রূপালী ব্যাংক পিএলসির মুগদা শাখার উদ্যোগে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে।

সম্প্রতি রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ডিরেক্টর ডা. মো. মেজবাহুর রহমান এবং মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এটি উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের জিএম তানভীর হাসনাঈন মইন, ডিজিএম মাসুদুল হাসান ও কাউসার মোস্তাফিজ এবং মুগদা শাখার সহকারী মহাব্যবস্থাপক খন্দকার শামসুল হক ইভান উপস্থিত ছিলেন।
 

ঢাকা/সুমন/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

তরুণ প্রজন্মকে কাজে লাগান

মানব সভ্যতা বিকশিত হয়েছে শতাব্দীর পর শতাব্দীব্যাপী। প্রতিটি প্রজন্ম সমাজের উন্নয়নে অবদান রাখে। তারুণ্য হলো জীবনের সবচেয়ে কর্মতৎপর সময়। দেশের ভবিষ্যৎ নির্ধারণে তারুণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারুণ্য নতুন বিষয় শিখতে আগ্রহী। তারা যুক্তি প্রয়োগের চেষ্টা এবং প্রবীণদের পুরোনো চিন্তাধারাকে প্রশ্নবিদ্ধ করে। জাতির স্বার্থেই তাদের ক্ষমতায়ন দরকার। তাদের ব্যক্তিগত দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির জন্য জ্ঞানার্জনে সহায়তা করা দরকার। সমাজকে তাদের লুকানো সম্ভাবনা বুঝতে হবে। সমাজের সমস্যা সম্পর্কে তাদের সংবেদনশীল করা এবং তারা কীভাবে এসব নির্মূলে অবদান রাখতে পারে, সে বিষয়ে তাদের জ্ঞান দিতে হবে। 
সময়ের গুরুত্ব বোঝা তরুণদের দায়িত্ব। তাদের পদক্ষেপ নেওয়ার জন্য প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সময়ানুবর্তিতা অপরিহার্য। তরুণদের জীবনে শৃঙ্খলার প্রয়োজনীয়তা বুঝতে হবে।
যৌবন আবেগে ভরপুর। শৃঙ্খলা না থাকলে তরুণরা সঠিকভাবে কাজ করতে পারে না। পদক্ষেপ নেওয়ার আগে চিন্তা করা দরকার। তরুণদের আবেগপ্রবণ হওয়া উচিত নয়। এভাবেই তরুণরা একটি চিন্তাশীল সমাজ গঠন করতে সক্ষম হবে। তা ছাড়া তরুণদের নৈতিকভাবে শক্তিশালী হতে হবে। তারা যেন নিবেদিতপ্রাণ হয়, যা তাদের জাতির জন্য সংশোধনমূলক পদক্ষেপ নিতে চালিত করবে। পাশাপাশি তরুণদের অবশ্যই পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সাহসী হতে হবে। নির্ভীক তরুণরাই পারে অন্যায়ের বিরুদ্ধে লড়তে। তারা যে লক্ষ্য অর্জন করতে চায়, তার প্রতি মনোযোগী হওয়া দরকার। তরুণ প্রজন্মের  লক্ষ্যমুখী হওয়া গুরুত্বপূর্ণ।
মনে রাখতে হবে, যে জাতির মধ্যে উদ্যমী, কৌতূহলী এবং কঠোর পরিশ্রমী তরুণ আছে এবং তাদের কাজ করার সুযোগ দেয়, সে জাতি পিছিয়ে থাকতে পারে 
না। আমাদের দেশের তরুণ শক্তিকে 
যাতে কাজে লাগাতে পারি, সেদিকে দৃষ্টি দিতে হবে।

আব্দুল্লাহ আল জান্নাত নেওয়াজ: সহকারী প্রকৌশলী, এসেনসিয়াল ড্রাগ্স 
কোম্পানি লিমিটেড
 

সম্পর্কিত নিবন্ধ