অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের পদত্যাগ দাবি করে করেছে গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ।

শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের আল-রাজী কমপ্লেক্সের সামনে বিক্ষোভ সমাবেশে এ দাবি করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে অন্তর্বর্তী সরকারকে বিরত থাকতে হবে। 

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে, দেশের জনগণের সঙ্গে আলোচনা না করে করিডোরের সিদ্ধান্ত সরকার দিতে পারে না। 

তিনি আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্যপ্রমাণ গণমাধ্যমে উঠে এসেছে। তাকে অপসারণ করে গ্রেপ্তার না করা হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করা হবে। 

গণ অধিকার পরিষদের মুখপাত্র ও জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান বলেন, অন্তর্বর্তী সরকার ৯ মাস পার করলেও এখন পর্যন্ত দেশেকে স্থিতিশীল করতে পারেনি। 

সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী তপশিল ঘোষণার দাবিও জানান তিনি।

যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের নেতা নাজিম উদ্দীন, রাশেদ হোসেন সোহেল প্রমুখ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সরক র

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ