এক জিমেইল অ্যাকাউন্টের তথ্য অন্য জিমেইল অ্যাকাউন্টে পাঠাবেন যেভাবে
Published: 23rd, May 2025 GMT
দৈনন্দিন কাজের জন্য প্রতিদিন অসংখ্য ই-মেইল আদান-প্রদান করেন অনেকেই। এসব ই-মেইলের অ্যাটাচমেন্টে ছবি, ভিডিও ও পিডিএফ ফাইল থাকায় গুগল অ্যাকাউন্টে অনেক জায়গা দখল করে রাখে। গুগল অ্যাকাউন্টে বিনা মূল্যে সর্বোচ্চ ১৫ গিগাবাইট পর্যন্ত তথ্য জমা রাখার সুযোগ থাকলেও জিমেইলের পাশাপাশি গুগলের বিভিন্ন সেবার তথ্য সেখানে নিয়মিত জমা হতে থাকে। ফলে গুগল অ্যাকাউন্টের জায়গা দ্রুত কমে যায়। গুগল অ্যাকাউন্টের জায়গা খালি না থাকলে জিমেইলে নতুন ই-মেইল আসে না। তবে চাইলেই নতুন ‘আর্কাইভ অ্যাকাউন্ট’ খুলে সেখানে জিমেইল অ্যাকাউন্টের তথ্য স্থানান্তর করে এ সমস্যার সমাধান করা যায়।
এক জিমেইল অ্যাকাউন্টের তথ্য অন্য জিমেইল অ্যাকাউন্টে স্থানান্তরের আগে সেগুলো অবশ্যই সংরক্ষণ করতে হবে। এতে কোনো তথ্য হারিয়ে গেলেও পরে তা উদ্ধার করা যাবে। এ জন্য প্রথমে গুগলের ‘গুগল টেইকআউট’ সুবিধা চালু করে কোন কোন তথ্য স্থানান্তর করতে চান, তা নির্বাচন করে ‘এক্সপোর্ট’ অপশনে ক্লিক করলেই গুগল একটি ডাউনলোড লিংক পাঠাবে, যেখান থেকে ই–মেইলগুলো সংরক্ষণ করা যাবে। এরপর পুরোনো অ্যাকাউন্টে পিওপি সুবিধা চালু করতে হবে। এ জন্য প্রথমে পুরোনো জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করে ওপরের ডান পাশে থাকা ‘গিয়ার’ আইকনে ক্লিক করে ‘সি অল সেটিংস’ অপশনে প্রবেশ করতে হবে। এরপর ‘ফরোয়ার্ডিং পিওপি/আইএমএপি’ ট্যাবে ক্লিক করে ‘এনাবল পিওপি ফর অল মেইল’ অপশন চালু করতে হবে। এবার নিচে থাকা ‘হোয়েন মেসেজ অ্যাকসেসেস উইথ পিওপি’ বিভাগে গিয়ে ‘ডিলিট জিমেইল কপি’ নির্বাচনের পর ‘সেভ চেঞ্জেস’ অপশনে ক্লিক করতে হবে।
আরও পড়ুনজিমেইলের এই পাঁচ সুবিধার কথা জানেন তো০২ জুলাই ২০২৪নতুন অ্যাকাউন্টে ই–মেইল পাঠানোর জন্য এবার একটি নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে, যেটি হবে আর্কাইভ অ্যাকাউন্ট। এরপর নতুন অ্যাকাউন্টে সাইন ইন করে আবার ‘অল সেটিংস’ অপশনে যেতে হবে। সেখান থেকে ‘অ্যাকাউন্টস অ্যান্ড ইমপোর্ট’ ট্যাবে ক্লিক করে ‘চেক মেইল ফ্রম আদার অ্যাকাউন্টস’ অপশনের পাশে থাকা ‘অ্যাড এ মেইল অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করতে হবে। এবার পপআপ উইন্ডোতে পুরোনো জিমেইল অ্যাকাউন্টের ঠিকানা লিখে পরবর্তী ধাপে প্রবেশের পর ‘ইমপোর্ট ই–মেইলস ফ্রম মাই আদার অ্যাকাউন্ট পিওপি৩’ অপশন নির্বাচনের পাশাপাশি পুরোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিখতে হবে। এবার পোর্ট নম্বর হিসেবে ৯৯৫ নির্বাচন করে নিচে থাকা তিনটি অপশন থেকে ‘অ্যাড অ্যাকাউন্ট’ বাটনে ক্লিক করলেই নতুন অ্যাকাউন্টে পুরোনো জিমেইল অ্যাকাউন্টের তথ্য স্থানান্তর শুরু হবে।
আরও পড়ুনজিমেইলে কয়েক বছর আগের ই-মেইল খুঁজে পাবেন যেভাবে০২ জানুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ল ক কর
এছাড়াও পড়ুন:
ছিলেন ভিক্ষুক, হয়েছেন চিকিৎসক
মানুষের কর্ম প্রচেষ্টাই মানুষকে এগিয়ে দেয়। অনেক সময় কেউ কেউ কল্পনাতীতভাবে এগিয়ে যান। এমনই নজির গড়েছেন চীনের এক ব্যক্তি। তার নাম লি চুয়াঙ্গি। তিনি ছোটবেলায় সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছিলেন। এই রোগের প্রভাবে তার দৃষ্টিশক্তি, কথা বলা ও শেখা এবং পেশি নড়াচড়ার সমস্যাসহ নানা অসুবিধা দেখা যায়।
লি অসুস্থ থাকায় পরিবারের ওপর নির্ভর করছিলেন। কিন্তু এক সময় তিনি পরিবারের ওপর বোঝা হয়ে থাকতে চাননি। এজন্য চাকরি খুঁজতে শুরু করেন। একটা সময় চাকরি পেয়েও যান। কিন্তু লিকে যিনি চাকরি দিয়েছিলেন তার উদ্দেশ্য সৎ ছিল না।
৯ থেকে ১৬ বছর বয়স পর্যন্ত ওই ব্যক্তি লি–কে রাস্তায় ভিক্ষা করতে বাধ্য করেন। এর বিনিময়ে লি প্রতি মাসে মাত্র ১০০ ইউয়ান উপার্জন করতে পারছিলেন। এভাবে সাত বছর কেটে যাওয়ার পরে লিকে ভিক্ষাবৃত্তি থেকে ছেড়ে দেওয়া হয়। কারণ ওই ব্যক্তি মনে করেন, লি-র বয়স বেড়ে গেছে, এখন মানুষের সিমপ্যাথি পাবে না।
আরো পড়ুন:
লিচু খাচ্ছেন, এই ফলের ভালো-মন্দ জেনে নিন
মানসিক চাপ তৈরি হয় কেন
এরপরে লি পড়ালেখা করতে শুরু করেন। ২৫ বছর বয়সে একটি মেডিকেল কলেজে ভর্তি হন। এবং ২০১৬ সালে একটি বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পান। তিনি নিজেকে সেরিব্রাল পালসির একটি কেস স্টাডি হিসেবে সহপাঠীদের সামনে নিজেকে উপস্থাপন করেন। ৩১ বছর বয়সে ২০১৯ সালে স্নাতক সম্পন্ন করেন তিনি। এরপর লি একটি মেডিকেল কোম্পানিতে কাজ শুরু করেন। কিন্তু বেশি দিন সেই কাজ করেননি। লি চেয়েছেন ছোট ক্লিনিকে কাজ করে নিজের প্রতিবেশিদের সহযোগিতা করতে।
লি সাউথ চায়না মর্নিং পোস্টকে বলেন, ‘‘তিনি বড় কোনো হাসপাতালে কাজ করার স্বপ্ন দেখেন না। ছোট ক্লিনিকে কাজ করে প্রতিবেশীদের সেবা দিতে পেরে খুশি তিনি।’’
লি চীনের ইউনান প্রদেশে বসবাস করছেন। আর সেখানেই একটি ছোট ক্লিনিক চালু করে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।
ঢাকা/লিপি