রাশিয়া ও ইউক্রেন শুক্রবার প্রত্যেকে ৩৯০ জন করে বন্দিকে মুক্তি দিয়েছে। আগামী দিনে তারা আরো বন্দিদের মুক্তি দেওয়ার কথা বলেছে।

গত সপ্তাহে ইস্তাম্বুলে দুই ঘন্টা ধরে চলা আলোচনার পর শান্তির পথে একমাত্র দৃঢ় পদক্ষেপ হিসেবে এক হাজার বন্দি বিনিময়ের চুক্তিটি উঠে এসেছে। তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে প্রথম সরাসরি আলোচনা ছিল এটি। তবে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে একমত হতে ব্যর্থ হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার উভয় পক্ষই ২৭০ জন করে সেনা এবং ১২০ জন বেসামরিক নাগরিককে মুক্তি দিয়েছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মোট ৩৯০ জনকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে শনিবার ও রবিবার আরো মুক্তি দেওয়া হবে।

শুক্রবার সকালে বন্দি বিনিময়ের কথা উল্লেখ করে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, “এই আলোচনার জন্য উভয় পক্ষকে অভিনন্দন। এর ফলে বড় কিছু হতে পারে???”

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে ভয়াবহ যুদ্ধে উভয় পক্ষের লাখ লাখ সেনা আহত বা নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য কোনো পক্ষই সঠিক হতাহতের সংখ্যা প্রকাশ করে না। রাশিয়ান বাহিনী ইউক্রেনীয় শহরগুলিতে অবরোধ ও বোমাবর্ষণে কয়েক হাজার ইউক্রেনীয় বেসামরিক নাগরিকও নিহত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে গত বছর শুরু হওয়া ইউক্রেনীয় অনুপ্রবেশের সময় রাশিয়ার কুরস্ক অঞ্চলে বন্দি বেসামরিক নাগরিকও রয়েছেন।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন

এছাড়াও পড়ুন:

৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারল জিম্বাবুয়ে

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ১২৭ রানে অলআউট হয়েছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আরও কম, ১২৫ রানে। কিন্তু রোববার (০২ নভেম্বর) তারা চোখে চোখ রেখে লড়াই করল আফগানিস্তানের বিপক্ষে।

আগে ব্যাট করে ৩ উইকেটে আফগানদের করা ২১০ রানের জবাবে জিম্বাবুয়ে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০১ রান করে হার মানে মাত্র ৯ রানে। দুই ইনিংসে রান হয়েছে মোট ৪১১টি। যা আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।

আরো পড়ুন:

কেন বিপিএল থেকে বাদ পড়ল চিটাগং কিংস

ফাইনালে দ. আফ্রিকাকে ২৯৯ রানের টার্গেট দিল ভারত

স্বাগতিকরা থেমে থেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ব্রিয়ান বেনেট, সিকান্দার রাজা, রায়ান বার্ল ও তাশিনগা মুসেকিওয়ার ব্যাটে লড়াই করে শেষ বল পর্যন্ত। বেনেট ৩ চার ও ২ ছক্কায় করেন ৪৭ রান। অধিনায়ক রাজা ৭টি চার ও ২ ছক্কায় করেন ৫১ রান। বার্ল ১৫ বলে ৫ ছক্কায় খেলেন ৩৭ রানের ঝড়ো ইনিংস। আর মুসেকিওয়া ২ চার ও ১ ছক্কায় করেন ২৮ রান।

বল হাতে আফগানিস্তানের আব্দুল্লাহ আহমদজাই ৪ ওভারে ৪২ রানে ৩টি উইকেট নেন। ফজল হক ফারুকি ৪ ওভারে ২৯ রানে ২টি ও ফরিদ আহমদ ৩ ওভারে ৩৮ রানে নেন ২টি উইকেট।

তার আগে উদ্বোধনী জুটিতে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ১৫.৩ ওভারে ১৫৯ রানের জুটি গড়েন। এই রানে গুরবাজ আউট হন ৪৮ বলে ৮টি চার ও ৫ ছক্কায় ৯২ রানের ইনিংস খেলে। মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ১৬৩ রানের মাথায় ইব্রাহিম আউট হন ৭টি চারে ৬০ রান করে। এরপর সেদিকুল্লাহ অটল ১৫ বলে ২টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ২১০ পর্যন্ত নিয়ে যান।

বল হাতে জিম্বাবুয়ের ব্রাড ইভান্স ৪ ওভারে ৩৩ রানে ২টি উইকেট নেন। অপর উইকেটটি নেন রিচার্ড এনগ্রাভা।

৯২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন গুরবাজ। আর মোট ১৬৯ রান করে সিরিজ সেরা হন ইব্রাহিম জাদরান।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ