এক জিমেইল অ্যাকাউন্টের তথ্য অন্য জিমেইল অ্যাকাউন্টে পাঠাবেন যেভাবে
Published: 23rd, May 2025 GMT
দৈনন্দিন কাজের জন্য প্রতিদিন অসংখ্য ই-মেইল আদান-প্রদান করেন অনেকেই। এসব ই-মেইলের অ্যাটাচমেন্টে ছবি, ভিডিও ও পিডিএফ ফাইল থাকায় গুগল অ্যাকাউন্টে অনেক জায়গা দখল করে রাখে। গুগল অ্যাকাউন্টে বিনা মূল্যে সর্বোচ্চ ১৫ গিগাবাইট পর্যন্ত তথ্য জমা রাখার সুযোগ থাকলেও জিমেইলের পাশাপাশি গুগলের বিভিন্ন সেবার তথ্য সেখানে নিয়মিত জমা হতে থাকে। ফলে গুগল অ্যাকাউন্টের জায়গা দ্রুত কমে যায়। গুগল অ্যাকাউন্টের জায়গা খালি না থাকলে জিমেইলে নতুন ই-মেইল আসে না। তবে চাইলেই নতুন ‘আর্কাইভ অ্যাকাউন্ট’ খুলে সেখানে জিমেইল অ্যাকাউন্টের তথ্য স্থানান্তর করে এ সমস্যার সমাধান করা যায়।
এক জিমেইল অ্যাকাউন্টের তথ্য অন্য জিমেইল অ্যাকাউন্টে স্থানান্তরের আগে সেগুলো অবশ্যই সংরক্ষণ করতে হবে। এতে কোনো তথ্য হারিয়ে গেলেও পরে তা উদ্ধার করা যাবে। এ জন্য প্রথমে গুগলের ‘গুগল টেইকআউট’ সুবিধা চালু করে কোন কোন তথ্য স্থানান্তর করতে চান, তা নির্বাচন করে ‘এক্সপোর্ট’ অপশনে ক্লিক করলেই গুগল একটি ডাউনলোড লিংক পাঠাবে, যেখান থেকে ই–মেইলগুলো সংরক্ষণ করা যাবে। এরপর পুরোনো অ্যাকাউন্টে পিওপি সুবিধা চালু করতে হবে। এ জন্য প্রথমে পুরোনো জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করে ওপরের ডান পাশে থাকা ‘গিয়ার’ আইকনে ক্লিক করে ‘সি অল সেটিংস’ অপশনে প্রবেশ করতে হবে। এরপর ‘ফরোয়ার্ডিং পিওপি/আইএমএপি’ ট্যাবে ক্লিক করে ‘এনাবল পিওপি ফর অল মেইল’ অপশন চালু করতে হবে। এবার নিচে থাকা ‘হোয়েন মেসেজ অ্যাকসেসেস উইথ পিওপি’ বিভাগে গিয়ে ‘ডিলিট জিমেইল কপি’ নির্বাচনের পর ‘সেভ চেঞ্জেস’ অপশনে ক্লিক করতে হবে।
আরও পড়ুনজিমেইলের এই পাঁচ সুবিধার কথা জানেন তো০২ জুলাই ২০২৪নতুন অ্যাকাউন্টে ই–মেইল পাঠানোর জন্য এবার একটি নতুন জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে, যেটি হবে আর্কাইভ অ্যাকাউন্ট। এরপর নতুন অ্যাকাউন্টে সাইন ইন করে আবার ‘অল সেটিংস’ অপশনে যেতে হবে। সেখান থেকে ‘অ্যাকাউন্টস অ্যান্ড ইমপোর্ট’ ট্যাবে ক্লিক করে ‘চেক মেইল ফ্রম আদার অ্যাকাউন্টস’ অপশনের পাশে থাকা ‘অ্যাড এ মেইল অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করতে হবে। এবার পপআপ উইন্ডোতে পুরোনো জিমেইল অ্যাকাউন্টের ঠিকানা লিখে পরবর্তী ধাপে প্রবেশের পর ‘ইমপোর্ট ই–মেইলস ফ্রম মাই আদার অ্যাকাউন্ট পিওপি৩’ অপশন নির্বাচনের পাশাপাশি পুরোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিখতে হবে। এবার পোর্ট নম্বর হিসেবে ৯৯৫ নির্বাচন করে নিচে থাকা তিনটি অপশন থেকে ‘অ্যাড অ্যাকাউন্ট’ বাটনে ক্লিক করলেই নতুন অ্যাকাউন্টে পুরোনো জিমেইল অ্যাকাউন্টের তথ্য স্থানান্তর শুরু হবে।
আরও পড়ুনজিমেইলে কয়েক বছর আগের ই-মেইল খুঁজে পাবেন যেভাবে০২ জানুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ল ক কর
এছাড়াও পড়ুন:
বন্দীদের ফুল দিয়ে বরণ, চালু হলো ফেনীর দ্বিতীয় কারাগার
সংস্কার শেষে ফেনীর দ্বিতীয় কারাগার চালু হয়েছে। আজ শনিবার সকালে বন্দীদের ফুল দিয়ে বরণ করার মধ্য দিয়ে এ কারার যাত্রা শুরু হয়। এতে চট্টগ্রাম বিভাগের আটটি কারাগারের সাজাপ্রাপ্ত আসামিদের ও ফেনী জজ আদালতে বিচারাধীন মামলার আসামিদের রাখা হবে।
কারা সূত্র জানায়, দেশের পুরোনো চারটি কারাগারের মধ্যে ফেনী-২ কারাগার একটি। শত বছরের পুরোনো এ কারাগার ভবন ছিল জরাজীর্ণ। এ কারণে ২০১৯ সালে ১২ জানুয়ারি এ কারাগার থেকে বন্দীদের ফেনীর শহরতলির রানীরহাট এলাকার নতুন কারাগারে স্থানান্তর করা হয়। এরপর থেকে কারাগারটি অনেকটা ‘পরিত্যক্ত’ অবস্থায় ছিল।
নতুন করে চালু হওয়া কারাগারটির অবস্থান ফেনী শহরের মাস্টারপাড়ায়। এটি ১৯১৫ সালে সাবজেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর ১৯৯৮ সালে জেলা এটিকে কারাগারে উন্নীত হয়। এ কারাগারের বর্তমান ধারণক্ষমতা ১৭২ জন। এর মধ্যে ১৭০ জন পুরুষ ও ২ জন নারী। কারাগার চালু করার জন্য গতকাল কুমিল্লা জেলা কারাগার থেকে ২৪ জন ও চট্টগ্রাম থেকে চারজন বন্দীকে আনা হয়েছিল। তাঁরা সবাই সশ্রম সাজাপ্রাপ্ত। এ কারাগারে তাঁরা রান্নার দায়িত্বে থাকবেন।
কারা কর্তৃপক্ষ জানায়, ধাপে ধাপে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দীদের ফেনীর দ্বিতীয় কারাগারে আনা হবে। আপাতত এতে কেন্দ্রীয় কারাগার থেকে ২৬ জন, কুমিল্লা থেকে ৭৪ জন, নোয়াখালী থেকে ১৫ জন, লক্ষ্মীপুর থেকে ৪ জন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩৩ জন বন্দী এখানে স্থানান্তর করা হবে। এতে সেল, রান্নাঘর, কিশোর ওয়ার্ড, মসজিদসহ প্রয়োজনীয় সুবিধা রয়েছে। এ কারাগার নিয়ে বর্তমানে দেশে কারার সংখ্যা ৭১।
জানতে চাইলে ফেনী-২–এর জেল সুপার মো. দিদারুল আলম বলেন, ‘রাষ্ট্র চায়, কারাগার শুধু শাস্তির জায়গা নয়, সংশোধনের কেন্দ্র হোক। এরই অংশ হিসেবে সংস্কার শেষে ফেনী কারাগার-২ চালু হয়েছে।’
কারাগারের ভারপ্রাপ্ত জেলার ফেরদৌস মিয়া প্রথম আলোকে বলেন, ‘এ কারাগারে স্থানান্তরিত বন্দীদের সব সুযোগ-সুবিধা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সও যোগদান করেছেন। বেশির ভাগ পদে কর্মচারীরাও কাজ শুরু করেছেন।’