ঢাকায় বিডিএফ ডায়ালজিক বিতর্কের গ্র্যান্ড স্লাম শুরু
Published: 23rd, May 2025 GMT
বাংলাদেশ ডিবেট ফেডারেশনের (বিডিএফ) ডায়ালজিক-২০২৫ এর স্কুল-কলেজ অধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। শুক্রবার ঢাকায় এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়েছে সারাদেশের শীর্ষস্থানীয় ৪০টি স্কুল ও কলেজের বিতর্ক দল। দুই দিনব্যাপী এই গ্র্যান্ড স্লাম হবে যুক্তি, প্রকাশ ও সমালোচনামূলক চিন্তার এক মহোৎসব, যার লক্ষ্য হলো তরুণ কণ্ঠে একটি জাতীয় সংলাপের সূচনা।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা তরুণদের নেতৃত্বে বিতর্ক ও সংলাপের রূপান্তরমূলক শক্তিকে তুলে ধরে বলেন, এমন উদ্যোগ একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যতমুখী সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি এবং ডায়ালজিক ২০২৫-এর অন্যতম প্রধান পরিকল্পনাকারী প্লাবন গঙ্গোপাধ্যায়। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি আর্থ-এর প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান শাকিলা সাত্তার তৃণা, ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইডি)-এর যৌথ পরিচালক (গবেষণা) সানজিদা রহমান, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আবদুল মতিন এবং বিডিএফ-এর সাবেক সভাপতি ও খ্যাতিমান গণমাধ্যম ব্যক্তিত্ব ডাঃ আবদুন নূর তুষার।
অভিনন্দন বক্তব্যে প্লাবন গঙ্গোপাধ্যায় বলেন, বিডিএফ কেবল প্রতিযোগিতার আয়োজক নয়, আমরা একটি জাতীয় মঞ্চ নির্মাণ করেছি যেখানে তরুণরা মনোযোগ দিয়ে শোনে, নৈতিকভাবে যুক্তি তুলে ধরে এবং নির্ভীকভাবে কথা বলে। আজকের খণ্ডিত সময়ে এই তরুণদের সম্মেলন আমাদের মনে করিয়ে দেয়, শ্রদ্ধাশীল ও গঠনত্মক সংলাপের মধ্যেই রয়েছে সত্যিকারের পরিবর্তনের সম্ভাবনা।
অতিথি ডা.
তিনি বলেন, বিডিএফ তরুণদের শুধু মঞ্চে কথা বলতে নয়, অর্থবহ আলোচনার মধ্য দিয়ে সমাজ বদলাতে উদ্বুদ্ধ করছে।
শাকিলা সাত্তার তৃণা জলবায়ু ন্যায়বিচার ও কমিউনিটি ক্ষমতায়নের ক্ষেত্রে সংলাপের গুরুত্ব তুলে ধরেন এবং তরুণদের আহ্বান জানান, তারা যেন তাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সঙ্গে যুক্ত হয়।
অন্যদিকে, সুনজিদা রহমান প্রমাণভিত্তিক যুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, আজকের তরুণরাই আগামী দিনের নীতিনির্ধারক।
মো. আবদুল মতিন বলেন, শব্দের কোলাহলে ভরা এই সময়ে যারা বিতর্ক বেছে নিয়েছে, তারা আসলে চিন্তার পথকে বেছে নিয়েছে।
বিডিএফ ডায়ালজিক ২০২৫-এর মূল ভাবনা হলো—তথ্যভিত্তিক গণতন্ত্র, পরিবেশ, শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক ন্যায়বিচারের ভবিষ্যৎ নির্ভর করে তরুণদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও যুক্তির মাধ্যমে মতভেদ মোকাবিলার ক্ষমতার ওপর। আগামী তিন দিন ধরে প্রতিযোগীরা বিতর্কের নানা রাউন্ডে অংশ নেবে, যেখানে আলোচ্য বিষয়গুলো সমাজের প্রচলিত ধারা চ্যালেঞ্জ করবে, গভীর চিন্তায় আহ্বান জানাবে এবং ভিন্ন মতকে উদযাপন করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিডিএফের হেড অব পার্টনারশিপ এইচ এম সাবির নূর এবং সাংগঠনিক সম্পাদক নাঈম আহমেদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডিএফের সাধারণ সম্পাদক জিহাদ আল মেহেদী।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ১৭১
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্ব খাতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১১ থেকে ২০তম গ্রেডে ছয় ক্যাটাগরির এ নিয়োগে মোট পদ ১৭১টি। এ নিয়োগে চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা (বাংলাদেশের প্রকৃত নাগরিক) আবেদন করতে পারবেন। ৩০ অক্টোবর আবেদন শুরু হয়েছে।
পদের নাম ও সংখ্যা১. পরিসংখ্যানবিদ: ৫টি
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা।
২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৫টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৩. স্বাস্থ্য সহকারী: ১৩৪টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
আরও পড়ুন১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার, ফি ২০০৩০ অক্টোবর ২০২৫৪. স্টোরকিপার: ৪টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৫. গাড়িচালক: ৩টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৬. অফিস সহায়ক: ১০টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। বিস্তারিত তথ্য মিলবে বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫বয়সসীমা: ২৯/১০/২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ (আঠারো) বছর হতে হবে। একই সময়ে সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে আবেদনকারী প্রার্থীর। সরকারি বিধিবিধান অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ ও সময়আবেদন শুরু: ৩০/১০/২০২৫ খ্রি. সকাল ১০ ঘটিকা
আবেদনের শেষ তারিখ: ১৯/১১/২০২৫ খ্রি. বিকেল ৫ ঘটিকা
ফি জমা দেওয়ার শেষ সময়: অনলাইন আবেদন জমাদানের ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে।
আরও পড়ুন৪৮তম বিশেষ বিসিএসে আর পদ বাড়ানোর সুযোগ নেই৩০ অক্টোবর ২০২৫আবেদন ফিক্রমিক নং ১ থেকে ৫ পর্যন্ত পদের জন্য: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)।
ক্রমিক নং ৬ পদের জন্য: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।
টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে এই ফি জমা দিতে হবে।
পরীক্ষার তথ্য: প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইট ও প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে।
আরও পড়ুন‘দই মই’ অর্থনীতি–‘ক্লাউড সিডিং’–পিএস মাহসুদ ও বুরেভেসতনিক কী৩০ অক্টোবর ২০২৫