লালগালিচায় তারকাদের উপস্থিতি বাড়ছে। জমকালো সাজে আলো ছড়াচ্ছেন তাঁরা। দেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে জমকালো আয়োজন মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর বসেছে আজ।

রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে বিকেল পাঁচটা থেকে তারকাদের পদচারণে মুখর হতে থাকে লালগালিচা। আজ মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪ দেওয়া হবে।

লালগালিচায় স্ত্রীর সঙ্গে আফজাল হোসেন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

একই দিনে ২৩টি নিয়োগ পরীক্ষা, ক্ষোভ চাকরিপ্রার্থীদের

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মোট ২৩টি নিয়োগ পরীক্ষা ছিল গতকাল শুক্রবার। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে সকাল ও বিকেলে পরীক্ষাগুলো হয়। এক দিনে এত পরীক্ষা হওয়ায় বিপাকে পড়েন চাকরিপ্রার্থীরা। কারণ কেউ কেউ বেশ কয়েকটি পরীক্ষার আবেদন করেছিলেন। কোন পরীক্ষা ছেড়ে কোনটিতে অংশ নেবেন– তা নিয়ে ভোগেন সিদ্ধান্তহীনতায়। ফলে একটি পরীক্ষায় অংশ নিতে গিয়ে বাকিগুলো ছাড়তে হয়েছে। এতে ক্ষুব্ধ প্রার্থীরা।

তারা বলছেন, অনেকেই একাধিক আবেদন করেছেন। অনেকেই অনেক পরীক্ষা দিতে পারেননি। আবার দেখা যায়, দুটি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ আছে। যানজট কিংবা দূরত্বের কারণে এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে যায়। সব মিলিয়ে এটিকে হয়রানি বলতে হয়। এক দিনে একাধিক পরীক্ষার তারিখ না ফেলে সমন্বয়ের মাধ্যমে এ সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন প্রার্থীরা।
বরিশাল থেকে পরীক্ষা দিতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাইদুল ইসলাম শুভ সমকালকে বলেন, ‘এনএসআইয়ের দুটি পদে পরীক্ষা দিয়েছি। পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার পদের জন্যও আবেদন করেছিলাম।  একই সময় দুই প্রতিষ্ঠানে পরীক্ষা হওয়ায় পল্লী বিদ্যুতে অংশ নিতে পারিনি। প্রতিটির আবেদনে খরচ আছে। সেই সঙ্গে স্বপ্ন থাকে। এ রকমভাবে পরীক্ষার ডেট দেওয়া আমাদের প্রতি অবিচার।’

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চাকরিপ্রার্থীদের প্ল্যাটফর্ম ‘পিএসসি সংস্কার আন্দোলন’ গত সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছিল, এ ধরনের সিদ্ধান্ত চাকরিপ্রার্থীদের সঙ্গে তামাশার শামিল। প্রতিটি পরীক্ষা চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের জন্য সমান গুরুত্বপূর্ণ। কিন্তু একই দিনে একাধিক পরীক্ষার আয়োজন করাটা তাদের প্রতি চরম অবিচার ও উদাসীনতার বহিঃপ্রকাশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের প্রতি ন্যায্য আচরণের প্রতিশ্রুতি ছিল। বাস্তবে দেখা যাচ্ছে, শিক্ষা ও কর্মসংস্থান ব্যবস্থায় একের পর এক অব্যবস্থাপনা ও তামাশার পুনরাবৃত্তি ঘটছে। বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ পুনর্বিন্যাস করে পরীক্ষার্থীরা যেন প্রতিটি পরীক্ষায় অংশ নিতে পারেন, সেই দাবিও জানানো হয়েছিল।
প্ল্যাটফর্মটির সংগঠক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী সিরাজুস সালেহীন সিয়ন বলেন, ‘একই দিনে এত নিয়োগ পরীক্ষা নেওয়া অন্যায় ও অন্যায্য। এতে অর্থ, সময় ও সুযোগের অপচয় হয়। এক দিনে এত নিয়োগ পরীক্ষা হওয়ার ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে চাকরি পাওয়ার আমাদের যে সাংবিধানিক অধিকার, তা খর্ব হয়েছে। এ বিষয়ে আমরা আগেই প্রতিবাদ জানিয়েছিলাম। কোনো কাজ হয়নি।’

সম্পর্কিত নিবন্ধ