামে তো আরেকটিতে শুরু হয়। বেশ কিছু দিন ধরে অন্তত পাঁচটি বিশ্ববিদ্যালয়ে এমন পরিস্থিতি দেখা যাচ্ছে।
এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রশাসনের বিরুদ্ধে অনাস্থাসহ ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, তৈরি হচ্ছে প্রশাসনিক জটিলতাও। ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা।
শিক্ষার এমন সংকট নিরসনে সরকার ও শিক্ষা মন্ত্রণালয় সামগ্রিকভাবে পরিকল্পনা করে কোনো ব্যবস্থা নিতে পারছে না বা কোনো কোনো ক্ষেত্রে ধীরগতি দেখাচ্ছে বলে মনে করেন শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা। কেবল কোনো ঘটনা ঘটলে তার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন খাতে সংস্কারের জন্য ১১টি কমিশন গঠন করেছে। অথচ শিক্ষা খাত নিয়ে সংস্কার কমিশনও গঠন করা হয়নি। শিক্ষাবিদদের পরামর্শ, কোনো ঘটনা ঘটলেই কেবল প্রতিক্রিয়া নয়, সামগ্রিকভাবে শিক্ষা নিয়ে পরিকল্পনা করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা নিতে হবে।
গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবিকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তৎকালীন উপাচার্য ও সহ-উপাচার্যকে সরিয়ে দেয় সরকার। এরপর ১ মে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অধ্যাপক মো.হযরত আলীকে কুয়েটের অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি।উপাচার্য শুচিতা শরমিনের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন শেষে তাঁর বাসভবনে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের বের করে দিয়ে ফটকে তালা লাগান আন্দোলনকারী শিক্ষার্থীরা। বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ৭ মে
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
অবিবাহিত ভাবনা মা হতে যাচ্ছেন
কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী, নৃত্যশিল্পী ভাবনা রামান্না। রুপালি জগতে ভাবনা নামেই পরিচিত। ব্যক্তিগত জীবনে এখনো অবিবাহিত ৪০ বছর বয়সি এই অভিনেত্রী। এবার এই অভিনেত্রী জানালেন— জমজ সন্তানের মা হতে যাচ্ছেন তিনি।
বেবি বাম্পের কয়েকটি ছবি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে মা হতে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভাবনা। আইভিএফ (ইন–ভিট্রো ফার্টিলাইজেশন) পদ্ধতিতে সন্তান জন্ম দিতে যাচ্ছেন। উচ্ছ্বসিত ভাবনা বলেন, “নতুন অধ্যায়, নতুন ছন্দ। আমি কখনো কল্পনাও করিনি এই কথা বলতে পারব। কিন্তু এখন আমি ৬ মাসের অন্তঃসত্ত্বা। জমজ সন্তান আসছে। আমি কৃতজ্ঞ।”
এ বয়সে মা হওয়ার বিষয়ে ভাবনা বলেন, “আমার বয়স যখন ২০ এবং ৩০ বছর, তখন মাতৃত্ব নিয়ে ভাবিনি। যখন আমার বয়স ৪০, তখন ইচ্ছাটা অপ্রতিরোধ্য হয়। কিন্তু অবিবাহিত নারী, সুতরাং এই যাত্রা সহজ নয়। অনেক আইভিএফ ক্লিনিক আমাকে ফিরিয়ে দেয়।”
আরো পড়ুন:
রামায়ণ: রাম-সীতা হতে কত কোটি টাকা নিলেন রণবীর-সাই পল্লবী?
ফের আইটেম গানে নাচবেন কারিনা?
পরের ঘটনা বর্ণনা করে ভাবনা বলেন, “তারপর আমি ডা. সুষমার সঙ্গে দেখা করি। কোনো ভাবনাচিন্তা ছাড়াই তিনি আমাকে স্বাগত জানান। তার সহযোগিতায় এবং প্রথম প্রচেষ্টাতেই গর্ভধারণ করি।”
এই সিদ্ধান্তের ব্যাপারে পরিবারের পুরো সমর্থন পেয়েছেন ভাবনা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “আমার বাবা, ভাই-বোনেরা ভালোবাসার সঙ্গে আমার পাশে দাঁড়িয়েছে। কেউ কেউ আমার এই পছন্দ নিয়ে প্রশ্ন তুলেছিলেন— কিন্তু আমি জানতাম: আমি প্রস্তুত ছিলাম।”
অনাগত সন্তানদের পিতৃপরিচয় নিয়ে ভাবনা বলেন, “আমার সন্তানদের বাবা থাকবে না এটা ঠিক। কিন্তু আমার বাড়িতে শিল্প-সংস্কৃতি, সংগীত এবং সীমাহীন ভালোবাসা নিয়ে বড় হবে। তারা মানুষ হিসেবে দয়ালু, আত্মবিশ্বাসী হবে। তারা যেখান থেকে এসেছে, তা নিয়ে গর্বিত হয়ে বেড়ে উঠবে।”
অবিবাহিত হয়েও মা হওয়ার সিদ্ধান্ত কোনো বিদ্রোহ নয়। ভাবনার ভাষায়— “আমি কোনো বিদ্রোহ করার জন্য এই পথ বেছে নিইনি। আমি আমার সত্যকে সম্মান করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। যদি আমার গল্প একজন নারীকেও নিজের উপর বিশ্বাস রাখতে অনুপ্রাণিত করে, তাহলে সেটাই যথেষ্ট। খুব শিগগির দুটি ছোট্ট আত্মা আমাকে ‘আম্মা’ বলে ডাকবে— এটাই সবকিছু।”
ঢাকা/শান্ত