কবরস্থান কমিটির সভাপতি পদে নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘অবনতির আশঙ্কায়’ স্থগিত
Published: 21st, May 2025 GMT
কবরস্থানের কমিটি গঠন হবে—এ খবরে সভাপতি পদ পেতে তৎপর হয়েছিলেন যুবদল ও শ্রমিক দলের দুই নেতা। নিজেদের মধ্যে সমঝোতা না হওয়ায় সিদ্ধান্ত হয় নির্বাচনের। গঠিত হয়েছিল নির্বাচন কমিশন। ভোটের দিন নির্ধারণ করে মনোনয়নপত্রও বিক্রি করা হয়। দুই প্রার্থী রীতিমতো পোস্টার ছাপিয়ে মাঠে নেমেছিলেন। বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছিলেন।
কিন্তু শেষ পর্যন্ত সেই নির্বাচন আর হলো না। ‘নিরাপত্তার স্বার্থে’ এই নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন গঠিত নির্বাচন কমিশন। ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নে। ইউনিয়নটির বালুদিয়া, মহরখালী ও জগতলা গ্রামের ‘জান্নাতুল বাকি’ কবরস্থানের সভাপতি পদ নিয়ে ২৪ মে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই আজ বুধবার বিকেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় নির্বাচনটি স্থগিত করা হয়েছে।
কবরস্থানটির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিশনের প্রধান আবদুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ২৪ মে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পরিস্থিতি ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় নির্বাচন স্থগিত করা হয়েছে। দুই দিনের মধ্যে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কমিটির সভাপতি নির্ধারণ করা হবে।
পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নে অবস্থিত ‘জান্নাতুল বাকি’ কবরস্থান.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা
ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানাতে ডাকা এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যকে আগামী ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। একইসঙ্গে আগামী মাসগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকেও কঠোর হতে বলেছেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, নির্বাচনের সময় ১৮-৩২ বছর বয়সী ভোটারদের আলাদা বুথ রাখা যায় কিনা সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
বিস্তারিত আসছে...