বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি থেকে এক নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে একটি পোস্ট দেন।

পদত্যাগের ঘোষণা দেওয়া ওই নেতার নাম আবদুল হাফিজ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন। তাঁর বাড়ি উপজেলার বড় হাতিয়া ইউনিয়নের রশিদার ঘোণা এলাকায়।

ফেসবুকে দেওয়া পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়কের উদ্দেশে আবদুল হাফিজ লেখেন, ‘আমি আপনার সংগঠনের একজন একনিষ্ঠ সদস্য হিসেবে বিগত সময়গুলোতে কাজ করে গেছি এবং জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে শহীদ ভাই ও বোনদের স্বপ্নের বাংলাদেশ গড়ার পক্ষে অবদান রাখার চেষ্টা করেছি। এই আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে আমি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার সুযোগ পেয়েছি। তবে ব্যক্তিগত কারণ ও ভবিষ্যৎ পরিকল্পনার কারণে আমি এই পদ থেকে সরে দাঁড়াচ্ছি।’

জানতে চাইলে আবদুল হাফিজ আজ শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘৫ আগস্টের পরপর আমাদের প্রতি মানুষের যে সম্মান, আলাদা একটা ভালোবাসা ছিল, সেটি এখন নেই। জুলাই অভ্যুত্থানের শক্তিগুলোর পারস্পরিক বিভাজন আমাকে হতাশ করেছে। আমার দলের কোনো অপকর্ম আমি গায়ে মাখতে চাচ্ছি না। এখন থেকে পড়াশোনা, পারিবারিক ব্যবসা ও ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই। তাই পদত্যাগ করেছি।’

জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক জুবাইর হোসেন প্রথম আলোকে বলেন, ‘ফেসবুকে হাফিজের পদত্যাগের ঘোষণা আমরা দেখেছি এবং তাঁর সঙ্গে কথা বলেছি। ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। এ বিষয়ে কমিটির পরবর্তী বৈঠকে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ