চাকরি জীবন থেকে অবসর নিচ্ছেন প্রিয় শিক্ষক- এমন খবরে বিদ্যালয়ে ছুটে আসেন সাবেক শিক্ষার্থীরা। সৃষ্টি হয় আবেগঘন এক পরিবেশ। 

বৃহস্পতিবার দুপুরে কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের মজিরউদ্দিন-খায়রুন্নেছা মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মছদ্দর আলীকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। দীর্ঘ ৩৪ বছর শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নেন মছদ্দর আলী।

এদিন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিদ্যালয় থেকে শেষ কর্মদিবসে সংবর্ধনা শেষে ফুলেল সজ্জিত গাড়িবহরে মছদ্দর আলীকে নিজ বাড়িতে পৌঁছে দেন বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক ফাতেমা খানমের সভাপতিত্বে ও শিক্ষক রুম্পা দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইফতেখার হোসেন। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত বিদায়ী শিক্ষক মোহাম্মদ মছদ্দর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সৌরভ গোস্বামী, পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.

আব্দুল মুছাব্বির, মদরিছ আলী, দৈনিক সমকালের প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, প্রধান শিক্ষক আব্দুল মছব্বির শামীম, মন্তাজ আলী, রাজনগর স্কুলের শিক্ষক আব্দুর রসিদ, সহকারী শিক্ষক সুমা রানী দেব, মাজেদা সুলতানা, মো. আব্দুল মুক্তাদির, অভিভাবক আব্দুর রহমান খলিল, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আব্দুর রহমান, পর্তুগাল প্রবাসী কামরুল হাসান, যুক্তরাষ্ট্র প্রবাসী সাইদ আহমদ চৌধুরী, প্রাক্তন শিক্ষার্থী ব্যবসায়ী লুৎফুর রহমান প্রমুখ।

উৎস: Samakal

কীওয়ার্ড: অবসরপ র প ত

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ